নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়ার কাহিনী

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৯



আমি মানুষকে বিশ্বাস করি। কিন্তু, কিছু কিছু মানুষ আমার সেই বিশ্বাসকে অবমূল্যায়ন করেন। আমার বিশ্বাসের মূল্য দেন না। ফলে, আমাকে ঠকিয়ে মজা পান, মনে হয়। আমি এই মানুষদের চাপ দিতে পারি না। এটা আমার স্বভাবেই নেই যে!!!

কয়েক বছর আগে, আমার কাছে একজন মানুষ আসলেন। মানুষটা পেশায় শিক্ষক। আমার পাশের এলাকায় থাকেন। তিনি জানালেন যে, খুব খারাপ অবস্থায় আছেন। তাঁর গরুর ব্যবসা খারাপ যাচ্ছে। অস্ট্রেলিয়ান গরুগুলোর খাবার যোগাড় করতে পারছেন না। গরুগুলোকে ভুখা থাকতে হচ্ছে। আর, এতো বড় গরু ভালো দামে বিক্রি করেতে পারছেন না। আমার গরুগুলোর জন্যে মায়া লাগলো। তিনি আমাকে বললেন যে, আপাতত ৩ লক্ষ টাকা হলেই চলে যাবে। আমি সেই টাকা তাঁকে দিলাম। আজ ৩ বছর হতে চললো। টাকা ফেরত পাইনি।

আরেকবার হলো কি, একজন পরিচিত মানুষ আমার কাছে তাঁর আম্মার হজ্বে যাওয়ার জন্যে ২ লক্ষ টাকা ধার চাইলেন। বললেন যে, কয়েক মাসের মধ্যে ফেরত দিবেন। আজ প্রায় ১ বছর হতে চললো, তার কোন খোঁজ নেই।

আরেকবার এক আত্মীয় আমার কাছে তাঁর ব্যবসার জন্যে ৭৫০০০ টাকা চাইলেন। সেটা পাওয়ার পরে তিনিও আর আমাকে সেই টাকা ফেরত দিলেন না। এভাবে, ৪ বছর আগে আরেকজন আত্মীয়কে ধার দেওয়া ৫০,০০০ টাকা এখনো পাইনি।

এরকম ঘটনা আরও আছে! আমি তারপরও মানুষ আমার কাছে ধার চাইলে মানা করতে পারি না। কিছু না কিছু দিয়ে দেই। আমি ধরে নেই, সেগুলো আমার সদকা বা যাকাত।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৮

সোনাগাজী বলেছেন:


বাংগালী জাতিকে রাস্তায় বসায়ে দিয়েছে তাদের একটা আচরণ, ঋণ নিলে ফেরত দেয় না।

০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১২:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কিছু মানুষের শরীরে পচন ধরেছে। মাথায় ঘুণে ধরেছে অনেক আগেই।

ধন্যবাদ নিরন্তর।

২| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১২:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





২০১০ সালে আমি চাঁদপুরের নোমান নামে এক লোককে ৩০-৩৫ হাজার টাকা দিয়েছিলাম ।
অনেক বছর পার হয়ে গেছে।
তিনি আমার টাকা তো ফেরত দেনি নাই ।
মোবাইল ফোনে আমাকে ব্লক করে রেখেছেন ।
ফেসবুকে আমাকে ব্লক করে রেখেছেন।
মাঝে মাঝে মনে হয় যে পুলিশ সাহেবের কাছে নালিশ দিয়ে আসি।

০১ লা এপ্রিল, ২০২৪ ভোর ৪:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



পুলিশের কাছে না গিয়ে আইন ও সালিশ কেন্দ্রের কাছে যান। সমাধান পাবেন। :)

শুভেচ্ছা নিরন্তর।

৩| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১২:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ।
একই সাথে আপনি যোগ্য মানুষ বলে আপনি প্রচুর পরিমাণে আয়-রোজগার করতে পারছেন!

০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১২:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি চেষ্টা করি মানুষকে বিশ্বাস করতে, যদিও সব সময়ে পারি না।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১২:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


এখন পর্যন্ত বিশ্বাস করে ঠকে কত টাকা আটকে আছে?

০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১২:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



প্রায় ২২ লক্ষ টাকা।

ধন্যবাদ।

৫| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ৭:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমার আমার নিজের ধারণা পুলিশ সাহেবও আমাকে কোন সাহায্য করতে পারবেন না ।
আইন ও সালিশ কেন্দ্র তারাও হয়তো কিছুই করতে পারবেন না ।

কেননা আমি যে তাকে টাকা দিয়েছি সেটা একান্তই মৌখিক কথাবার্তায়।
সেখানে কোন লিখিত ডকুমেন্ট ছিল না ।
আইন আদালত কোট কাছারি পুলিশ চৌকিদার যাই বলেন সব জায়গায় আমার মনে হয় কাগজ চাইবে ।
আর এটা তো মাত্র একটা নয়।
এরকম কেস আমার আরো অনেক আছে।
সবগুলোতে আমি হারু পার্টি অর্থাৎ যে নিয়েছে কখনো ফিরিয়ে দিতে হবে সেটা তারা মনে করে নাই।
আফসোস!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.