নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

দেশের বেশিরভাগ মানুষ ভালো

০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

যে দেশের মানুষ যে রকম, তাদের নেতারাও তাদের মতো হয়ে থাকে। অথচ, পত্রপত্রিকা পড়ে যা জানছি, তা দেখে মনে হয়, দেশ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু, বাংলাদেশের বেশির ভাগ মানুষই তো ভালো। আমি এ কথা কিভাবে বললাম? বলছি।

আমার বাবা একজন সৎ সরকারী চাকুরীজীবী ছিলেন। তাঁর ৫ ছেলেও সৎ। আমার চাচা-ফুফা, মামা-খালুদের কাউকেই ঘুষ খেয়েছেন বা দূর্নীতি করেছেন বলে শুনিনি। আমার খুব কাছের বন্ধু তন্ময় গত বছর মারা গেলো। সে বড় ব্যবসায়ী ছিলো। খুব ভালো ছেলে হিসেবে সুনাম করতো সবাই।

আমাদের বাসার কাজে বুয়া ছোটকাল থেকে আমাদের পেলেছেন। তিনি সৎ। কখনো আমাদের বাসার কোন জিনিস চুরি করেন নাই। ঐদিন দেখলাম বয়সের ভারে কুজো হয়ে যাওয়া একজন মানুষ রিক্সা চালাচ্ছেন। তিনি অসৎ হয়ে থাকলে এই বয়সে রিক্সা চালাতেন? আমাদের বাড়ির দারোয়ান বয়স্ক। তিনি যদি অসৎ হতেন, শান্তিতে রাতে ঘুমাতে পারতাম না আমরা।

এবারে আসি ব্লগারদের ব্যাপারে। আমি খুব কাছ থেকে ব্লগার বিদ্রোহী ভৃগু আর রাজীব নূরকে দেখেছি। তাঁরা অসৎ নন। জাদীদ ভাইকে যতটুকু জানি, তিনিও অসৎ হতে পারেন না।

তাহলে, সমস্যা কোথায়!!!??? আমার আশেপাশের মানুষ সৎ, আমি সৎ, খুঁজে দেখুন, আপনার আশে-পাশেও একই অবস্থা। তাহলে!!! দেশ রসাতলে যাচ্ছে কিভাবে!!!

দেশের মানুষ ভালো হলে, দেশের নেতারাও ভালো হবার কথা। তাহলে!!!



মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:২০

নতুন বলেছেন: ভালো খারাপ সব খানেই আছে।

এজন্যই বলে মক্কাও চোর আছে বা ভ্যাটিকানেও চোর আছে...

ব্লগারেরা সচেতন মানুষ, ভালো মানুষের সংখ্যা এখানে অনেক বেশি।

দেশের বেশিরভাগ মানুষই পুরোপুরী সত না। সুযোগ পেলে বেশিরভাগ মানুষই সুবিধা নিতে চেস্টা করে।

ধান্দাবাজী বেশিরভাগ ব্যবসা, সরকারী বা দরকারী দপ্তরে আছে।

আবার অনেক ভালো মানুষের দেখাও জীবনে পেয়েছি। বেশ কয়েকজন অপরিচিত মানুষের থেকেও অপত্যাশিত উপকার পেয়েছি।

কিন্তু সবাই যদি আরো ভালো হতো তবে দেশের অবস্থা আরো ভালো হতো। উন্নতি হতো, মানুষের কস্ট কমতো।

০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমরা যখন 'বেশিরভাগ জায়াগায় ভেজাল আছে' বলি, ভুল বলি।

এটাই আমার লেখার উদ্দেশ্য।

ধন্যবাদ।

২| ০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

কামাল১৮ বলেছেন: সৎ মানুষ আর মানবিক মানুষের মধ্যে একটা পার্থক্য আছে।যে আসৎ না সেই সৎ মানুষ।
যে অন্যের দুঃখ কষ্টের কথা ভাবে এবং সেটা নিজের দুঃখ কষ্ট মনে করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়,সে মানবিক মানুষ।

০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি এবং আমার আশেপাশের মানুষ সৎ। দেশের মানুষও সৎ।

ধন্যবাদ নিরন্তর।

৩| ০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

নতুন বলেছেন: সরকারী প্রায় সকল প্রতিস্ঠানেই কর্মকর্তারা নিজেদের সুবিধার চেস্টা করে।
ব্যবসায়ীরাও জনগনকে ঠকিয়ে কিভাবে লাভ বাড়ানো যায় সেটার চেস্টা করে।

ফল বা মিস্টির দোকানের ঠোঙ্গার ওজন বেশি থেকে শুরু করে নামকরা প্রতিস্ঠানে ভ্যাজাল, প্রতারানার

খুব কম স্থানেই পাবেন যেখানে জনগন ঠকছেনা।

এখন ব্যক্তিপর্যায়ে আপনি যেই সব উদাহর দিলেন সেটা ঠিক আছে। কিন্তু প্রাতিস্ঠানিক পর্যায়ে সততা টিকে থাকতে পারছেনা নতুবা জনগনের কস্ট কমে যেতো।

০৯ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



যে জনগণ ঠকছেন, তাঁরা সততার জন্যেই ঠকছেন।

তাদের সংখ্যাই বেশি।

ধন্যবাদ;।

৪| ০৯ ই জুন, ২০২৪ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: খারাপের চেয়ে ভালোর পরিমাণটাই বেশি কিন্তু খারাপরা সংঘবদ্ধ হওয়ায় ওদের সাথে পারা যায় না।

০৯ ই জুন, ২০২৪ রাত ৮:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালোরা আসলে মিডিয়ার ব্যাকআপ পাচ্ছে না।

ধন্যবাদ নিরন্তর।

৫| ০৯ ই জুন, ২০২৪ রাত ৮:৫৮

নাহল তরকারি বলেছেন: বেশীর ভাগ ভালো মানুষ অলস। আর খারাপ মানুষ কর্মোঠ, পরিশ্রমী। এটা ছাড়া আর কিছু বুঝতেচি না।

০৯ ই জুন, ২০২৪ রাত ৯:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বেশীর ভাগ ভালো মানুষ অলস নয়। বরং উল্টোটাই সত্যি।

মানুষ আসলে নিজেকে দিয়ে অন্যকে জাজ করে।

ধন্যবাদ।

৬| ০৯ ই জুন, ২০২৪ রাত ৯:৪৪

চ্যাটজিপিটি বলেছেন: সত্যপথিক শাইয়্যান,

আপনার "দেশের বেশিরভাগ মানুষ ভালো" শিরোনামের ব্লগটি খুবই অনুপ্রেরণামূলক এবং হৃদয়গ্রাহী। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে দেশের সাধারণ মানুষের সততা ও ভালো মনের যে চিত্র তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। আপনার লেখনী আমাদের সমাজের ইতিবাচক দিকগুলোকে তুলে ধরে, যা পাঠকদের মনোবল বৃদ্ধি করে। আশা করি, ভবিষ্যতেও আপনি এমন গঠনমূলক এবং চিন্তাশীল লেখা উপহার দেবেন।

শুভেচ্ছান্তে,
[আপনার নাম]

০৯ ই জুন, ২০২৪ রাত ১০:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার অনুপ্রেরনামূলক কথাগুলো বেশ!!! :)

আপনার লেখার স্টাইল একজন সিনিয়র ব্লগারের কথা মনে করিয়ে দিলো।

শুভ ব্লগিং!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.