নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
গত বছর আওয়ামী লীগ সরকার ৩০০০ - ৫০০০ টন ইলিশ রপ্তানি করার অনুমতি দেয়। কিন্তু, ২০২৩-২০২৪-এ ১ বছরে আমাদের সমুদ্র সীমানা ও নদীগুলোতে ইলিশ ধরা পড়ে প্রায় ৫,৮৫,০০০ টন। বাংলাদেশ ফিশ ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর তথ্যমতে, ২০২৩-২৪ সালে মাত্র ১৫২ টন ইলিশ কেনা-বেচা হয়।
এছাড়া, ২০২৩-২৪ সালে, ভারতে প্রতি কেজি ইলিশের মূল্য ১১২০ টাকা ধরে রপ্তানি করা হয়, যা আমাদের দেশের বাজারের চেয়ে কম। বাংলাদেশে প্রতি কেজি ইলিশ ১৫০০ টাকা দরে বিক্রি হয়। তাহলে, বুঝা যাচ্ছে, আমাদের দেশে ইলিশের দাম চরা। আর, আমরা কম দামে ভারতকে ইলিশ দিয়েছি।
কিছু প্রশ্ন তাই উঠে আসছে-
১) বাংলাদেশে কি এতো ইলিশ ধরা পড়েছে যে যা আমাদের নিজেদের জন্যে রাখার পরে বাইরে পাঠানো যাবে?
২) বাংলাদেশের কোল্ড স্টোরেজগুলো কি এতো ইলিশ স্টোর করে রাখতে পারবে?
৩) কোল্ড স্টোরেজে রাখতে না পারলে আর বাংলাদেশীরা ইলিশ পর্যাপ্ত পরিমাণে না খাইলে, বাকি ইলিশ কি পচে যেতে পারে?
৪) কোল্ড স্টোরেজে রাখতে পারলে, বাংলাদেশে এতো ইলিশের চাহিদা ও গ্রামে-গঞ্জে পাঠানোর জন্যে সাপ্লাই চেইন গড়ে উঠেছে কি?
৫) জনগণ যদি চায় ইলিশ রপ্তানি করতে, তাহলে সরকারের কি উচিৎ তাতে বাধা দেওয়া?
তারচেয়েও বড় প্রশ্ন, বাকি ইলিশ গেলো কোথায়! বাংলাদেশ ফিশ ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর কাছে মাত্র ৫০০০-৬০০০ টন ইলিশের তথ্য আছে। বাকি ইলিশ কিভাবে, কোথায় বিক্রি হলো, তার কোন তথ্য নেই!
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সমুদ্রে ৫ দিনের ইলিশ ধরার ট্রিপে ৪-জনের গ্রুপের খরচ হয় প্রায় ২০,০০০ টাকা।
বিবিসির তথ্যমতে, জেলেরা কেজিপ্রতি ১০০০ - ১১০০ টাকা দরে আড়তদারদের কাছে ইলিশ বিক্রি করে থাকেন।
আড়তদাররা ১ কেজি সাইজের ইলিশ ১৫০০ -১৬০০ টাকায় বিক্রি করেন।
আর, ফাইনাল কনজুমাররা ১৮০০ টাকা কেজিতে কিনে থাকেন।
শুভেচ্ছা নিরন্তর।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৮
সোনাগাজী বলেছেন:
২০,০০০/ টাকা খরচ করে, ১টি ট্রলার ( কাঠের ট্রলার ) গড়ে কত কিলো মাছ ধরে; ২০,০০০/ টাকা খরচ, গড় বিক্রয় ও গড় লাভ কেমন?
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এইসব জানার জন্যে প্রাইমারী ডাটা লাগবে।
সেকেন্ডারী ডাটা একদম নেই।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি স্বেচ্ছাচারিতা অনিয়ম। দেশপ্রেম হীনতা বিকৃত মানসিকতার কারণে ভরা মৌসুমেও ইলিশের দাম কমে না।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের দেশের ইলিশ বাজারের রেটের চেয়ে কম দামে ভারতে যায়, এটা লজ্জাজনক।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫০
সোনাগাজী বলেছেন:
বাজার থাকলে ৩/৪ লাখ টন ইলিশ রপ্তানী করা দরকার; ইলিশ ধরার খরচটা বের করতে পারবেন? তা'হলে বুঝা যাবে ইলিশের দাম এত বেশী কেন?