নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

এনালাইসিসো অন গুগলী ছবি ফি সাইটেশন

০২ রা জুলাই, ২০২৪ রাত ২:৩৫


আমি গতকাল পর্যন্তও জানতাম না গুগল থেকে ফ্রি ইমেজ পোষ্টে যুক্ত করলে তা কিভাবে রেফারেন্স/সাইটেশন দিতে হয়। কিন্তু, মানুষের শিক্ষার তো শেষ নেই। আগ্রহ থাকলে অনেক কিছুই করা সম্ভব। তাই, একটু দেরীতে হলেও গুগল ইমেইজ/ফোটো কিভাবে সাইটেশন করতে হ্য় তা আজ শিখে নিলাম।

গুগলে পাঁচ ধরণের ইমেজ থাকে। সেগুলো হচ্ছে-

(১) Not filtered by license ঃ এই অপশনে সব ধরণের ছবি ভেসে উঠে। আমরা সাধারণতঃ গুগলে সার্চ দিলে একসাথে যে ছবিগুলো দেখতে পাই এটাই সেটা। এখন গুগলে ভেসে উঠেছে বলেই তা ব্যবহার করা যাবে তা নয়।

(২) Free to use or share ঃ এই ছবিগুলো ব্যবহার বা শেয়ার করা যাবে অনুমতি ছাড়াই। কিন্তু, মডিফাই অর্থাৎ ছবির উপর লেখা-লিখি করা যাবে না। কোন ব্যবসার কাজে ব্যবহার করার ব্যাপারেও অনুমতি নেই।

(৩) Free to use or share even commercially ঃ এই ছবিগুলো ব্যবহার বা শেয়ার করা যাবে এমনকি ব্যবসায়িক ক্ষেত্রেও।

(৪) Free to use share or modify ঃ এই ধরণের ছবি ব্যবহার, শেয়ার এবং মডিফাই করা যাবে।

(৫) Free to use share or modify even commercially ঃ এই ছবিগুলো শুধু ব্যবহার, শেয়ার এবং মডিফাই করা যাবে তা-ই না, এগুলো এমনকি ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে।

এতো গেলো ছবির অনুমতির ব্যাপারটা। কিন্তু, এভাবে ছবি ব্যবহারের অনুমতি পেলেই যে কোন নিয়ম ছাড়া ছবি ব্যবহার করা যাবে তা নয়। যেমন আমার মতো অনেকেই যা করেন ফ্রি ইমেইজ পেলেই সাইটেশন হিসেবে লিখে দেন গুগল থেকে প্রাপ্ত। এটা গুগলের নিয়ম নয়। ইচ্ছে করলেই তারা আমার/আপনার বিরুদ্ধে এরজন্যে ব্যবস্থা নিতে পারে।

তাহলে কিভাবে সাইটেশন করা যাবে?

গুগলের নিয়ম অনুযায়ী সাইটেশন করতে হলে কিছু নিয়ম মানতে হবে। যেমন এই ছবিটি'র কথাই ধরুন।



ছবিটি সাইটেশন করেছি আমি এই ভাবে-

খরগোশের সাথে একটি ছোট্ট মেয়ে, জেপিজি ইমেইজ, Pixaboy, ২৬ জুলাই, ২০১৬, Click This Link

একটু লক্ষ্য করলে দেখবেন আমি প্রথমেই ছবির বর্ণনাটা দিয়েছি। তারপর দিয়েছি এটা কি ধরণের ইমেইজ সেটা। এরপর, কোন ওয়েবসাইটে পেয়েছি সেই তথ্য। তারপর, কোন সালে তা আপলোড হয়েছে সেই তারিখ। এবং, সবশেষে ছবির লিংক। এটাই, গুগলের নিয়ম।

এতো সব তথ্য কোথায় পাবেন?

যে ছবিটি আপনি পছন্দ করেছেন, সেটার উপর প্রথমে ক্লিক করুন। তা বড় হয়ে ভেসে উঠবে স্ক্রিনে। এবার, ছবির ডান দিকের বক্সের উপরের লাইনটি দেখুন। তার উপর ক্লিক করলেই আলাদা একটি উইন্ডোতে ছবিটি যে ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে তাতে চলে যেতে পারবেন। এবার সেই পেইজের ডানে/বামে/উপরে/নিচে একটু খোঁজ করলেই ছবি সম্পর্কে সব তথ্য পেয়ে যাবেন আপনি।

তাহলে, আজ থেকেই শুরু হয়ে যাক সামুতে ছবি রেভ্যুলুশন!!!


আজকে কমেন্ট সেকশনটি খোলা আছে যে কোন ধরণের প্রশ্নের জন্যে।

[১ম ছবিসূত্রঃ পূর্বাকাশে লালিম সুরুয, জেপিজি ইমেইজ, সত্যপথিক শাইয়্যান,, ২০১৬]

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৪ দুপুর ২:২০

কিশোর মাইনু বলেছেন: :| :| :|| এখন বুঝব কেমনে কোনটা কোন ক্যাটাগরীর ছবি!!!
আমি তো আমার আপকামিং পোষ্টের জন্য ব্লগ থেকে ছবি নামায় ভরায় ফেলছি। :((

০৩ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমাদের চেষ্টা করতে হবে।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.