নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মক্কা ও মদীনায় মসজিদ্গুলোর পাহারা ও পরিস্কারের কাজে বাংলাদেশী

০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৪

...
.....
'........ সৌদি আরবে ঊমরাহতে এসেছি আজ ৯ দিন হলো। এই দুই শহরের অনন্য স্থাপত্যশৈলীর মসজিদ্গুলোতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া মনকে আনন্দিত করে তুলে। মনে সাহস আসে, ইচ্ছা করলে মুসলমানরাও অনেক কিছু করে দেখাতে পারে! তবে, যে ব্যাপারটা সত্যিই অভিভূত করে, আমার বাংলাদেশের ভাইদের পদচারনা এইসব মসজিদ্গুলোকে আরো শক্রিশালী করে তুলেছে।

মক্কা মদীনাতে যেসব মসজিদে আমি গিয়েছি, সেসব মসজিদের পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে নিজেদের সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছেন আমার দেশের ভাইয়েরা। বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিগণ যাওয়ার সময়ে মসজিদ ময়লা করে রেখে যান। অনেকেই খেজুর খেয়ে আঁটি মসজিদ আঙ্গিনায় ফেলে দেন। এতে পিছলে পড়ার সম্ভাবনা আছে। এছাড়া মসজিদের ভিতরে অনেকে খাওয়া-দাওয়া করেন। এইসব ময়লা পরিস্কারের দায়িত্বে আমাদের ভাইয়েরা। এছাড়াও, জমজমের পানি আনা-নেওয়া ও তা খেতে সাহায্য করা, মুসল্লীদের রেখে যাওয়া কোরআন শরীফ ঠিক জায়গায় রাখা পরিস্কার-পরিচ্ছন্নতা ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা এখানকার বাংলাদেশীদের দায়িতব।

খোদার ঘরকে এভাবে সুন্দর রাখার কাজ করে যাচ্ছেন বাংলাদেশী কর্মীগণ। আরো বেশি অবাক হতে হয় তাঁদের আরবী ভাষায় দক্ষতা দেখে! আমাদের দেশে একজন ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীও ভালো করে আরবী বলতে জানেন না। কিন্তু মক্কা মদীনার মসজিদের দায়িত্বে থাকা আমাদের বাংলাদেশী ভাইয়েরা এক্ষেত্রে অনন্য। তাঁরা অনর্গল আরবী বলতে পারেন ও বুঝতে পারেন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৩

ঢাকার লোক বলেছেন: বাংলাদেশিদের সাথে ভারত পাকিস্তানী অনেক ভাইও এ মসজিদগুলোতে কাজ করেন। আল্লাহর ঘর পরিচ্ছন্ন রাখতে যারা আন্তরিকভাবে দায়িত্বশীলতার সাথে কাজ করছেন আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাত উভয় জগতে উপযুক্ত পুরস্কার দান করুন!

২| ১০ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:২৯

এইচ এন নার্গিস বলেছেন: আমার সাহসী এবং মেধাবী ভাইদের সালাম জানাই .

৩| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০১

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.