নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
গ্রীক ও ল্যাটিন ইতিহাসবীদরা ভারতবর্ষে প্রাচীন এক জনপদের খোঁজ দিয়েছেন। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময়ে এই জনপদ নন্দরাজ্য নামে পরিচিত ছিলো। এই রাজ্যে ছিলো গঙ্গে নামের এক বন্দর নগরী। এই বন্দর নগরীর তীরবর্তী অঞ্চলে সোনার খনি ছিলো।
আমাদের ইতিহাসবীদদের তথ্যানুযায়ী, একটি বিষয় স্পষ্টত প্রতীয়মান হয় যে, টলেমির ‘গঙ্গারিডাই’ এবং ‘পেরিপ্লাস’ গ্রন্থের লেখকের ‘গাঙ্গে দেশ’ বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত একই এলাকাকে ইঙ্গিত করছে। অর্থাৎ, পশ্চিমা ইতিহাসবীদদের সেই গঙ্গে নগরীটিই বর্তমানের বাংলাদেশ।
তাই, প্রশ্ন, আসছে, মাত্র ২০০০ বছর আগেও যে এলাকায় সোনার খনি ছিলো, বা যে এলাকার নদীর পানি দিয়ে যদি স্বর্ণ ভেসে আসতো, সেই সোনার খনি এখন কোথায় গেলো? আমাদের বাংলায় সোনার খনি ছিলো, তা আমাদের কোন ইতিহাসবীদ লিখতে পারলেন না কেন! কেন তা পশ্চিমা ইতিহাসবীদদের মুখ থেকে আমাদের জানতে হচ্ছে? আসলে, গ্যাপটা কোথায়?
২৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি এই বিষয়ে আগেও লিখেছি।
ধন্যবাদ নিরন্তর।
২| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমাদের কথিত ইতিহাসবিদরা তাবলিগের কাজে নিয়োজিত।
দেশপ্রেমের বিষয়টি তাদের কাছে এত গুরুত্বপূর্ণ নয়।
২৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ। আমাদেরকে নিজেদের ইতিহাস জানতে হবে।
মহাবীর আলেকজান্ডার আমাদের ভূমি আক্রমণের সাহস পান নাই।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৯
সোনাগাজী বলেছেন:
ভারতের অনকে অন্চলে সোনা তোলা হচ্ছে আজ অবধি। বাংলায় সোনার খনি থাকলে, উহা লোকমুখে শোনা যেতো।
২৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমারও সেটা আশ্চর্য লাগে, ভাইয়া!
গ্রীক, রুশ, ল্যাটিনরা আমাদের ইতিহাস জানেন, আর, আমরা জানি না!!!
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩৩
শেরজা তপন বলেছেন: আমিও তেমনটা পড়েছি- হিরের খনিও নাকি ছিল। তবে আমার ধারনা অঞ্চলটা ঠিকভাবে ডিটেক্ট করা হয়নি। এমন নিন্মাঞ্চলের নদী বিধৌত বদ্বীপ ভূমিতে এধরনের খনি পাওয়া একরকম অসম্ভব। বহু ভুলভাল ইতিহাস আছে।
২৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গঙ্গে বন্দর নিয়ে বেশ কিছু ধারণা রয়েছে। যা বর্তমান খুলনার বিভাগের চুয়াডাঙ্গা জেলাকে নির্দেশ করে এবং আবার কেউ কেউ বলেন গঙ্গে বন্দরের অবস্থান খুলনার সুন্দরবন লাগোয়া। আর গঙ্গে নদীটি হলো বর্তমান গঙ্গা এবং বাংলাদেশ অংশে পদ্মা। মূলত বাংলাদেশ ও পশ্চিম বাংলা নিয়ে তৎকালীন গঙ্গারীডি/গঙ্গারাড়ী গঠিত।
ধন্যবাদ নিরন্তর।
৫| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১:০০
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: আমারও সেটা আশ্চর্য লাগে, ভাইয়া! গ্রীক, রুশ, ল্যাটিনরা আমাদের ইতিহাস জানেন, আর, আমরা জানি না!!!
-আমাদের লোকজন তখন পড়ালেখার নামও শোনেননি।
৩০ শে মার্চ, ২০২৪ ভোর ৪:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেই সময়ে গ্রীক বা ল্যাটিন ইতিহাসবিদরা কিসের টানে এদিকে এসেছিলেন বলা মুশকিল।
তবে, তাঁরা আমাদের অঞ্চলের বেশ সুনাম করেছিলেন। একজন পশ্চিমা কবি তো নিজ দেশে ফিরে গিয়ে হাতির দাঁতে লিখে আমাদের গঙ্গারিডির শৌর্য-বির্যের কথা স্মরণ রাখবেন বলে কথা দিয়েছিলেন!!!
ধন্যবাদ নিরন্তর।
৬| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এসব হয়তো ভেসে সাগরে চলে গেছে। ইতিহাসবিদদের কথা বলেন, ওরা রাজননৈতিক প্রেক্ষাপট দিয়ে যায়তো তাই সব কথা প্রকাশ করতে পারেন না!
৩০ শে মার্চ, ২০২৪ ভোর ৪:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সব স্বর্ণ সাগরে গিয়ে পড়েছে বলছেন!!!
হা, হা, হা !!! ভালো বলেছেন।
তবে, নদীতে ভেসে সোনা আসছে, এই তথ্য ইতিহাসবিদদের কে দিলো বলে আপনার ধারনা? মাছ?
শুভেচ্ছা।
৭| ৩০ শে মার্চ, ২০২৪ ভোর ৬:২৪
অধীতি বলেছেন: ইতিহাস জানার মজাই আলাদা তাও যদি হয় নিজের মাতৃভূমির। শুভেচ্ছা নিরন্তর।
৩০ শে মার্চ, ২০২৪ ভোর ৬:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশের সন্ধানে নামক একটি বই পড়ছি। দারুণ সব তথ্য আছে সেখানে।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বলেন কি!
এই খবর তো আমার জানা ছিল না।