নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যোগ্যতা অর্জনের মাপকাঠিতে কি সিলেটিরা পিছিয়ে পড়ছেন?

১১ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:১৮

.
.
উপদেষ্টা পরিষদে সদস্য সংখ্যা এখন প্রায় ৩০। সামনে আরো বাড়তে পারে, হয়তো। সরকারের উপদেষ্টা পরিষদে কি সিলেট বিভাগ থেকে আরো কয়েকজনকে নেওয়া যেতো না?

বাংলাদেশের ৬ ভাগের ১ ভাগ জায়গা নিয়ে সিলেট বিভাগ। এই বিভাগেই অনেক মণি-মানিক্যসম জ্যোতির্ময় বাংলাদেশির জন্ম। দেশ - বিদেশে ছড়িয়ে থাকা সিলেটিরা অতীতে যেমন দেশকে সর্বক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, তেমনি ভবিষ্যতেও দিবেন। এই বিভাগের মানুষকে তাই দেশের উন্নয়নে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিতে হবে।

কিন্তু, তারপরও, বর্তমান উপদেষ্টা পরিষদে সিলেটিদের সংখ্যা হতাশাজনক। তাই, প্রশ্ন রাখতেই হচ্ছে, উপদেষ্টা হিসেবে নির্বাচিত হবার মাপকাঠিতে সিলেটিরা পিছিয়ে যাচ্ছেন কেন?

এটা হয়তো ইচ্ছাকৃত কোন ভুল নয়। অদূর ভবিষ্যতে এই ভুল হয়তো শুধরে যাবে। আমি এই আশায় বুক বাঁধছি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:২৮

আহরণ বলেছেন: ভাইয়া, সিলোটিরা ৫০ বছর লন্ডন এ থেকে এখনো হালাল মুদিখানা আর মসজিদেরে বাইরে আর কিছু দেখে নি।

২| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:০৪

শিশির খান ১৪ বলেছেন: যতো দিন যাচ্ছে সিলেট তাতো গুরুত্ব হাত হারাচ্ছে। এখন সিলেটি দের থেকে কুমিল্লা ,নোয়াখালী ,বরিশালের লোকজন অনেক এগিয়ে গেছে। লন্ডন থেকে টাকা এনে সবাই খালি ধানক্ষেতের মদ্ধে দুই তালা বাড়ি বানায় কেউ কারখানা বানায় না এখন যা হওয়ার তাই হইছে। লন্ডন আমেরিকা যাওয়ার রাস্তা বন্ধ হওয়া গেছে সামনে কামলা না দিলে অনাহারে মরতে হবে। ফুটানি মারলে এমন হয়

৩| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: বাংলাদেশে ওরা কেমন করছে জানি না, তবে আমেরিকাতে কয়েকজনকে দেখেছি পড়াশোনা করে ভালো চাকুরি করছে। অবশ্য বেশীরভাগই মূলত ছোটখাটো ব্যবসায়ে জড়িত। সংখ্যানুপাতিক হারে অবস্থা খুব বেশী ভালো বলা যাবে না। ধন্যবাদ।

৪| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৩

আমি সাজিদ বলেছেন: আমি সিলেটি দুই দুই নাম্বার মানুষ দেখি নাই। খরচের হাত বেশী। সামাজিক। হয়তোবা ভবিষ্যৎ আগে থেকেই ভাবে না। অনেকটা চট্রগ্রামের মানুষের মতোন।
টাউট বাটপার ম্যাক্সিমামই কুমিল্লা/ নোয়াখালি/ বরিশালের।

৫| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:১১

নতুন বলেছেন: সরকারের উপদেষ্টা পরিষদে কি সিলেট বিভাগ থেকে আরো কয়েকজনকে নেওয়া যেতো না?

আমার মনে হয় না বিভাগ হিসেব করে উপদেস্টা নিবাচন করা হয়েছে।

ড: ইউনুস চাইবেন তার পরিচিত, পরিক্ষিত, যোগ্য ব্যক্তিদের দায়ীত্ব দেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.