নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
.
.
.
.
ব্লগার সোনাগাজী'র সাথে আমার কোন বিরোধ নেই। আমার কোন পোস্টে তিনি উস্কানীমূলক বা ব্যক্তি আক্রমণমূলক কোন মন্তব্য করেন নাই। কিন্তু, অনেক ব্লগাররাই আছেন যারা মনে করেন, সোনাগাজী তাঁদের উপর অন্যায় করেছেন, ব্যক্তি আক্রমণ করেছেন। তবে, ব্লগার সোনাগাজী বলেছেন, তিনি কাউকে 'ব্যক্তি আক্রমণ' করেন নাই।
তাহলে, দেখা যাচ্ছে, এই দুইয়ের ধারণার মাঝে পার্থক্য আছে! একদল মনে করছেন যে, তাঁদের উপর আক্রমণ হয়েছে। ফলে, তাঁরা ব্লগ টিমকে রিপোর্ট করেছেন। আর, ব্লগ টিম তা আমলে নিয়ে সোনাগাজীকে প্রথম পাতা থেকে ব্যান করেছেন, সেই সাথে, অন্য পোস্টে মন্তব্য করার ক্ষমতা রোধ করেছেন। এক্ষেত্রেও, সোনাগাজী মনে করছেন, তাঁর প্রতি অন্যায় হয়েছে।
তাই, প্রশ্ন এসেই যাচ্ছে, আসলেই কি ব্লগার সোনাগাজী কোন ব্যক্তি আক্রমণ করেছিলেন? যদি করে থাকেন, কি কি শব্দ তিনি ব্যবহার করেছিলেন ব্যক্তি আক্রমণ করার সময়ে? সেগুলো কি ব্লগ নীতিমালার আলোকে 'সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ' হয়েছিলো? কারণ, ব্লগ নিয়মাবলীতেঁ লেখা আছে -
২খ. যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে।
এখানে পোস্ট সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তবে, নিয়মাবলীতে আরও লেখা আছে , একজন ব্লগারকে প্রথম পাতা থেকে বা চিরতরে ব্যান করা হবে যদি -
৪চ. যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য করেন।
ব্লগার সোনাগাজী শুধু ব্যক্তি আক্রমণমূলক মন্তব্য নিয়ে কথা বলতে চেয়েছেন। তিনি কি মনে করেন যে, তাঁর পক্ষ থেকে কোন অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য আসেনি?
ব্লগার সোনাগাজী ব্লগারদের সাথে আলোচনা করতে চেয়েছেন। আমার প্রশ্ন, এই আলোচনা করে কি কোন লাভ হবে? অন্য ব্লগাররা তো তাঁকে শুধু ব্লক করেছেন, বা রিপোর্ট করেছেন। কিন্তু, সেই সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন ব্লগ কর্তৃপক্ষ। আর, সেটা নেওয়ার অধিকারও তাঁদের আছে।
তাই, যদি আলোচনা করতে হয়ে, ব্লগ কর্তৃপক্ষের সাথে হতে পারে। সেটা ইমেইল, ফোন, জুম, বা গুগল মিটের মাধ্যমে করাই শ্রেয়। আশা করি, ব্লগার সোনাগাজী ব্যাপারাটা ভেবে দেখবেন। ব্লগ কর্তৃপক্ষকে একাউন্ট করা যেতে পারে, কিন্তু, দূর্বল হতে দেওয়া যাবে না, কোনক্রমেই। অন্ততঁঃ বাংলা ব্লগ মাধ্যমের এই আকালে।
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন নিরন্তর।
০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অশ্লীল কথা বলা অনেকের স্বভাব।
ধন্যবাদ।
২| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
দুয়ের মধ্যে পার্থক্যের কারণ "Belief System and Egocentric bias "
০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মুক্তিযুদ্ধ আমাদের আদর্শ।
ব্লগে কি কোন মুক্তিযুদ্ধ চলছে?
ধন্যবাদ।
৩| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার সাথে সোনাগাজীর বিরোধ নাই মনে হয় এই ব্লগে। আমি ক্যাচাল ভেজালে যাইতাম না।
০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপু, ভার্সিটিতেঁ থাকতে সহপাঠীদের নিজেরদের মাঝে অনেক বিরোধ ছিলো।
ভার্সিটি শেষে এখন সেগুলোর কথা মনে পড়লে অনেক হাসি পায়।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি কি আমার মন্তব্যটি মুছে দিয়েছেন?
০৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী, কমেন্ট মডারেশনের আওতায় এনে ওটা মুছে দেওয়া হয়েছে।
আপনি অযথাই আর,ইউ এর একটি বাজে কমেন্ট সেখানে যুক্ত করেছিলেন, যার সূত্র আমি জানি না।
ধন্যবাদ।
৫| ০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
এম ডি মুসা বলেছেন: সোনাগাজী ভাই শ্রদ্ধের তিনি জ্ঞানী, আমাদের অনেকের থেকে অনেক সিনিয়র! তার থেকে অনেক কিছু শেখার আছে আমার। বটবৃক্ষ থেকে অনেক কিছু শেখোর আছে। বটবৃক্ষের নীচে বসলে দুইটা ডাল যদি শরীরে ভেঙে পরে । বটবৃক্ষ আছে বলে ছায়া দেয়।
০৮ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মানুষ টু মানুষ সহ্য ক্ষমতা ভেরি করে।
বটবৃক্ষের ডাল-পালা অনেক বড় বড় হয়।
আমাদের ব্লগারদের অনেকের স্বাস্থ্য চিকন। তাঁদের উপর পড়লে শরীরের দফা-রফা!
