নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমি যা আয় করি, সেটার ৮৫% আমার কর্মচারীদের দিয়ে দেই

৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:২২



আমার আই,টি প্রতিষ্ঠানের ৫ বছর হতে চললো। একটি রাফ হিসেব করে দেখলাম, এই সময়ে, দেশের অর্থনীতিতে আমার প্রতিষ্ঠানের অবদান প্রায় ৩০ কোটি টাকা। দেশের বিশাল অর্থনীতিতে হয়তো এটা যৎসামান্য অবদান। কিন্তু, আমি এটা বলতে পারি, এই সময়ে আমার হাতে যেমন অনেক সম্পদ এসেছে, ঠিক তেমনি, আমার আশেপাশের মানুষও একেকজন ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন।

আমার প্রতিষ্ঠানের ইয়াং ইঞ্জিনিয়াররা এখন সর্বোচ্চ ৪ লক্ষ টাকা, এবং সর্বনিম্ন ১.৫ লক্ষ টাকা বেতন পান। ইনফ্লেশনের সাথে সঙ্গতি রেখে, আমি আমার ইঞ্জিনিয়ারদের বেতন প্রতি ৬ মাসে ১-বার বাড়ানোর ব্যবস্থা করি। আমার ফার্মের গড় বেতন প্রায় ৩ লক্ষ টাকা। এতে করে, আমাকে আয়ের ৮৫% আমার কর্মচারীদের দিয়ে দিতে হয়।

তাতে, ক্ষতি কি! আমি যেমন টাকা পাচ্ছি, অন্যরাও পাক না! যার যার প্রাপ্য, তাঁকে বুঝিয়ে দেওয়ার মাঝেই তো জীবনের সার্থকতা! আমি জানি না, আমাদের দেশে আর কোন প্রতিষ্ঠান একেকজন কর্মচারীকে এতো বেতন দিতে পারে কিনা। আমি এও জানি না, অন্য প্রতিষ্ঠানগুলো আয়ের কত অংশ তাদের কর্মচারীদের দিয়ে দেয়।

মন্তব্য ৩১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মহানুভবতার কথা শুনে শান্তি পেলাম।

৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, আমি চেষ্টা করি, যারা যা প্রাপ্য, তা বুঝিয়ে দিতে, আর, মিলিত ভাবে সম্পদশালী হতে।

ধন্যবাদ নিরন্তর।

২| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১০:০০

শাহ আজিজ বলেছেন: ডিস্ক হ্যাকাররা ড্যামেজ করেছে । রিকভার করা যাবে ?

৩১ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কতটুকু ড্যামেজ করেছে? দেখে বলতে হবে। রায়ান্স কম্পিউটারে আই,ডিবি ভবনে। দেখানোর ব্যবস্থা করতে পারি।

ধন্যবাদ নিরন্তর।

৩| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৮

কামাল১৮ বলেছেন: আপনিই আমাদের ইলন মাস্ক।

৩১ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মানুষটার মন ভালো। জানেনও অনেক।

ধন্যবাদ নিরন্তর।

৪| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৮

কামাল১৮ বলেছেন: আপনিই আমাদের ইলন মাস্ক।

৩১ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি তাঁকে ফলো করি। বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবো।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার ইমেইল এড্রেসটা কপি করে রেখেছি। হুট করে দেশে চলে আসতে হলে আপনাকে সিভি পাঠাবো। :)

৩১ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি ইঞ্জিনিয়ার জেনে ভালো লাগছে। আমন্ত্রণ থাকলো।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আপনাকে আন্তরিক অভিনন্দন।

৩১ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

৭| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনার নিজের এবং আপনার কোম্পানির ইনকাম ট্যাক্স কত দিতে হচ্ছে?

৩১ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার মাসিক আয় বের কতে চাচ্ছেন?

জেনে কি লাভ!!! লোভ জাগতে পারে, যা ক্ষতিকর।

ধন্যবাদ নিরন্তর।

৮| ৩১ শে মার্চ, ২০২৪ ভোর ৫:৫৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: এই তো মানুষের মতো মানুষের কাজ। আপনার মঙ্গল হোক।
সদানন্দ প্রভু আপনার ওপর আরও সন্তুষ্ট হন।

৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার জন্যে দোয়া করার জন্যে ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

৯| ৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ফার্মে কাউকে চাকুরী দিতে পারবেন। পারলে কী যোগ্যতা লাগবে?

৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এই মুহুর্তে আমরা রিক্রুটমেন্টে যাচ্ছি না। তবে, কয়েক দিন আগে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছিলাম। সামুতে এডও দিয়েছিলাম।

শুভেচ্ছা।

১০| ৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২২

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!
সত্যিই জেনে ভালো লাগলো!

৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ, আপুনি। শুভেচ্ছা নিরন্তর।

১১| ৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ২:২৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মনটা আবার ভালো হয়ে গেল ভাই, আপনার এই পোস্ট দেখে। উপার্জন তো সবাই করে, তার সুষম বণ্টন নিয়ে আসলে কয়জন ভাবে।

আপনার শেষ জব আমি ছেড়েছিলাম, আমার দুই ইদে আমার এমডি আমাকে ১,২০,০০০ টাকা বোনাস দেয় নাই
তাই রাগ করে জব ছেড়ে দিয়েছিলাম। এরপর অনেকবার আমাকে ফিরতে বলেছে, বাসায় এইচ আর হেডকে পাঠিয়েছে, আমি ফিরে যাই নি। আমি একটা একাউন্ট নিজে দেখতাম, মার্চেন্ডাইজার হিসাবে। সব লাভ ক্ষতির হিসাব আমার হাত দিয়েই এম ডির হাতে যেত। কত লাভ হচ্ছিল আমি জানতাম, তাও তার যুক্তি ছিল, কোম্পানি লসে আছে, তাই বোনাস দিতে পারবে না৷ আমি অন্য যুক্তি মানতাম, কিন্তু মিথ্যে ব্যাপারটা মানতে পারিনি।

আপনার মতন সবাই, কোম্পানির কর্মচারীদের কোম্পানির অংশ ভাবলে, দেশে সম্পদের সুষম বণ্টন এমনিই হতো।

আপনি ভালো মানুষ। এমন ভালো ব্যাপারগুলো আরও ছড়িয়ে দিবেন, আশা করি। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার মনে হয়, স্বাধীনচেতা মানুষদের ব্যবসা করা উচিৎ।

যেখানে মন টিকে না, সেখানে চাকরী করার দরকার নেই। তাই, ভালো কাজ করেছেন।

শুভেচ্ছা নিরন্তর।

১২| ৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৫

:) :) :) :) :) বলেছেন: অনেক মহৎ মানুষ আপনি ভাই। রিয়াদ সাহেবের কথায়ও কষ্ট পেলাম। কোম্পানী গুলি আপনার মতো মহান হলে কাউকে চাকরী ছাড়তে হত না, বঞ্ছিত হতে হত না।

একটু দ্বিধায় পড়ে গেলাম ভাই। ইনকামের ৮৫% যদি বেতনে দিয়ে দেন, আপনার রেভিনিউর ১৫% বাকি থাকে, যাতে ক্রয়মূল্য অন্তরভুক্ত। ইনকামের সবচাইতে বড় অংশটা হল এক্সপেন্সের অন্তরভুক্ত ক্রয়মূল্যে। এরপর আসে বিদ্যুৎ খরচ, অফিস ভাড়া, কর্মচারীদের বেতন ও ইনকাম ট্যাক্সসহ আরো নানাবিধ খরচ। তাহলে আপনার প্রফিট থাকবার কথা তো না-ই, লস হবার কথা প্রতি বছর বিপুল পরিমাণ।

আমার একটু ক্লিয়ার হওয়ার ইচ্ছা, কস্ট অব সোল্ড গুডস-এর চাইতে কর্মচারীদের বেতন এত বেশী হয় কিভাবে? আপনাদের ব্যালান্স শিট কোন অডিট ফার্মকে দিয়া করান?

যাই হোক, আপনার মহান কাজগুলো অব্যাহত থাকুক, মহান আল্লাহর কাছে এই দোয়া করি। আমিন।

৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি যেভাবে বলছেন, আমি ওভাবে হিসেব করে বলি নাই যে! :)

আমি বলেছি, ১০০ টাকা আমার পকেটে আসলে ৮৫ টাকা আমি কর্মচারীদের দিয়ে দেই। অর্থাৎ, ১৫ টাকা আমার পকেটে থাকে। ধরেন, আমার পকেটে এখন ১ কোটি টাকা এসেছে, এর মাঝে ৮৫ লক্ষ টাকা আমার ইঞ্জিনিয়ারদের। এখন, এই ১ কোটি টাকার উপরে যতটুকু ট্যাক্স হয়, আমি দিয়ে দেই।

আমাদের অডিট ফার্ম এ গ্রেডের। গত ৪ বছর ধরে তারাই দেখছেন। অন্য কোন ফার্মকে এই মুহুর্তে দেওয়া সম্ভব নয়।

আর, কস্ট অব গুড সল্ডসের চেয়ে কর্মচারীদের বেতন বেশি হলো কিভাবে একটু বুঝিয়ে বলবেন কি?

ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আর, অফিস ভাড়া, বিদ্যুৎ খরচ, লজিস্টিকস ১০০ টাকার পরে। ধরুন, এই বাবদ যদি আরও ২০ টাকা খরচ হয়, আমার আসল ইনকাম ১০০ + ২০ - ১২০ টাকা।

ধন্যবাদ ।

১৩| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই আপনার মত হলে তো দেশের ভালই হত...

৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১৪| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: আপনি ভালো লোক।
অন্যদের উচিৎ আপনার কাছ থেকে শেখা।

৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি চেষ্টা করি ভালো মানুষ যেন সুখী থাকে।

ধন্যবাদ নিরন্তর।

১৫| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমার লোভ লাগবে না!
আমি নিতান্তই দরিদ্র একজন মানুষ ।
তবে আমার চাহিদা ও খুবই সীমিত।
আমার চাহিদার তালিকা যদি প্রকাশ করি অনেকেই হার্টফেল করতে পারেন।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কি দরকার মনের বোঝা বাড়ানোর!!!

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.