নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আইডিয়াঃ স্মার্ট ইসলামি বিজনেস নেটওয়ার্ক (SIBN)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৩



বইঃ যেসব আইডিয়া তোমায় বিশ্বজয়ী করবে
লেখকঃ মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান
প্রকাশকঃ উত্তরণ প্রকাশন
============================
আইডিয়া:
"স্মার্ট ইসলামি বিজনেস নেটওয়ার্ক (SIBN)" হলো একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম যা ইসলামি স্কলার, আলেম ও উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিচালনার একটি আধুনিক সমাধান প্রদান করবে। এটি হালাল ব্যবসায়িক নীতিমালা, ইসলামিক ফিন্যান্স, অনলাইন মার্কেটপ্লেস ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা বাংলাদেশের ইসলামি স্কলার ও ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

মূল বৈশিষ্ট্য:
>হালাল বিজনেস কনসাল্টেশন: ইসলামি অর্থনীতির ভিত্তিতে কীভাবে একটি ব্যবসা পরিচালনা করা উচিত, তা নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ।
>ইসলামি ফিন্যান্স ও বিনিয়োগ সুযোগ: সুদমুক্ত বিনিয়োগের সুযোগ, ইসলামি ব্যাংকিং ও মাইক্রোফিন্যান্স সাপোর্ট।
>অনলাইন ইসলামি মার্কেটপ্লেস: হালাল পণ্য, ইসলামি বই, হালাল খাবার ও অন্যান্য ব্যবসার জন্য অনলাইন প্ল্যাটফর্ম।
>ডিজিটাল ইসলামী কোচিং ও ট্রেনিং: ইসলামিক উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কোর্স, ওয়েবিনার ও অনলাইন ক্লাস।
>নেটওয়ার্কিং ও পার্টনারশিপ: ইসলামি স্কলার, আলেম ও ধর্মীয় নেতাদের জন্য ব্যবসার পার্টনার খুঁজে নেওয়ার সুযোগ।

সম্ভাব্য ব্যবহার:
>মসজিদ ও ইসলামি সংগঠন: ইসলামিক প্রতিষ্ঠানের জন্য সুদমুক্ত অর্থায়ন ও আয় বৃদ্ধির সুযোগ।
> ইসলামি উদ্যোক্তা ও ব্যবসায়ী: যারা হালাল পণ্য ও সেবা নিয়ে কাজ করতে চান।
>ইসলামি ফিন্যান্স সংস্থা: যারা সুদমুক্ত অর্থায়ন ও ইসলামি বিনিয়োগের সমাধান খুঁজছেন।
>ধর্মীয় স্কলার ও বক্তারা: যারা ইসলামি দর্শন ও বিজনেসের সমন্বয়ে নতুন কিছু করতে চান।

কেন গুরুত্বপূর্ণ?
>হালাল অর্থনীতির প্রসার: ইসলামি অর্থনীতির ভিত্তিতে ব্যবসা পরিচালনার নতুন সুযোগ তৈরি করবে।
>সুদমুক্ত বিনিয়োগ ব্যবস্থা: ইসলামি ফিন্যান্স ও হালাল ব্যবসার উন্নয়ন ঘটাবে।
>অনলাইন মার্কেটপ্লেসের সুবিধা: ইসলামি ব্যবসার জন্য বিশেষভাবে ডিজাইন করা প্ল্যাটফর্ম।
>টেকসই ব্যবসা নেটওয়ার্ক: স্কলার ও ধর্মীয় ব্যক্তিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলবে।

বাজার সম্ভাবনা:
>বাংলাদেশের ইসলামি অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং হালাল ব্যবসার বাজার ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
>অনলাইন ইসলামি শিক্ষা ও ই-কমার্স প্ল্যাটফর্মের ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে।
>ধর্মীয় উদ্যোক্তাদের জন্য সুদমুক্ত বিনিয়োগ ও ডিজিটাল ব্যবসার চাহিদা বাড়ছে।

পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা:
১. ব্যবসায়িক মডেল (Business Model):
>সাবস্ক্রিপশন মডেল: ইসলামি বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন।
>ই-কমার্স ও মার্কেটপ্লেস কমিশন: হালাল পণ্য ও সেবার লেনদেনে নির্দিষ্ট শতাংশ কমিশন।
>ইসলামিক কোর্স ও ট্রেনিং ফি: ইসলামিক বিজনেস কোর্স, ওয়েবিনার ও সেমিনারের ফি।
>ইসলামিক ফিন্যান্স ও বিনিয়োগ পরামর্শ: বিনিয়োগ ও সুদমুক্ত লেনদেন পরামর্শ পরিষেবা।

২. প্রযুক্তিগত পরিকল্পনা (Technological Plan):
>মোবাইল ও ওয়েব অ্যাপ: ইসলামি বিজনেস নেটওয়ার্ক ও ই-কমার্স পরিচালনার জন্য।
>AI-ভিত্তিক ইসলামি বিজনেস পরামর্শ: স্বয়ংক্রিয় হালাল ফিন্যান্স গাইডলাইন প্রদান।
>IoT ও স্মার্ট পেমেন্ট সিস্টেম: সুদমুক্ত লেনদেন নিশ্চিত করতে ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার।
>ডিজিটাল কোর্স ও লাইভ ওয়েবিনার সিস্টেম: স্কলার ও উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ সেশন।
>ইসলামি নেটওয়ার্কিং অ্যালগরিদম: ইসলামী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ স্থাপন।

