নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

রাজীব ভাই, ব্লগ ছেড়ে ছেড়ে না গিয়ে ব্লগকে ইউজ করুন নিজের লেখনীকে উন্নতি করতে এবং নিজেকে প্রচার করতে

৩০ শে জুন, ২০২৪ রাত ১২:২৩



প্রিয় রাজীব ভাই,

অনেকেই আপনার মতো ব্লগ ছেড়ে চলে যান অন্য ব্লগারদের উপর অভিমান করে, কিংবা রেগে গিয়ে! আমার কাছে এটা একটা ছেলেমানুষী ধরণের কাজ। আপনি কেন অন্য ব্লগারদের উপর রাগ করে ব্লগ ছেড়ে চলে যাবেন!!! যাদের উপর রাগছেন বা অভিমান করছেন তারা কি হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ বা মুহম্মদ জাফর ইকবাল সম মানের সাহিত্য লেখক? কিংবা তারা কি জীবনে শেক্সপিয়ার, বাট্রান্ড রাসেল, হেমিংওয়ে, জুলভার্ন টাইপের লেখক হতে পারবেন যে তাদেরকে আপনি পাত্তা দিয়ে ব্লগ ছেড়ে যাবেন?

নাকি ব্লগ জননী জানা আপা আপনাকে ব্লগ ছেড়ে যেতে বলেছেন? তিনি কখনোই আপনাকে তাঁর হাতে জন্ম নেওয়া এই ব্লগের আদরের ব্লগারদের চলে যেতে বলবেন না।

তাই, বলছি, ব্লগ ও ব্লগারদের 'ইউজ' করা শিখুন। ব্লগে এলেই দেখতে পারবেন কিছু আছে চিড়িয়াখানার পশুদের মতো আচরণ করা ব্লগার। এদের পাশ কাটিয়ে ব্লগকে ব্যবহার করা শিখুন নিজেকে উন্নত করতে, আনন্দ দিতে, নিজেকে প্রচার করতে।

তা না করে, আপনার এতো সাধের লেখাগুলোকে কেন ছেড়ে চলে যাবেন!

তাই, অনুরোধ করছি, ফিরে আসুন। আপনার মনে আছে, বরমচালের চাঁদনী রাতে একসাথে রিক্সায় চড়ার কথা? আপনার মনে আছে শ্রীমঙ্গলের সেই কাঠের কেবিনে একসাথে থাকার কথা? মনে আছে, একসাথে প্লেনে ঢাকায় ফেরার কথা?

আমি যদি এতোটুকুও আপনার মনে কিছু সময়ের জন্যে আনন্দ দিয়ে থাকি, অনুরোধ করছি, ফিরে আসুন, শ্রদ্ধেয় রাজীব ভাই।

আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম।

শুভেচ্ছান্তে,
সত্যপথিক শাইয়্যান

মন্তব্য ২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২৪ রাত ১২:৪২

নূর আলম হিরণ বলেছেন: রাজীব নুর আপনি ফিরে আসুন আবার।

৩০ শে জুন, ২০২৪ রাত ১২:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ। রাজীব ভাই শিওর ফিরে আসবেন। আমার মন বলছে।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.