নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

শিক্ষিত বেকারদের দ্রুত কর্মসংস্থানে বিদেশে পাঠিয়ে দেওয়া উচিৎ

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৭

দেশে বেকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ৯০ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে স্নাতক ডিগ্রীধারী বেকারের সংখ্যা ৪ লাখ ৫ হাজার। এই বিপুল পরিমাণ বেকারের কর্মসংস্থান করতে কি করা প্রয়োজন? চলুন, কিছু পরিকল্পনা করা যাক। সবার আগে কাজের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। যেভাবে দ্রুত এই বেকার জনগোষ্ঠীকে কাজে ঢুকানো যাবে –

১) দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নতুন চাকরী সৃষ্টি করে,
২) নতুন ব্যবসা সৃষ্টি করে,
৩) শেয়ার বাজারে বিনিয়োগকারী ট্রেডার হিসেবে,
৪) বিদেশে কর্মসংস্থান করে।

এর মাঝে বিদেশে কর্মসংস্থান করেই সবচেয়ে দ্রুত কর্মস্থান করা সম্ভব। যেসব দেশে বর্তমানে চাকরীর বাজারে কর্মী সংকট রয়েছে, সেগুলো হচ্ছে –

কানাডাঃ এই দেশের স্বাস্থ্য, আইটি, নির্মানশিল্প এবং শিক্ষা খাতে কর্মী সংকট রয়েছে।

অস্ট্রেলিয়াঃ এই দেশের মাইনিং, স্বাস্থ্য, ট্যুরিজম খাতে কর্মী সংকট দৃশ্যমান।

সিঙ্গাপুরঃ এই দেশের ফাইন্যান্স, টেকনোলোজি এবং ইঞ্জিনিয়ারিং খাতে কর্মী সংকট দেখা দিয়েছে।

আরব আমিরাতঃ এই দেশে নির্মানশিল্প, ফাইন্যান্স, আবাসন খাতের আতিথেয়তা এবং উদ্ভাবন শিল্পে কর্মী সংকট দেখা দিয়েছে।

জাপানঃ এই দেশে ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য এবং আইটি খাতে কর্মী সংকট রয়েছে।

দক্ষিণ কোরিয়াঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স এবং সেমিকন্ডাক্টর খাতে কর্মী সংকট রয়েছে।

নিউজিল্যান্ডঃ এই দেশে কৃষি, ট্যুরিজম এবং স্বাস্থ্য খাতে কর্মী সংকট দেখা দিয়েছে।

সুইডেনঃ স্বাস্থ্য, ক্লিন এনার্জি এবং আইটি শিল্পে কর্মী সংকট দেখা দিয়েছে।


বিদেশে যেতে আগ্রহী বেকারদের স্কিলস নিরূপণে প্রথমেই জেলায় জেলায় লিস্ট তৈরী করতে হবে। এরপরে, এইসব দেশের জবপোর্টাল থেকে ঠিকানা যোগাড় করে চুক্তি করতে হবে। বেকাররা নিজেরাও আবেদন করতে পারেন।

আমার মনে হয়, এই ভাবে করতে পারলে, ১ বছরের মাঝে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা অর্ধেকেরও কমে আনিয়ে নেওয়া সম্ভব।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১:১১

রানার ব্লগ বলেছেন: সরকারী ভাবে যদি বিদেশের বিভিন্ন খাতে আমাদের দেশের বেকার যুবকদের পাঠানো হতো তাহলে সব থেকে বেশি ভালো হতো ।

২| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৩৪

রাসেল বলেছেন: অতি উত্তম প্রস্তাব। কিন্তু এখানেও গলদ (প্রশ্ন জাগে, এটা কার স্বার্থে অথবা এটাও কি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অযোগ্যতা)। বিশ্বে আমাদের শিক্ষাব্যবস্থার কোনো গ্রহনযোগ্যতা নাই। আদম ব্যবসায়ীদের প্রতারণা, বাংলাদেশের জন্য বিদেশে কর্মসংস্থান ভীষণ ব্যয়বহুল।

৩| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৪৭

শাওন আহমাদ বলেছেন: ভালো আইডিয়া

৪| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২৬

হাসিব শান্ত বলেছেন: মিডেলইস্টে বেশিরভাগ ইঞ্জিনিয়ার, একাউন্টেন্ট, কর্পোরেট লেভেলে হাই পোস্টে অনেক-অনেক ইন্ডিয়ান আছেন, মিশর,জর্ডানের লোক আছেন।

বাংলাদেশ সরকার শুধুমাত্র লেভার ভিসা গুলোই নেওয়ার চেষ্টা করেন, কিন্তু উক্ত সেকশন গুলোতে অথবা রেপুটেশনযুক্ত কোনো কাজে বাংলাদেশের শিক্ষিত লোক দেওয়ার চেষ্টা করেন না।

এই বিষয় টা কিভাবে দেখেন?

৫| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নব্বই দশকে কোন একটা ব্যান্ডের গান ছিলো, ব্যান্ডটা বা এ্যালবামের নাম মনে নাই, লিরিকসটা মনে গেঁথে আছে,

বিদেশতে যাইতে চাই,
যাওয়ার কোন উপায় নেই,
এটা যদি ভিসা পাই,
বাপের এতো টাহা নাই।।

মা'য় কাইন্দাতো কয়...
বাবা ফিরা আয়...

৬| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:১২

সোনাগাজী বলেছেন:



ইহা কি আন্দোলন ছিলো, নাকি শিবিরের আক্রমণ ছিলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.