নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

একাকীত্ব একটি শাস্তি

২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৬



আজকাল খুব ইন্টারেস্টিং বিষয়ে ভাবনা উদয় হচ্ছে। যেমন - হযরত আদম এবং বিবি হাওয়ার একাকী জীবন কেমন ছিলো? পৃথিবীর ইতিহাসের আদি পর্বে আছে, গন্ধম ফল খাওয়ার কারণে আদম নবীকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়, সাথে বিবি হাওয়াকেও। দুইজনকে পৃথিবীর দুই জায়গায় ছেড়ে দেওয়া হয়, শাস্তি হিসেবে!

তাহলে, 'একাকীত্ব' একটি শাস্তি বিশেষ! একাকী জীবন খুবই কঠিন একটা ব্যাপার? একটা মানুষ কত দিন এক থাকতে পারে? কে বেশি একাকীত্ব বহন করতে পারে- নারী না পুরুষ? আমি লক্ষ্য করে দেখেছি, আমাদের দেশের পুরুষেরা নারীর আগে মৃত্যুবরণ করেন। এরপরে, বেশির ভাগ ক্ষেত্রে, নারীরা একাকী জীবন অতিবাহিত করেন। যদিও, সন্তান-সন্তদি তাঁদের চারপাশ ঘিরে রাখেন, কিন্তু, স্বামীর স্থান কি আর কেউ পূরণ করতে পারে? পারে না। তাই, একাকীত্বই বাকি জীবন অবধি নারীদের সঙ্গী হয়।

পৃথিবীতে যখন নবী আদম - বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হয়, তখন কি পৃথিবীতে ডাইনোসর ছিলো? বড় বড় কীট - পতঙ্গ ছিলো? ছিলো বড় বড় গাছ - পালা? সেগুলোর মাঝে তাঁরা কিভাবে বেঁচে থাকলেন? ক্ষিধা বা পিপাসা পেলে কি খেয়ে/পান করে বেঁচে ছিলেন? মানুষ তো বেশি দিন একাকী কথা না বলে থাকতে পারে না। তাঁরা কি করতেন, যখন একা থাকতেন? কারো সাথে কথা বলতে না পেরে, সঙ্গী হিসেবে পাশে কাউকে না পেয়ে তাঁদের কি খুব কষ্ট হতো?

আমার হযরত আদম আর বিবি হাওয়া'র জন্যে খুব মায়া হচ্ছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি, একাকীত্ব দম বন্ধ করে আনা খুব কঠিন একটি শাস্তি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০০

নতুন বলেছেন: পৃথিবীতে যখন নবী আদম - বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হয়, তখন কি পৃথিবীতে ডাইনোসর ছিলো? বড় বড় কীট - পতঙ্গ ছিলো? ছিলো বড় বড় গাছ - পালা? সেগুলোর মাঝে তাঁরা কিভাবে বেঁচে থাকলেন? ক্ষিধা বা পিপাসা পেলে কি খেয়ে/পান করে বেঁচে ছিলেন? মানুষ তো বেশি দিন একাকী কথা না বলে থাকতে পারে না। তাঁরা কি করতেন, যখন একা থাকতেন? কারো সাথে কথা বলতে না পেরে, সঙই হিসেবে পাঁশে কাউকে না পেয়ে তাঁদের কি খুব কষ্ট হতো?

পৃথিবিতে যে ডাইনোসর ছিলো সেটা মানুষ জানতো না। যখন মানুষ বিবর্তিত হয়েছে বা ভীন গ্রহ থেকে বা বেহেস্ত থেকে এসেছে তখন ডাইনোসর ছিলো না বলেই মানুষের লেখা কোন খানেই ডাইনোসরের মতন অত বড় কিছুর উল্লেখ নাই।

আরেকটা জিনিস হলো যদি আপনি কোরানের কাহিনি অনুসরন করেন তবে পৃথিবিতে মানুষ ভীন গ্রহ থেকে এসেছে। এবং কোরানে কিন্তু বলা নাই যে আদম+হাওয়া দুজনকে আলাদা করে দেওয়া হয়েছিলো পৃথিবিতে। :)

তবে ২ জন মানুষ নতুন একটা গ্রহে বনবাসে এসে আজকের ৮ বিলিওন মানুষের জাতীতে পরিতন হওয়া .... জটিল জিনিস । B-)

২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ডাইনোসর কি তবে আদম আলাইহিস সালাম আসার আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিলো?

