নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মতামতঃ কালো টাকাকে সাদা করা গেলে, \'সাদিক এগ্রো\'-কে কেন \'সাদা\' \'হওয়ার সুযোগ দেওয়া হলো না?

০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ১২:২২

সেদিন কথা বলছিলাম আমার ছোট মামার সাথে। তিনি সুইডেন থেকে সম্প্রতি দেশে বেড়াতে এসেছেন। আমাকে বললেন- বাংলাদেশে যদি কালো টাকাকে সাদা করা যায়, তাহলে কেন একটি প্রতিষ্ঠিত ফার্মকে এভাবে ধ্বংস করে দেওয়া হলো! উদ্যোক্তাদের আকালে এবং দেশে গরুর মাংসের চড়া দামে সাদিক এগ্রো তো একটা কিছু করে দেখিয়েছে! ইউরোপীয় কোন দেশ হলে এর উল্টোটা করতো!

আমি মামাকে বললাম - সাদিক এগ্রো তো বেআইনী কারজ করেছে। তাকে সরকার ধরবে না!!!

মামা বললেন - বেআইনী কাজ তো কালো টাকার মালিকরাও করেছে! শুধু 'টাকা'-কে কেন 'সাদা' করার সুযোগ দেওয়া হবে! 'কালো টাকা' যেমন আছে, তেমনি 'কালো পশু' বা 'কালো পশুর ফার্ম' অথবা 'কালো পশুর ফার্মের জমি'-ও তো thaে পারে!!! যেমন, কালো্ পশু = ব্রাহমা গরু, কালো পশুর ফার্ম = সাদিক এগ্রো এবং কালো পশুর ফার্মের জমি = সাদিক এগ্রোর ফার্মের অবৈধ জমি।

মামা বলে চললেন, এগুলো যদি অবৈধ বা বেআইনী হয়, তাহলে, এগুলোকে কি 'কালো সম্পদ'-এর আওতায় নিয়ে এসে ফাইন করে বা নতুন আইন বানিয়ে বৈধ করে দেওয়া যেতো না?! আইনে নিশ্চয় কোন না কোন উপায় আছে!

তা না করে, এভাবে একজন উদ্যোক্তাকে ধ্বংস করে দেওয়া হলো!!!

আমি কিছু বলতে পারলাম না। নিশ্চুপ বসে রইলাম।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২৪ সকাল ১০:৫০

কাঁউটাল বলেছেন:

০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ৮:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ছবিটা বেশ!

ধন্যবাদ।

২| ০৪ ঠা জুলাই, ২০২৪ সকাল ১০:৫৩

কাঁউটাল বলেছেন:

০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ৯:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


রাষ্ট্র সম্পদের অপচয় করে এভাবে ভাঙ্গা উচিৎ হয় নাই।

ধন্যবাদ।

৩| ০৪ ঠা জুলাই, ২০২৪ সকাল ১০:৫৫

কাঁউটাল বলেছেন:

০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনি কি সাদিক এগ্রোর মালিক?

ধন্যবাদ।

৪| ০৪ ঠা জুলাই, ২০২৪ সকাল ১১:০১

কাঁউটাল বলেছেন:

৫| ০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ৯:৪৮

ঢাবিয়ান বলেছেন: view this link

উপড়ের প্রতিবেদনটা পড়লে বুঝতে পারবেন যে , খুব ভাল একটা কাজ হয়েছে। গবাদিপশুর খামার মালিকদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের মত সিন্ডিকেট সর্দারেরা ধংশ হলে সাধারন খামারিরা ও জনগন উপকৃৃৃত হবে।

০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ৯:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ। পড়েছি!

প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পিডি এখন কোথায়? তাকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ।

আমার তো মনে হচ্ছে, পিডি জোর করে অনেক কিছু করিয়েছেন সাদিক এগ্রোকে দিয়ে!

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.