নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

\'শব্দ\' ব্যাবহারে মানুষ কখনো খোদায়ী, আবার কখনো শয়তানী শক্তির অধিকারী হয়!

০৬ ই জুন, ২০২৪ রাত ৯:২৯



শব্দ স্রষ্টার এক অনুপম সৃষ্টি। শব্দের মাধ্যমেই খোদা তাঁর সৃষ্টির কাছে পৌঁছেছেন। শুধু তা-ই নয়, 'হও' শব্দের মাধ্যমেই স্রষ্টা তাঁর সৃষ্টিজগত তৈরী করেছেন। শব্দ যদি না থাকতো, আসমানী কিতাব হয়তো আমাদের কাছে অন্য কোন মাধ্যমে পৌঁছাতো!

অন্যদিকে, শয়তানের অস্ত্রও ঐ 'শব্দ'-ই! স্রষ্টা প্রদত্ত ক্ষমতাবলে শয়তান এই শব্দ ব্যবহার করেই মানুষকে কুমন্ত্রণা দিয়ে বিপথে যেতে আস্কারা দেয়। শয়তানের শব্দশৈলীতে পরাস্ত হয়ে কত খারাপ কিছুই তো মানুষ ঘটিয়ে থাকে!

আজ যদি শব্দ ব্যবহারে আমাদের রাজনৈতিক দল, ব্যবসায়িক সমাজ ও সামাজিক সংগঠনগুলো সাবধান হতো, তাহলে কি দেশ কি আরও এগিয়ে যেতো না? অবশ্যই যেতো! এই সাবধানতা অবলম্বনে মানুষের আরও উন্নতি ঘটতো, নিশ্চিত!!!

তাই, বলছি, সাধু সাবধান! আপনি খোদার শক্তিতে বলিয়ান হবেন নাকি শয়তানের সাথী হবেন, সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২৪ রাত ১০:২৭

নতুন বলেছেন: অন্যদিকে, শয়তানের অস্ত্রও ঐ 'শব্দ'-ই! স্রষ্টা প্রদত্ত ক্ষমতাবলে শয়তান এই শব্দ ব্যবহার করেই মানুষকে কুমন্ত্রণা দিয়ে বিপথে যেতে আস্কারা দেয়।

সৃস্টিকর্তা শয়তানের এই শব্দটা কেড়ে নিলেই তো লেঠা চুকে যেত। মানুষের এতো কস্ট করতে হতো না।

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি সৃষ্টিকর্তাকে এই ব্যাপারে অনূরোধ করে দেখতে পারেন। তিনি কি উত্তর দেন আমাকে জানাইয়েন।

শুভেচ্ছা।

২| ০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৫৯

জ্যাকেল বলেছেন: @নতুন, সৃষ্টিকর্তা শয়তানকে সময়, সম্ভার ও সুযোগ দিয়েছেন, তিনি এত ছোট নন যে তা কেড়ে নেবেন। তিনি মহান, সেকারনেই মুসলমানরা বলে "আল্লাহু আকবার"

আকবার শব্দের অর্থ মহান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.