নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সামুতে ৭ম বর্ষপূর্তীতে নিজেকে প্রশ্ন করছি - "আমি কি সামুকে কিছু দিতে পেরেছি?"

০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:০৩



৭ একটি বিশেষ সংখ্যা। বিশেষ সংখ্যা এই কারণে যে, অনেকেই ৭-কে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন। আমি নিজে এই সংখ্যাটি পছন্দ করি, যদিও সংখ্যাবাজির তুকতাকে বিশ্বাস নেই। যা-ই হোক, ২০১৭ সালের ৯-ই মে তারিখে সামুতে 'সত্যপথিক শাইয়্যান' নিক নিয়ে পথচলা শুরু করি। আমার স্বাগত পোস্টের শিরোনাম ছিলো - 'আন্তর্জাতিক বিষয়ে ব্লগিং'। যদিও তেমন কিছু লিখিনি আমি।

০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১-টায় দেওয়া সেই পোস্টে ১ম মন্তব্য পেতে অপেক্ষা করতে হয় ১১ মে, ২০১৭ সাল পর্যন্ত! ১১ মে, ২০১৭ সালের রাত ১:১১ মিনিটে লন্ডন প্রবাসী ব্লগার মোহাম্মাদ আব্দুলহাক 'শুভ ব্লগিং' লিখে প্রথম মন্তব্যটি করেন। সেই পোস্টের ৫টি মন্তব্যের মধ্যে ৪টিই ছিলো তাঁর! অন্যটি করেছিলেন ব্লগার আবু মুছা আল আজাদ। সেই পোস্টে কোন লাইক পড়েনি!

সেই শুরু! এরপর থেকে প্রকাশিত ও ড্রাফট মিলিয়ে আমি প্রায় ১০০০টি পোস্ট করেছি। মন্তব্য করেছি ৮৮১৪টি। মন্তব্য পেয়েছি ৭৩৩৫টি। আমার ব্লগটি ৩৫৩৫৯২ বার দেখা হয়েছে।

সবচেয়ে চমকপ্রদ বিষয়, আমার ৭ বছরের ব্লগিং ক্যারিয়ারে কখনোই জেনারেল পদে অবনতি হয়নি! একমাত্র চাদ্গাজী ভাই এবং কামাল ভাই ছাড়া কাউকে কটু মন্তব্য করিনি। কামাল ভাইকে একবার রেগে গিয়ে তুই-তুকারি করেছিলাম। তারপরে, হাত জোর করে ক্ষমাও চেয়েছি!

এই ব্লগ জীবন যত দিন বেঁচে থাকবো, যত দিন দেহে টাইপিং করার ক্ষমতা থাকবে, তত দিন করে যাবো। সর্বশেষে, ব্লগ কর্তৃপক্ষকে দুইটি আইডিয়া দিয়ে যেতে চাই।

আইডিয়া ০১ঃ
বাংলাদেশে সামুই সেরা ব্লগমাধ্যম। এই ব্লগ মাধ্যমের লেখাগুলো দৃষ্টি প্রতিবন্ধীরা পড়তে পারবেন না, তা কেমন করে হয়!!! তাই, প্রতিটি পোস্টের পাশে ১টি অটো সাউন্ড বাটন দিলে যারা পড়তে পারেন না, তাঁরা শুনতে পেতেন লেখাগুলো।

আইডিয়া ০২ঃ
যাদের হাত নেই, বা যাদের পারকিনসন বা ট্রিগার রোগ আছে, তাঁরা লিখতে পারেন না। তাঁদের জন্যে কি সামু ভয়েস টাইপিং এর ব্যাবস্থা করতে পারবে? পারলে বেশ ভালো হয়।

সর্বশেষে, জানাপু'র সুস্বাস্থ্য কামনা করে এবং ব্লগের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ইতি টানছি।

সবাইকে ধন্যবাদ নিরন্তর।

মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


একটা কথা লিখতে ভুলে গিয়েছি। আমার পোস্টগুলোয় অনেক বানান ভুল থাকে। আশা করি, এই ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ নিরন্তর।

২| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:১০

এম ডি মুসা বলেছেন: নিজের ঢোল নিজে না পেটানো ভালো। আমি নিজের কথা বলি আমি আপনার আগেই আসছি। তবে এসব দেখার কিছু নাই। আমি এছাড়া অনেক সাইটে আছি তবে। আমার একটা সাইটে আমি মডারেটর হিসেবে আছি সেটা ও গানের পাতা। আপনি কি দিয়েছেন সেটা মানুষ মনে রাখবে আপনার আড়ালে মনে রাখবে..........

