![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমি কয়েক বছর ইংল্যান্ডে ছিলাম। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটিতে থেকেছি। তাই, ইউরোপীয় কালচারের সাথে বেশ পরিচিত। একদিন, সেই দেশের একটি ইউনিভার্সিটি'র মসজিদে বসে রয়েছি, হঠাৎ মিষ্টি কিন্তু দরাজ কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ পেলাম। পিছিয়ে দেখতে পেলাম, একজন সুদর্শন ছেলে বসে বসে কোরআন পড়ছেন!
তাঁকে দেখে সাউথ এশিয়ান মনে হলো। তাঁর তেলাওয়াত শেষ হতে আমি ছেলেটার পাশে বসে পরিচয় জিজ্ঞাসা করতেই সে সিলেটিতে বললো - "আমার মা-বাবা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন। এখন আমি এই ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ি।''
"তুমি এতো সুন্দর করে কোরআন পড়া শিখলে কিভাবে? তুমি কি হাফেজ?" আমার জিজ্ঞাসা।
সে বললো - "আমি ট্র্যাডিশনাল পড়ালেখার পাশাপাশি কোরআনের হাফেজ হয়েছি। এটা আমার বাবা-মার ইচ্ছা। একটি মসজিদে ইমামতিও করি।"
রাজীব ভাইয়ের লেখা পড়ে ইংল্যান্ডের এই ঘটনাটা মনে পড়ে গেলো। সৌদিতে আমার ভাইয়ে বাসায় বসে এই পোস্ট লিখছিলাম আজ সকালে। একটু আগে সৌদি আরবের বাংলাদেশ এমব্যাসির ফার্স্ট সেক্রেটারি আবু লাইস ফেসবুকে ম্যাসেজ করেছে। জিজ্ঞাসা করছে- আমি সৌদিতে কি না।
আবু লাইসের কথা মনে পড়ে। মাদ্রাসা থেকে পড়ে আসা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের এক ছোট ভাই। সে যখন দেশে ছেড়ে সৌদির বাংলাদেশ এমব্যাসিতে জয়েন করে, তাঁর সাথে এয়ারপোর্টে দেখা হয়েছিলো। নরম স্বভাবের, ভালো ছেলেটি এখন নিজের ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে গিয়েছে!
২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাজীব ভাই একজন মুক্ত মনের মানুষ।
যা দেখেন, বুঝেন, তা-ই তুলে ধরার চেষ্টা করেন।
শুভেচ্ছা।
২| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি কি রিয়াদে বা তার আশে পাশে আছেন? যদি রিয়াদের ২-৩ কিলোর মধ্যে থাকেন, জানান দিবেন প্লিজ। যদি আপনার সমস্যা না থাকে, দেখা করতে চাই।
* ব্লগে আছি ১৩+ বছর এই প্রথম কারও সাথে দেখা করতে চাইলাম!
২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
আমি হাইলে আছি। রিয়াদে আসলে অবশ্যই জানাবো।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: প্রিয় শ্যাইয়ান ভাই,
আসসালামু আলাইকুম।
আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন।
২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় রাজীব ভাই।
ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০০
এ পথের পথিক বলেছেন: খুব সুন্দর লিখেছেন । রাজীবদের মিথ্যাচারের জবাব খুব সুন্দর, সাবলীল ও বাস্তব জীবনের একটি উদাহরণ দিয়ে লিখেছেন ।