নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যুগে যুগে তারুণ্যের বিজয়

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৭



তরুণরাই বাংলাদেশের ২য় স্বাধীনতা নিয়ে এসেছেন। বাকিরা ছিলেন সহায়ক ভূমিকায়, কিন্তু, তরুণরা সামনে থেকে বুক চিতিয়ে নেতৃত্ব না দিলে, আমরা আজ দ্বিতীয় বাংলাদেশের দেখা পেতাম না। শুধু এখন নয়, যুগ যুগ ধরে এই তরুণরাই পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছেন, দিয়েছেন মানুষকে স্বাধীনতার স্বাদ। আমি আজ তেমন কিছু কিশোর/কিশোরী - তরুণ/তরুণী'র গল্প শোনাবো।

নবী ইবরাহীমের কথা মনে আছে? তিনি কিশোর বয়সেই তাঁর এলাকার মূর্তিগুলোকে ভেঙ্গে ফেলার দিব্যদৃষ্টি পেয়েছিলেন। মূর্তিগুলো ভাঙ্গার পরে তাঁকে ঐ কিশোর বয়সেই আগুনে ফেলে দেয়া হয়েছিলো। কিন্তু, তিনি একটুও টলেননি।

নবী ইবরাহীমের ছেলে নবী ইসমাইলকে যখন তাঁর বাবা তাঁকে কোরবানি দেওয়ার আল্লাহর ইচ্ছা জানিয়েছিলেন, তখন তিনি একজন শিশু বা কিশোর ছিলেন। সেই বয়সেই তিনি খোদার সিদ্ধান্তের উপর আস্থা এনেছিলেন।

দাঊদ নবী যখন রাজা গোলিয়াথের বিরুদ্ধে যুদ্ধ করেন, তখন নবী দাউদ কিশোর বয়সী ছিলেন।

গুহায় লুকিয়ে যাওয়া সেই কিশোরদের কথা আপনারা সবাই জানেন। এই অসীম সাহসী কিশোররা চাঁদের দেবী ডায়ানাকে কুর্নিশের নির্দেশ অমান্য করে রাজার বিরাগভাজন হয়েছিলেন। তাঁরা এমনকি রাজার জাদু-টোনায় বিশ্বাস স্থাপন করা থেকে বিরত থেকেছিলেন। ফলে, কিশোর উপর অত্যচার নেমে আসলে এই তাঁরা গুহায় লুকিয়ে যান।

আমাদের শেষ নবী মোহাম্মদ কিশোর বয়স থেকেই সদা সত্য কথা বলতেন। তাই, তাঁকে সত্যবাদী বা আল-আমিন উপাধি দেওয়া হয়।

শেষ নবী যখন মক্কায় ইসলাম প্রচার করা শুরু করেন, তখন তাঁর সাহাবীদের অধিকাংশই বয়সে নবীন ছিলেন। এমন কয়েকজন নামকরা সাহাবীদের বয়স নিম্নে তুলে ধরলাম -

হযরত আলী - ১০ বছর বয়স
উকবা ইবনে আমির - ১৪ বছর বয়স
জাবির ইবনে আব্দুল্লাহ - ১৫ বছর বয়স
জায়েদ বইন হারিস - ১৫ বছর বয়স
আব্দুল্লাহ বিন মাসঊদ - ১৬ বছর বয়স
হাব্বাব বিন আরেত - ১৬ বছর বয়স
যুবায়ের বিন আওয়াম - ১৬ বছর বয়স
মুওয়াজ বিন জাবেল - ১৮ বছর বয়স
মুসায়েব ইবন উমায়ের - ১৮ বছর বয়স
আবু মুসা আল-আশ'আরি - ১৯ বছর বয়স
জাফর বিন আবু তালিব - ২২ বছর বয়স
অসমান বিন হুওয়ারিস - ২৫- ৩১ বছর বয়স
অসমান ইবনে আফফান - ২৫- ৩১ বছর বয়স
আবু উবায়দা - ২৫- ৩১ বছর বয়স
আবু হুরায়রা - ২৫- ৩১ বছর বয়স
উমর - ২৫- ৩১ বছর বয়স


এবার, কিছু কিশোরী/তরুণীর অসম সাহসের কথা জানা যাক।

হযরত মরিয়ম ছিলেন নবী ঈসা'র মা। বিবি মরিয়ম যখন খোদার আদেশের উপর আস্থা স্থাপন করেন, তখন তিনি ছিলেন একজন কিশোরী/তরুণী। খোদার আদেশ মেনে নেওয়ার ফলে তাঁকে অনেক অন্যায়, অত্যাচারের সম্মুখীন হতে হয়।

কিশোরী আয়েশা (রা) একজন বিজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন ফিকহ শাস্ত্রের জননী।

কিশোরী আসমা বিনতে আবু বকরের নাম শুনেছেন কি? শেষ নবী যখন তাঁর সাথী আবু বকরের সাথে গুহায় লুকিয়ে ছিলেন, তখন এই আসমাই তাঁদের কাছে খাবার পৌঁছে দিতেন। শত্রুদের হাজারো জিজ্ঞাসাবাদেও তিনি মুখ খুলেননি, বলে দেন নাই নবীজী কোথায় লুকিয়ে ছিলেন।

খাওলাহ বিনতে আল আজওয়ার ছিলেন অত্যন্ত সাহসী এক তরুণী। তিনি ছোটকাল থেকেই নিজের ভাইয়ের কাছ থেকে তলোয়ার চালনা শিক্ষা নেন। রোমানদের সাথে যুদ্ধে যখন তাঁর ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়, তখন, তিনি ছেলেদের বেস ধরে রোমানদের আক্রমণ করে বসেছিলেন।


এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যাবে। তাই, ব্লগার ঢাবিয়ান সোনাগাজী ভাইয়ের আক্রমনে হতাশ হবেন না। তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি আস্থা রাখছি।


ছবিসূত্রঃ geralt, পিক্সাবে















মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

কামাল১৮ বলেছেন: জামাত শিবিরের তারুণ্য চাই না।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ওকে। কোন অসুবিধা নাই।

ধন্যবাদ।

২| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


আরববন্দনার পাশাপাশি দেশীয় বন্দনা করেন।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি জীবনের বেশিরভাগ সময়ে বিদেশীদের সাথে কাটিয়েছি।

ধন্যবাদ।

৩| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১:৪৪

প্রহররাজা বলেছেন: ইউনুস আর আর্মির বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলে দেখেন, মব লেলিয়ে দিয়ে স্বাধীনতা চাংগে উঠিয়ে দিবে।

২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ঠিক আছে, বলবো।

আপনি শুধু বলে দিন তাঁরা কি অন্যায় কাজ করেছেন।

ধন্যবাদ।

৪| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ২:০৩

আঁধারের যুবরাজ বলেছেন: প্রহররাজা বলেছেন: ইউনুস আর আর্মির বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলে দেখেন, মব লেলিয়ে দিয়ে স্বাধীনতা চাংগে উঠিয়ে দিবে।

@প্রহররাজা একটি উদহারণ দিতে পারবেন ? কিন্তু আমরা অসংখ ঘটনার কথা জানি আপনার নেত্রীর সমালোচনা করার জন্য জেলে গিয়েছে। অপ্রাপ্তবয়য়ষ্ক মানুষকেও জেলে যেতে হয়েছে ফেসবুকে আওয়ামীলীগের যৌক্তিক সমালোচনার জন্য। আবরার তো ইতিহাস !

৫| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ২:১৩

প্রহররাজা বলেছেন: @প্রহররাজা একটি উদহারণ দিতে পারবেন ? কিন্তু আমরা অসংখ ঘটনার কথা জানি আপনার নেত্রীর সমালোচনা করার জন্য জেলে গিয়েছে। অপ্রাপ্তবয়য়ষ্ক মানুষকেও জেলে যেতে হয়েছে ফেসবুকে আওয়ামীলীগের যৌক্তিক সমালোচনার জন্য। আবরার তো ইতিহাস !

খাগড়াছড়ি, আনসারের ঘটনা, আর সাকিবের বিরুদ্ধে হত্যামামলা। মিডিয়ায় ৫ অগাষ্টের পরের হত্যাকান্ড, ভাংচুরের ঘটনা নিয়ে চুপ।

৬| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ২:৩৮

আঁধারের যুবরাজ বলেছেন: প্রহররাজা বলেছেন:খাগড়াছড়ি, আনসারের ঘটনা, আর সাকিবের বিরুদ্ধে হত্যামামলা। মিডিয়ায় ৫ অগাষ্টের পরের হত্যাকান্ড, ভাংচুরের ঘটনা নিয়ে চুপ।
@প্রহররাজা আপনি যা বললেন সেখানে কি উদহারণ দিলেন আপনি ?কোথায় ওই ঘটনার সাথে আর্মি বা ইউনুস সাহেবের সমালোচনার জন্য তাদের উপরে আপনার ভাষায় "মব" আক্রমণ করানো হয়েছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.