নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
.
.
মধ্যরাত পেরিয়ে গিয়েছে। শাইয়্যান যেখানে বসে লিখছে, তার উপরে ঘূর্নায়মান ফ্যানটি মনে করিয়ে দিচ্ছে, এই পৃথিবীটিও নিজ অক্ষে ঘুরছে। এই দুরন্ত ঘূর্ণির মাঝে প্রতিটি জীবের মতো শাইয়্যানেরও একটি অস্তিত্ব আছে।
কিন্তু, শাইয়্যান জানে, সেই অস্তিত্বের মাঝেই অস্তিত্বহীন এক স্বত্বার আবাস। এতো সেই শাইয়্যান যে ইচ্ছে করলে নিজ অস্তিত্বকে সেই পরম অস্তিত্বহীনতায় বিলীন করে দিতে পারে। এই ক্ষমতা তাঁকে দেওয়া হয়েছে।
অথচ, শাইয়্যান সেই ক্ষমতা ব্যবহাঁর করছে না! সে কান পেতে আছে একটি গানের অপেক্ষায়। আজ রাতে কেউ কি নজরুলের সেই গানটি গাইবে - 'আজও মধুরও বাঁশরী বাজে'? ইচ্ছে করলেই শাইয়্যান গানটি ল্যাপটপে বাজিয়ে শুনতে পারে। তা সে করছে না।
রাত বেড়ে চলছে! সে অপেক্ষা করতেই থাকে!
০৯ ই মে, ২০২৪ দুপুর ১:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, ভাইয়া। আশা করি ভালো আছেন।
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৭ ই মে, ২০২৪ সকাল ১০:৪৫
কামাল১৮ বলেছেন: আত্মারই কোন প্রমান নেই,তার উপর আবার পরমাত্ম।
০৯ ই মে, ২০২৪ দুপুর ১:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক আছে। ধন্যবাদ।
৩| ০৭ ই মে, ২০২৪ সকাল ১১:২৩
শাহ আজিজ বলেছেন: কোন অশান্তি ভর করেছে বা কিছু দুশ্চিন্তা ।
০৯ ই মে, ২০২৪ দুপুর ১:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি আসলে দুশ্চিন্তা কম করি, ভাইয়া।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২৪ রাত ১:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
রাত ক্রমেই হতেছে গভীর
অপেক্ষার দরকার নাই ।
শুনুন আজও মধুরও বাঁশরী বাজে
পরমাত্মার সাথে মিলনের
সহজ তবে কঠীন রাস্তা হলো
ফানাফিল্লাহ ও বাকাবিল্লার ম্তরে
পৌঁছা , হয় ইতিমধ্যে সেখানে
পৌঁছে গেছেন না হয় সাধন
পর্যায়ে আছেন , যেখানেই
থাকুন না কেন পরমাত্মার
সাথে মিলন হবেই হবে ।
শুভেচ্ছা রইল