নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ডঃ মুহাম্মদ ইউনুসের সবচেয়ে ভালো গুণ - কোথায় সমস্যা সেটা তিনি ধরতে পারেন। সমস্যা সমাধানের উপায়ও বলে দিতে তাঁর জুরি মেলা ভার! কিন্তু, তাঁর আইডিয়াগুলোকে তো কাজে পরিণত করা দরকার! আর, সেজন্যে প্রয়োজন দক্ষ কর্মী। আমাদের দেশে সেরকম কর্মী কি আছেন? আমাদের দেশের মানুষ দক্ষ শ্রমিক হতে পারলে, বাংলাদেশীরা আরবে ভারতীয়দের মতো দক্ষ শ্রমিকদের বাজার দখলের জন্যে ফাইট দিতেন। অদক্ষ লেবার শ্রেণীর কাজ করতেন না।
আমার আক্ষেপ, ডঃ মুহাম্মদ ইউনুসকে আমরা আরেকটু ইয়াং বয়সে পেলাম না! তিনি দরীদ্রদের পালস বুঝেন। সেই সাথে তাদের অর্থনৈতিক অবস্থার সমাধানে চেষ্টা করে গিয়েছেন। তবে, হয়তো, রাতারাতি পরিবর্তন আনতে পারেন নাই। কিন্তু, একটি ব্যার্থ সিস্টেমকে চ্যালেঞ্জ জানিয়ে নড়িয়ে দিতে পেরেছেন, এটাই তাঁর সফলতা! তিনি আরেকটু কম বয়সে দেশের হাল ধরলে, হয়তো অনেক সমস্যার দেশ বাংলাদেশকে ঠিক করতে একটু বেশি সময় পেতেন। তবে, উনি সমস্যা সমধান করতে পারবেন, যদি খোদা উনাকে আয়ুর দিক থেকে একটু সময় দেন।
বিদেশে থাকলে, উনার আয়ু হয়তো একটু বেশি থাকতো। বিদেশের সিস্টেমেটিক লাইফে এই বয়সে একটু আরাম করতে কার না মন চায়! এজন্যে, আমার অনেক আত্মীয়ই শেষ বয়সে বিদেশে চলে গিয়েছেন। ভালোই আছেন তাঁরা! আমাদের মতো একটি দেশের দায়িত্ব নিয়ে ডঃ মুহাম্মদ ইউনুস সেই সুখ-স্বাচ্ছন্দ্য থেকে কেন দূরে থাকছেন, সেটাই রহস্য!
পরিশেষে, সোনাগাজী ভাইকে ধন্যবাদ জানাতে চাই, তাঁকে নিয়ে চিন্তা করার জন্যে। আমার এই পোস্টের আইডিয়াটা তাঁর শেষ পোস্টের জবাব দিতে গিয়েই লেখা!
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খোদার কাছে দোয়া করা এবং প্রধান উপদেষ্টার নির্দেশগুলোকে কাজে পরিণত করার চেষ্টা করা ছাড়া আমাদের তেমন বেশি কিছু করার উপায় নেই।
ভালো থাকুন নিরন্তর।
২| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৯
রাসেল বলেছেন: যাহা হবার নয় তাহা কামনা করে লাভ কি ।
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমরা যত দিন তাঁকে পাচ্ছি, তত দিন কোন অসম্মান করা থেকে আমাদের বিরত থাকা উচিৎ।
ধন্যবাদ।
৩| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪২
ঊণকৌটী বলেছেন: সঠিকভাবে বলেছেন, ডঃ মুহাম্মদ ইউনুসকে আরো আগেই আসার দরকার ছিলো, কারণ বাংলাদেশে প্রতিহিংসা প্রনায়ন রাজনীতির অবসান হওয়া উচিৎ, আর পারলে উনিই পারবেন, কারণ আমি উনি মুক্ত বিশ্বের নাগরিক, কিন্তু সন্দেহ উনার বয়েস এবং উনাকে পারিপার্শ্বিক বলয় উনাকে সে কাজ টা করতে দেবে কী ?