নবী আদম ও বিবি হাওয়াকে আলাদা করে দেওয়া হয় নাই! এই তথ্য আমার কাছে নতুন।

আর, তাঁরা ভিনগ্রহী ছিলেন, অর্থাৎ মানুষ জাত এই পৃথিবীতে এলিয়েন? এটা কিভাবে সম্ভব!

ধন্যবাদ।

২| ২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: একজন জন্মঅন্ধ ব্যাক্তির না দেখতে পাওয়ার কষ্ট কম হয়। কারন সে দুনিয়ার কিছুই দেখে নাই। মায়ের পেট থেকেই সে অন্ধ।
দুনিয়া দেখার পর যে অন্ধ হয়, তার কষ্ট বেশি। অনেক বেশি।

ঠিক এভাবেই আদম এবং হাওয়া একাকীত্ব বুঝবেন কি করে? তারা তো প্রথম মানব মানবী। একাকীত্ব শব্দটাই তারা হয়তো জানে না।

একাকীত্ব আমি সহ্য করতে পারি না। সুরভি আর কন্যা বাসায় নেই। ফারাজার স্কুল বন্ধ। ফারাজা তার নানা বাড়ি গেছে। গতকাল রাতে একা একা ঘুমিয়েছি। বড় ভয় পেয়েছি। ভালো ঘুম হয়নি। এই মুহুর্তে আমি ফার্মেগেট ব্রীজের উপর দাঁড়িয়ে আছি। চারিদিকে অসংখ্য মানুষ। তবু আমি একা। একটু আগে কন্যা ফোন করেছে, বলেছে, বাবা নানা বাসায় আসো। দুপুরে একসাথে খাবো।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: ডাইনোসর কি তবে আদম আলাইহিস সালাম আসার আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিলো?
নবী আদম ও বিবি হাওয়াকে আলাদা করে দেওয়া হয় নাই! এই তথ্য আমার কাছে নতুন।
আর, তাঁরা ভিনগ্রহী ছিলেন, অর্থাৎ মানুষ জাত এই পৃথিবীতে এলিয়েন? এটা কিভাবে সম্ভব!
ধন্যবাদ।


ডাইনোসর কি তবে আদম আলাইহিস সালাম আসার আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিলো?

আধুনিক বিজ্ঞানের মতে হোমো সেপিয়ান আসার ৬৬ মিলিওন বছর আগেই ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিলো।

নবী আদম ও বিবি হাওয়াকে আলাদা করে দেওয়া হয় নাই! এই তথ্য আমার কাছে নতুন।


আপনি কোরান মানুষ সৃস্টি, আদম এবং তার সঙ্গীনি সম্পর্কে আয়াতগুলি পড়লে বুঝতে পারবেন কোথাও তাদের আলাদা করার কথা বলা নাই।

বাইবেলের কাহিনি থেকে শয়তান শাপ হয়ে হাওয়াকে দিয়ে গন্দম আদম কে খাইয়েছে এইসব কাহিনি এসেছে।

আর, তাঁরা ভিনগ্রহী ছিলেন, অর্থাৎ মানুষ জাত এই পৃথিবীতে এলিয়েন? এটা কিভাবে সম্ভব!

কোরানেই তো স্পস্ট করেই বলা আছে যে মানুষ ভিনগ্রহী।

১) প্রথমে আল্লাহ ফেরেস্তাদের জানালেন যে তিনি পৃথিবিতে তার প্রতিনিধি পাঠনোর সিদ্ধান্ত নিয়েছেন। ( অর্থ তখন পৃথিবি ছিলো কিন্তু মানুষ ছিলো না )
২) আদম আ: এবং তার সঙ্গী সৃস্টি করে বেহেস্তে থাকতে দিয়েছিলো। ( অর্থ প্রথম থাকার স্থান বেহেস্ত)
৩) অবাধ্য হবার সাজা হিসেবে সয়তান এবং আদম আ: + সঙ্গীকে বেহেস্ত থেকে বের করে দেওয়া হয়। Surah Al-Baqarah, 2:36)
৪) তারা পৃথিবিতে আসে....

তাহলে কোরানের কাহিনি অনুসারী মানুষ এই পৃথিবিতে এলিয়েন। প্রমানিত B-)

৪| ২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


নিজেকে খুজে পেতে একাকীত্ব আবার শান্তি যা শাস্তির বিপরীত।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

জিনাত নাজিয়া বলেছেন: আমার খুব প্রিয় বন্ধু," একাকীত্ব " কারণ এটা মানুষকে অনেক কিছু বুঝতে সাহায্য করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.