০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি একটি সাইটের এডমিন!!! ওয়াও!!! ভেরি গুড জব!!!

ভালো থাকুন।

৩| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:২৭

এম ডি মুসা বলেছেন: আমি এডমিন না পরিচালনা পর্ষদ আর বিচারকের দায়িত্ব পেয়েছি। একদিনে নয় আমি বহু বছর এখানে আছি যেকোহ চাইলে এখানে লেখা প্রকাশ করতে পারে না। নিয়ম কানুন জানা থাকতে হয়। আমার কথা হচ্ছে এসব পরিচয় নিজের দেওয়ার কিছু নেই । আমার আচরণ আমার কাজ দিয়ে আমি পরিচয় হবো কারো পিছে লেগে না এটা আমি আগেই বুঝতে শিখেছি।।।
আমার এসব পরিচয় নিয়ে আমি ঘুরি না,,,,,,,,,, কোথায় রাজা হলেও এখানে ফকির আমি তাই ফকির হয়ে থাকতে হবে। যেখানে যেমন তেমন করে থাকার মন মানসিকতা থাকতে হবে।

০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার ঘুরাঘুরি ভালো লাগে!!!

বেশ ভালো লাগে!!!

আমি এখন পর্যন্ত ৫০টা জেলায় ঢু দিয়েছি!

আপনার কি খবর?

ধন্যবাদ।

৪| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: বছরপূর্তির অনেক অনেক শুভেচ্ছা জানবেন।

আপনার দেয়া দুটো প্রস্তাবই আমার বেশ পছন্দ হয়েছে। বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রত্যাশা করছি। ধন্যবাদ।

০৩ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:



- অভিনন্দন আপনাকে।
আপনার পোস্ট পড়ে আমার ব্লগ ইতিহাস দেখলাম-
পোস্ট করেছি: ১৫৭৮টি
মন্তব্য করেছি: ১৯৩৫৩টি
মন্তব্য পেয়েছি: ২৫৫২৬টি
ব্লগ লিখেছি: ১৪ বছর ৭ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ২০৩ জন
ব্লগটি ১০০১৮৭৩ বার দেখা হয়েছে

০৩ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হা, হা, হা!!!

এমন হলে তো খুব ভালো হয়!

ধন্যবাদ নিরন্তর।

৬| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:১২

মৌরি হক দোলা বলেছেন: ৭ম বর্ষপূর্তিতে আপনাকে অভিনন্দন! আমারও ৬বছর ৩মাস হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। তবে আমি কখনোই একটানা ব্লগে একটিভ থাকতে পারিনি নানা কারণে। তবু এই প্ল্যাটফর্মটা আমার জন্য বিশেষ। তাই দীর্ঘ বিরতির পরে পুনরায় লেখালেখি শুরু করতে আবারও এখানেই দ্বারস্থ হলাম। খারাপের মধ্যে লাগে একটু ব্লগীয় ক্যাচালটাই। এতো শিক্ষিত, বুদ্ধিজীবীদের সম্মেলন যেখানে, সেখানে এমন নিচু ধারার কাদা ছেটাছেটি ভালো লাগে না। তাই ওদিকটা এড়িয়েই চলার চেষ্টা করি। আর সেটি ছাড়া সামু ব্লগ আসলেই দারুণ।

০৩ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ব্লগে ফিরে আসার সিদ্ধান্তটা দারুণ!!!!

ধন্যবাদ নিরন্তর।

৭| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:৩১

শূন্য সারমর্ম বলেছেন:



শুভকামনা রইলো।

০৩ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ।

আপনার লেখা খুব ভালো হচ্ছে।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১০:৩৪

নিমো বলেছেন: সামুকে কিছু দিতে পারার কথাও নয়। সামু একটা মাধ্যম মাত্র, যা দিয়ে দেশকে কিছু দিতে পারার কথা। সেটা যদি পেরে থাকেন তাহলেই চলবে।

০৩ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৯| ০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন ও শুভকামনা।

০৩ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.