ধন্যবাদ।
৬| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫৩
নূর আলম হিরণ বলেছেন: উনার সমালোচনা অনেকেই সহ্য করতে পারেনা তাই বিপত্তি ঘটে।
তবে উনি দীর্ঘদিন দেশের বাহিরে থাকায় উনি যেগুলিকে হিউমার বা সমালোচনা মনে করেন সেগুলি এখানের সাধারণ লেখকরা ব্যক্তি আক্রমণ হিসেবে নেয়। আমেরিকানদের সমালোচনা এবং বাঙালিদের সমালোচনার মধ্যে বিস্তর ফারাক আছে।
০৮ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনি বুদ্ধিমান মানুষ।
একটা জোক বলি।
একবার একটা আমেরিকান কম্পন পানীয় কোম্পানী আরবে ব্যবসা করতে গেলো। তারা বিজ্ঞাপন দেওয়ার সময়ে গল্পটা এরকম করে সাজালো -
দৃশ্য ১ঃ একজন মানুষ মরুভূমিতে পিপাসায় কাতর অবস্থা।
দৃশ্য ২ঃ সে হঠাৎ মরুভূমির বালুর মধ্যে আমেরিকান কোম্পানীর পানীয়টি খুঁজে পেলো।
দৃশ্য ৩ঃ সেই লোকটি চাঙ্গা হয়ে লাফালাফি করতে লাগলো।
এই বিজ্ঞাপনটি শহরগুলোর প্রত্যেক পয়েন্টে বিলবোর্ডগুলোতে দেওয়ার সাথে সাথে কোম্পানিটির বিক্রি শূন্যের কোঠায় নেমে এলো!
ফলে, যে ম্যানেজারের মাথা থেকে এই বিজ্ঞাপনের আইডিয়া এসেছিলো, তার চাকরী চলে গেলো।
কেন সেটা নিশ্চয় বুঝতে পারছেন?
শুভেচ্ছা নিরন্তর।
৭| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: জী, কমেন্ট মডারেশনের আওতায় এনে ওটা মুছে দেওয়া হয়েছে।
আশাকরি আপনি আমার মন্তব্যের গুরুত্বপূর্ণ অংশ নোট করে রেখেছেন। গাজী সাহেবের সাথে কথা বললে "ওষব" বিষয়েও কথা বলবেন।
বারেবারে এই লোকটি ব্যান খায়। প্রথমবার যখন তাকে ব্যান খেতে দেখেছিলাম, কষ্ট লেগেছিলো। বুড়ো একটা মানুষের হাত-পা বেঁধে রাখা হয়েছে ভেবেছিলাম। পরে যখন আমার উপরেই উনি চড়াও হতে শুরু করলেন, তখন বুঝলাম, তাকে শুধু হাত-পা বেঁধে না রেখে বাইরে ফেলে দিয়ে আসা (চিরতরে ব্যান) করাই শ্রেয়।
একটা ক্লাসকে মাতিয়ে রাখে যারা বুলি করে তারা এবং তাদের সাঙ্গপাঙ্গরা। এই বুলিদের সরিয়ে দিলে তবে শান্তি না। কিন্তু কখনও কখনও মনে হয় ক্লাসটা মনে হয় মরেই গেছে। তবে বিশ্বাস করেন, এদের সরিয়ে দেওয়াই শ্রেয়।
৮| ০৮ ই জুলাই, ২০২৪ রাত ২:৩০
আলামিন১০৪ বলেছেন: তা উনার অনেক চ্যালা ছিল, এদের কাওকেই তো দেখছিনা, বেচারা।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৭
এম ডি মুসা বলেছেন: তিনি শব্দ ব্যবহার করেন, তাতে অনেকের যোগ্যতার সাথে মিলে যায় ।তখনই মনে হয় ঝড়তা তর্ক বিতর্ক ছুটে আসে । আমার একবার পোস্ট ২০১৬ দিকে যে আমাকে বলছে এই পোস্ট পড়ে আঘার গু পাছায় উঠছে। আমার মনটা তখন খুব খারাপ হয়ে গেছিল। আমি নতুন ছিলাম বিতর্ক যাইনি। পড়ে দেখলাম যে আমার লেখা আসলেই মান সম্মত না। যত জ্ঞান অর্জন করছি নিজের স্কিল বৃদ্ধি পেয়েছে তখন মনে হয়েছে। আমার এ লেখা আমার কাছে ভালো হলেও অখাদ্য কু রুচিপূর্ণ। তাই আমি তার থেকে আরো লেখাকে উন্নত করতে চেষ্টা করি। শায়মা আপু আমার লেখায় একদিন আমাকে খুব বকেছে। তারপর সে এখন আমার ভালো মনের একজন ব্লগার তার লেখা আমার খুব ভালো লাগে । সে আমাকে যথেষ্ট আমার এখন প্রংশসা করে। তাই এটা আমার জন্য আমি আমার কথা বলছি।