নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
বঙ্গোপসাগর নামের সাগরের ১ম অংশ বঙ্গ দিয়ে শুরু। বঙ্গ অর্থ বাংলা ভূমি বা আধুনিক কালে বাংলাদেশ। বাঙ্গালী নামের একটি জাতির ভূমির নামে সাগরের নামকরণ কেন করা হলো? কে এই নামকরণ করলেন? নিশ্চয় এই জাতির রয়েছে হাজার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস, যা আজ আমরা ভুলে গিয়েছি। নাহলে, একটি জাতির নামে পুরো একটি সাগরের নাম!!!
এরকম খুব কম সাগরের নাম আছে। আরব সাগর সেগুলোর একটি। আরবের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। বঙ্গের যদি আরবের সমান সমৃদ্ধ ইতিহাস না থাকে, তাহলে, কিভাবে সাগরের মতো প্রকৃতির একটি শক্তিশালী উৎসের ক্ষেত্রে আরবের সমকক্ষতা অর্জন করলো? এগুলো আমাদের জানতে হবে।
এই সাগর ঘিরে অনেক পরাশক্তির বা পরাশক্তির ছায়ার আগ্রহ রয়েছে। তাই, প্রশ্ন উঠতেই পারে, নিজের নামের সাগর নিয়ে বাংলাদেশের কি পরিকল্পনা বা আদৌ কোন আগ্রহ আছে কি না, সেটা জানা প্রয়োজন।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এটা জানা ছিলো না।
বাংলাদেশকে সুদূরপ্রসারী চিন্তা করতে হবে, পরিকল্পনা করার চেষ্টা করতে হবে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:০৪
কামাল১৮ বলেছেন: বঙ্গোপসাগরে মাটির নিচে আছে প্রচুর প্রকৃতির গ্যাস।যেটা উত্তোলন করছে আমেরিকান একটা কোম্পানি।এতোদিন বাকিতে বিক্রয় করতো আমাদের কাছে।এখন বন্ধত্ব দৃঢ় হবার পর বলছে আর বাকিতে দিবে না।এখন থেকে নগদে কিনতে হবে।