নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমি অনেক দিন ধরে গুরু জালালুদ্দিন রুমী থেকে দূরে। তার নির্দেশনা আমি দূরে ঠেলে দিয়েছিলাম। আমার ইচ্ছা ছিলো, আমি এমন একটা জীবন গড়ে তুলবো যেখানে আমার মৃত্যুর সময়ে শুধু মুসলমান নয়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই উপস্থিত থাকবেন। যেমনটা আমার গুরু রুমীর অন্তেষ্টক্রিয়ায় সব ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। আমাকে সবাই ক্ষমা করবেন। গুরু শিক্ষা ভুলে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। সবাই ভালো থাকুন নিরন্তর।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রুমীর গুরু হজরত শামস তাবরিজি যখন রুমীর মাঝে আমূল পরিবর্তন আনলেন, তখন রুমীর মাঝে থেকে সকল রাজনৈতিক উচ্চাভিলাষ দুর হয়ে যায়।
তাঁরা দুজনই তাঁদের কালের ধার্মিক মানুষদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন।
ধন্যবাদ নিরন্তর।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫১
কাছের-মানুষ বলেছেন: আপনি প্রায় নিয়মিত রাজনৈতিক পোষ্ট দিতেন, আপনার এই ধরনের পোষ্ট বন্ধ করা ঠিক হবে না! সোনাগাজি সাহেব এতিম হয়ে যাবেন এই ফিল্ডে, তিনি নিয়মিত রাজনৈতিক পোষ্ট দেন! সিদ্ধান্ত ভেবে দেখবেন!
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি ভ্রমণ পিপাসু মানুষ।
ভ্রমণ পিপাসুদের খুব খরুচে হয়।
আর, যারা খরচ করতে ভালবাসেন, তাঁরা নরম হয়ে থাকেন।
আর, যারা নরম মানুষ, তাঁরা রাগী হলেও, ভালো লোক।
আর, ভালো লোক মানুষকে ক্ষমা করে দিতে জানেন।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫২
ঊণকৌটী বলেছেন: সুন্দর ও একটি সময়পযোগী মন্তব্য, আপনার প্রতি অনেক শ্রদ্ধা, ভালো লাগলো
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি আবার পুরোনো ধারায় ফিরে যাওয়ার চেষ্টা করবো।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৭
কিরকুট বলেছেন: আপনি রুমীর মতবাদে বিশ্বাসী হয়ে সাইদির জন্য মায়া কান্না করেন ? ব্যাপারটা পুরাই ঊনসত্তুর ।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার সাথে কখনো আল্লামা সাঈদির দেখা হয় নাই।
দেখা হলে তিনি কুরআনের তাফসির অন্য ভাবে করতেন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৯
জ্যাক স্মিথ বলেছেন: এমন একটা জীবন গড়ে তুলবো যেখানে আমার মৃত্যুর সময়ে শুধু মুসলমান নয়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই উপস্থিত থাকবেন। - আর এজন্য আপনাকে রাজনীতিতে নামতে হবে তাহলে দেখবেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই উপস্থিত থাকবে। ভুলেও আল্লামা সাঈদির মত হওয়া যাবে না, তাহলে শুধু মুসলিমরাই উপস্থিত থাকবে।