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হাতে সময় পেলে পারিপার্শ্বিক বলয়কে সঠিক পথে তিনি চালিত করতে পারবেন।
ধন্যবাদ।
৪| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তিনি আগেই দেশের রানীতিতে এসে দেশ সেবায় অংশগ্রহণ করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। কিন্তু আমরািই তা হতে দেই নাই। সব দল থেকেই তখন ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি ভেটো দেয়া হয়েছিল। যা হবার তা হয়েছে। এখন তাকে সহযোগিতা করতে হবে।
৫| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৭
কিরকুট বলেছেন: ওনার ৬৬৬ কোটি টাকার রাষ্ট্রীয় ট্যাক্সের কি অবস্থা ?
৬| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক কথা।
৭| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে কথা বলেছেন।
৮| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৪
রবিন.হুড বলেছেন: প্রফেসর ইউনুস ভালো লোক জয়ের মালা তারই হোক। তিনি স্বজ্জ্বন ব্যক্তি এবং প্রতিহিংসা পরায়ণ নয় কিন্তু বর্তমানে দেশে যা হচ্ছে তা কার প্রতিহিংসার বহিঃপ্রকাশ? বন্যার্তদের নিকট গ্রামীণ ব্যাংক কিস্তি আদায় করতে যাচ্ছেন তাদের নিষেধ করার কেউ নাই। মিডিয়া এখনো সত্য প্রকাশ করছে না। তবে আশা বুক বেধে আছি একদিন দেশ ও দশের পক্ষে সত্য কথা বলার সুযোগ আসবে।
৯| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: @ রবিন.হুড আপনি না জেনেই বলছেন। এখন কিস্তি আদায় বন্ধ আছে।
১০| ২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
মোহামমদ কামরুজজামান বলেছেন: যা হবার তাই হয়েছে। দেরী হয়েছে ঠিকই, তবে এখনো সুযোগ আছে । যদি উনি জীবিত থাকেন।
মহান আল্লাহ তা'আলার নিকট চাওয়া এই যে, অন্ততঃ এই গরীব দেশের জনগনের ভাল কিছুর জন্যও যেন ডঃ ইউনুসকে ভাল স্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন।
১১| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪৫
কামাল১৮ বলেছেন: ওনাকে এক এগারোর সময় সরকার প্রধান হতে বলা হয়ে ছিলো।উনি ভাবলেন দলকরেই সরকার প্রধান হবো।দলকরতে যেয়ে ব্যর্থ হলেন।সবাইকে দিয়ে সব কাজ হয় না।দেখেন ক্য়দিন চালাতে পারে সরকার।বিএনপি যে ভাবে ওনার পিছনে লেগেছে।আমার মনে হয় ছয় মাসের বেশি টিকবে না।
আপনারাই বলতেন, জনগন ভোট দেয়ার জন্য পাগল হয়ে আছে।এখনি পাগলামি সেরে গেছে।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৯
ইফতেখার ভূইয়া বলেছেন: শাইয়্যান ভাই আপনি আমার মনের কথা বলেছেন। বিষয়টি নিয়ে আমি এত বেশী ভেবেছি যে তা হয়তো বলে বোঝাতে পারবো না। স্যার কোন একদিন বাংলাদেশের হাল ধরবেন সেটা ভেবে আসছি তার নোবেল পুরস্কার পাওয়ার পর থেকেই। ২০১০/১১ এ স্যারের সাথে যখন দেখা হলো তখনও স্যারকে বেশ স্বাস্থ্যবান মনে হয়েছে।
বাংলাদেশে এসে আমি প্রতিদিন সন্ধ্যায় কাজে বসি আর ফজরের নামাজ পরে ঘুমুতে যাই। গতকাল দুপুরেই স্যার ইন্তেকাল করেছেন এমন সংবাদ ঘুমের ঘোরে দেখে দুপুর বেলায় ঘুম ভেঙে গিয়েছিলো। ঠিক তার পরদিনই আপনি এই লিখাটা লিখলেন। জানি না কেমন এমন মনে হচ্ছে। যাইহোক, স্যারের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। তিনি আরো অনেকদিন আমাদের মাঝে থাকুন, একটা সুন্দর দেশের যাত্রা তার হাত ধরে আসুক এটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ।