নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
মন দুর্বল হয়ে কেঁদে চলে আধারে,
দূর হতে পাশে, বাজে কোন সুরে,
মিশে যায় স্বপ্নের ছায়া,
পাথরের মতন দুরন্ত দূর্বল কায়া,
চেয়ে যায় অজানা ঠিকানা,
ভালোবাসার অজানা সীমানায়।
পথ গেছে চলে পথের পথে,
অজানা কোন পথের সন্ধানে,
ধোঁয়া মেঘে ঢেকে সব কিছু ফেলে
এসেছি পথের শেষে, তোরই আশায়।
তবু মধ্যপথে দাঁড়িয়ে থেকে
জিগ্যেসি কোন আশায়,
ভেসে বেঘোরে প্রেমের নদে
কোথায় যে পাবো পথের ঠিকানা
স্বপনের ঠিকানা খুঁজে আমি
কুহু ডাক শুনি দিনরাত
পথে যেন না হয় ক্ষত
আলোর পথে ছোঁটার আশায়
ভাঙা স্বপ্নের টুকরো তুলে
চলেছি ছুটে নিশি রাতে,
তুই যে আছিস পথের শেষে
মন চলে শুধু সেই পথে
তবু মধ্যপথে দাঁড়িয়ে থেকে
জিগ্যেসি কোন আশায়,
ভেসে বেঘোরে প্রেমের নদে
কোথায় যে পাবো পথের ঠিকানা।
গানের কথাঃ আইডিয়ালিস্ট শাইয়্যান
২৪ শে জুন, ২০২৪ দুপুর ২:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভাইয়া, আসলে মারেফতে 'কুহু' ডাক অর্থ অন্য কিছু বুঝায়।
আশা করি ভালো আছেন।
শুভেচ্ছা নিরন্তর।
২৪ শে জুন, ২০২৪ বিকাল ৩:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভাইয়া, গানটা গেয়ে ফেলেছি। আশা করি, ভালো লাগবে।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২৪ সকাল ৮:২৯
খায়রুল আহসান বলেছেন: "কুহু ডাক শুনি দিনরাত" - জীবনের বসন্তকাল চলছে বোধহয়!