নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
সালাম দেওয়া এবং এর উত্তর দেওয়া নিয়ে একটি গান লিখেছি। যথারীতি অর্থনীতিবীদ ডঃ শাফি এ. খালেদ ভাইয়ের একটি ছড়াকে বড় করে গানে পরিণত করেছি আমি। ছোট - বড় সবার কাজে লাগবে।
ডান হাতে দেবো, একই হাতে নেবো,
শ্রদ্ধায় ভরা মন, সবার কাছে রইবো।
যে দেখবে আগে, সালাম দিবে সে,
সৌজন্যের দুনিয়া গড়ি একসাথে।
যে ঢুকবে ঘরে, সালাম ঠুকতে হবে,
নিয়ম মেনে চলি, সৌজন্য গড়ি সবে।
ডান হাত বাড়িয়ে সবার সম্মানে,
মানুষের মাঝে থাকুক ভালোবাসার তানে।
সালামে থাকুক ভদ্রতার ছায়া,
সবার সাথে মিলুক হৃদয়ের কায়া।
শ্রদ্ধা আর ভালোবাসার পথে,
সৌজন্যে থাকি, চলি শান্তিতে।
শ্রদ্ধার ভাষা সালামে জাগুক,
বন্ধনের কথা হৃদয়ে বাজুক।
একটি সমাজ গড়ি ঐক্যের আলোয়,
যেখানে মেলে ভালোবাসা সর্বদায়।
সালামে থাকুক ভদ্রতার ছায়া,
সবার সাথে মিলুক হৃদয়ের কায়া।
শ্রদ্ধা আর ভালোবাসার পথে,
সৌজন্যে থাকি, চলি শান্তিতে।
ডান হাতে সালাম, ডান হাতেই খাবো,
প্রত্যেকে শিখুক, কেমন করে রইবো।
ভদ্রতার গল্প লিখি প্রতিদিন,
শান্তির পথ করি অন্বেষন।
১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: আপনি একজন প্রতিভাবান মানুষ।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: খুবই চমৎকার কবিতা। ভালোলাগা রইলো।