নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
মনটা আজ খারাপ। খারাপ মানে বেশ খারাপ! পানিতে গুড় গুলিয়ে দিলে যেমন স্বচ্ছ গ্লাস ঝাপসা হয়ে যায়, আমার মন আজ সেরকম ঝাপসা হয়ে গিয়েছে। মনকে দেখতে পারছি না। কোন কাজ ঠিক মতো করতে পারছি না। আজেবাজে জিনিস লিখে সময় কাটাচ্ছি।
ঈসা নবী কোন এক পরিস্থিতিতে কিংকর্তব্যবিমুর হলে, আল্লাহ্ নবীকে কষ্ট দেওয়া এক মানুষের চরিত্র সম্পর্কে বার্তা পাঠালেন -
"দুঃখী মানুষ সব সময় নিজের জন্যে বিপদই ডেকে নিয়ে আসে। তারা বীজ বপন করলে তা থেকে কাঁটা ফোটে। তারা কাউকে ভালবাসলে সে মানুষটা সাপে পরিণত হয়। তাদের হাতে গোলাপও কাঁটাতে পরিণত হয়। কারণ, তাদের অন্তর কদর্য ও অন্ধকার। তারা সব কিছুকে সোনায় পরিণত করা পরশ পাথর নয়, বিষ উৎপাদন করাই তাদের কাজ। এই মানুষগুলোই জাহান্নামের অধিবাসী।"
আমার এক আত্মীয় আছেন, যার কাছে গেলে মনটা খারাপ হয়ে যায়। তিনি তাঁর নিকটাত্মীয়দের দূর্নাম করেন। মানুষের মনে আঘাত দিতে তিনি বেশ সিদ্ধহস্ত। আরেক আত্মীয় আছেন, যিনি এক মানুষের সাথে আরেক মানুষের ঝগড়া বাধিয়ে দিতে উস্তাদ। আমার এক বন্ধু আছে, যে খুবই হাসি - খুশি। মানুষকে উপদেশ দিয়ে বেড়ানো তার কাজ। কিন্তু, তার উপদেশগুলো বেশির ভাগই অন্যের ক্ষতি করে।
আমার এক স্যার আছেন যার পরামর্শ আমাকে এতো দূর আসতে সাহায্য করেছে। একটি আন্তজার্তিক সংস্থার অনিয়মে প্রতিবাদ করে সেই সংস্থার কান্ট্রি ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়ে খুব কষ্টে ছিলেন বেশ কিছু দিন। আমার এক মামা আছেন, খুব সৎ মানুষ। এক চোখ নিয়ে তিনি আই,বি,এ - এর ডিরেক্টর পর্যন্ত হয়েছিলেন!
এসবই আমার জীবনের উদাহরণ। আমিও এসেব থেকে দূরে নই। হজ্ব করে এসেও যে আমাকে ঘুষ দিতে বলেছে, সে আমার বয়সই! সে ঠিকই হজ্ব করে এসে দিব্যি মানুষকে ঘুষ খাওয়ানোর বন্দবস্ত করে সরকারী প্রজেক্ট বাগিয়ে নিচ্ছে! হজ্বও তাকে পরিবর্তন করতে পারে নাই। যেমন পরিবর্তন করতে পারে নাই মানুষকে মন্দ পরামর্শ দেওয়া বন্ধুটিকে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পৃথিবীর জীবন অনেক ছোট ও রহস্যময়।
এর রহস্যময়টাকে আমি উপেক্ষা করতে পারবো না।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১২
আলামিন১০৪ বলেছেন: পৃথিবীর জীবন অনেক ছোট, এ জীবন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কিন্তু মনকে অনেক সময় মানানো যায় না। আমি কারো কথায় বা আচরণে কস্ট পেলে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি, তাতে কস্টটা লাঘব হয়।