নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
মেঘের অপারে কোন বেহেস্ত নেই যে!
নেইকো কোন দোযখ।
তোমার সাথে দেখা হবে ভীন এক জগতে,
রেখো না তুমি সেসবে চোখ!
যদি তা না আনিতে পারে শান্তি এ ধরায়,
কি হবে সমুদ্র সিঞ্চনে মুক্তা তুলি আনিয়া!
তুমি তো বাধা পড়েছো দেশ-জাতির গণ্ডিতে!
কি হবে তবে স্বর্গ - নরক মাপিয়া!
আমি তবু বিশ্বাসী, কোন এক সকালে,
ফুটিয়া গোলাপ, হইবে সূর্য-গ্রহণ,
শত ক্রোশ পাড়ি দিয়া ছুটিয়া আসিতে হইলেও
তুমি এসে ধরা দিয়ে করিবে আলিঙ্গন।
২| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২৫
কিরকুট বলেছেন: আপনি আবার কবিতা চর্চা কবে শুরু করলেন। আমি হতাস।
৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওকি!!! হতাশ কেন!!! কবিতা ভালো হয় নাই!!!
শুভেচ্ছা।
৩| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক উৎসাহ পেলাম!
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: