নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আজকালকার শিশুরা কেমন যেন! অল্পতেই মেজাজ ফেইল করে, ধৈর্য হারায়। আমি লক্ষ্য করে দেখেছি, এরকম স্বভাবের কারণে অভিভাবকদের কাছ থেকে এই জমানার শিশুরা দূরে সরে যাচ্ছে। কোথায় যেন ইমোশনাল এটাচমেন্টের অভাব!
এজন্যে, অনেকেই মোবাইলফোন বা আধুনিক প্রযুক্তিকে দায়ী করছেন। কিন্তু, কেন যেন প্রযুক্তিকে দোষ দিতে আমার বাঁধে। আমার মনে হয়, এজন্যে পরিবারের সিনিয়র সদস্যরা দায়ী। আমাদেরকে আগে আমাদের পিতা-মাতা যেরকম গাইড করতেন, সেরকম এখনকার শিশুদের করা হয় না। আমারা নিজেদেরকে নিয়ে এখন বেশি ব্যস্ত হয়ে পড়েছি।
ভালো স্বভাব একটি উত্তম চরিত্র গঠনে বিশেষ ভূমিকা রাখে। আর একটি উত্তম চরিত্র একজন মানুষকে সত কর্মশীল নাগরিক হতে সাহায্য করে। আর, আমরা সিলেটে দেশের এরকম সত কর্মশীল নাগরিক গড়ার কজে হাত দিয়েছি।
আশা করি, সিলেটের মানুষেরা আমাদের এই প্রচেষ্টায় সাড়া দিবেন।
©somewhere in net ltd.