৩. বিতরণ চ্যানেল (Distribution Channel):
৩.১ সরাসরি বিক্রয় (Direct Sales):
>মসজিদ ও ইসলামি সংগঠন: ধর্মীয় কেন্দ্রগুলোর মাধ্যমে প্রচার ও রেজিস্ট্রেশন।
>ইসলামি ফিন্যান্স কোম্পানি: সুদমুক্ত অর্থায়নের জন্য পার্টনারশিপ।

৩.২ অনলাইন প্ল্যাটফর্ম:
>সাবস্ক্রিপশন ভিত্তিক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ।
>অনলাইন বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

৩.৩ পার্টনারশিপ:
>ইসলামি ব্যাংক ও ফিনটেক কোম্পানি।
>ধর্মীয় নেতা ও ইসলামি স্কলারদের মাধ্যমে প্রচারণা।

৪. আর্থিক পরিকল্পনা (Financial Plan):
খাত ব্যয় (কোটি টাকা)
গবেষণা ও উন্নয়ন (R&D) ১০.০০ কোটি টাকা
প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট ৮.০০ কোটি টাকা
বিপণন ও ব্র্যান্ডিং ৬.০০ কোটি টাকা
অপারেশন ও জনবল ৫.০০ কোটি টাকা
আইনি ও প্রশাসনিক ব্যয় ৩.০০ কোটি টাকা

মোট বিনিয়োগ প্রয়োজন = ৩২.০০ কোটি টাকা

৫. উপসংহার:
>"স্মার্ট ইসলামি বিজনেস নেটওয়ার্ক" বাংলাদেশে ইসলামিক স্কলার ও ধর্মীয় ব্যবসায়ীদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ।

> আপনি কি এই উদ্ভাবনে অংশ নিতে চান? আমরা বিনিয়োগকারী, ইসলামি অর্থনীতিবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সহযোগিতা কামনা করছি, যারা এই উদ্যোগকে বাস্তবায়ন করতে আগ্রহী।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮

এ পথের পথিক বলেছেন: দুরদর্শি চিন্তা, রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করা গেলে খুব ভাল হবে । ইনশাআল্লাহ্‌ ।
আমি ২ নাম্বার নিয়ে মাঝে মাঝে চিন্তা ভাবনা করি কিভাবে বাস্তবে নিয়ে আসা যায় ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ।

দুই নম্বরে পুরো পরিকল্পনাটা ভেঙ্গে বিস্তারিত লেখা হয়েছে।

আপনি বাস্তবায়ন করুন। নিজের জন্যে না হলেও, অন্তত কমিউনিটির জন্যে।

শুভেচ্ছা নিরন্তর।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি পেশায় কি করেন?

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৫

এ পথের পথিক বলেছেন: আমি পেশায় ছাত্র ( CSE ) ।
আপনার সাথে আমার চিন্তার অনেক মিল রয়েছে । উম্মাহ কে নিয়ে আমার অনেক ভাবনা তার ভেতরে সেটা ছিল একটা । ভাই এই চিন্তা আমার জায়গা থেকে স্প্রেড করব এবং বাস্তবায়নে কাজ করব, ইনশাআল্লাহ্‌ ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভেরি গুড!!! CSE এঁর ছাত্র হিসেবে ব্যাক এন্ড বা ফ্রন্ট এন্ডের যে কোন একটি ল্যাঙ্গুয়েজ এবং ফ্রেম অয়ার্ক এখনই শিখে ফেলুন। অনেক এগিয়ে যাবেন।

আর, ইংরেজি স্পিকিং ৭ লেভেলে নিয়ে যান।

প্রথমেই ৬ স্কেলের জবের অভাব হবে না।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৯

এ পথের পথিক বলেছেন: ফুল স্ট্যাক ওয়েব নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, আলহামদুলিল্লাহ । ইংরেজি নিয়ে লেগে আছি এখন ।
পরামর্শের জন্য ধন্যবাদ ।
আল্লাহ্‌ আমাদের দ্বীনের জন্য সকল প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের ক্ষমা করুন । আমিন ।
আপনার লেখার ধারা অব্যাহত থাকুক ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভালো!

আপনার কাজের কোন লিংক পেতে পারি কি?

শুভেচ্ছা নিরন্তর।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১০

এ পথের পথিক বলেছেন: আপাতত এ প্রজেক্টে কাজ করছি Chemni project
আমি চাইনা এখনি আমার পরিচয় প্রকাশ হোক সেজন্য গিটহাব লিঙ্ক দিতে পারলাম না । তবে আমার ধীরে ধীরে আমার প্রজেক্ট শোকেজ করব এখানে ।
আপাতত এ প্রজেক্টে কাজ করছি Chemni project
আমি চাইনা এখনি আমার পরিচয় প্রকাশ হোক সেজন্য গিটহাব লিঙ্ক দিতে পারলাম না । তবে আমার ধীরে ধীরে আমার প্রজেক্ট শোকেজ করব এখানে ।

private repo

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



গ্রেট! কালার কম্বিনেশনটা ভালো হয়েছে।

জিরা ব্যবহার করেন?

শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৩

এ পথের পথিক বলেছেন: এক ভাইয়ের প্রজেক্ট, কালার তারই পছন্দের ।
না ভাই জিরা ব্যবহার করা হয়নি ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আধুনিক বিশ্বে জিরা খুব কাজের জিনিস। প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার।

ফ্রি এডিশনটা শিখে ফেলুন। ইউটিউবে ফড়িং ট্রেইনিং ভিডিও আছে।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.