নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

তার কোন নাম নাই | সত্যপথিক শাইয়্যান | উৎসর্গঃ সুকুমার রায়কে

১৮ ই মে, ২০২৫ সকাল ৯:০৭

বসে করে হায় হায়, শুধু যে সে ভেঙ্গায়,
নেই তার নাম কোন বইতে,
তাই শুধু করে রব, ঘামে ভিজে জবজব,
পারে না গরম সে সইতে।

একটু পর পর, খবরটা জব্বর,
লাফ দিয়ে উঠে ব্যাটা গাছেতে-
নাচে সে শাখাতে, হয়ে মহা খ্যাপাটে
বলে- ‘তোরা আসিস না কাছেতে।'

পায়ে ধরি, ওরে বাবা, চালাসনে তোর থাবা,
নিতে মোর পাকা ঐ আমগুলো,
এগুলো নিলে পরে, লম্বা দুই কান ধরে,
খুলে দিবো তোর ঐ পরচুলো।

আছে কি সে মুশকিলে? উকুন যত কিলবিলে,
মাথাতে বসে আছে তার কি?
সে বলে ধুৎ ছাই, ওগুলো তো সদাই
মারে কত বুকডন, জানোনি!

একদিন সক্কালে, তার লাল বাম গালে
বসলো মশা দুই মজাসে,
ভুরু দু’টো কাঁপিয়ে, জঙ্গল দাপিয়ে
হাতি এলো মারতে তা সোজাসে।

মশা দু’টো উড়ে তাই, নাচে তারা ধাই ধাই,
গুনগুন গান করে হর্ষে-
শীত ছিলো কনকনে, ভ্রাতৃত্বের বন্ধনে
দুইজনে হাসে নববর্ষে!

তাই দেখে হাতিরাজ, দেখো ফেলে রণসাজ,
তবলায় বোল তুলে ধিন তাক,
ঝুনঝুনি হাতে নিয়ে, স্ত্রীদের ফাঁকি দিয়ে
এলো সেথা তিন ভাই দাঁড় কাক।

কাক করে কা কা, যাদু’র ঢাকা ফাঁকা
স্বর শুনে মাটি দেয় কম্প-
আগডুম বাগডুম, ঝর্ণার গুমগুম,
ঘোড়া এসে দিয়ে দেয় লম্ফ।

চাঁদ থেকে মই বেয়ে, বুড়ি সেথা আসে ধেয়ে
বলে- ঘোড়া, তুই কেন এখানে?
খোকা-খুকি গেলো কই, তারা কি খাবে দৈ-
বানিয়ে আনি যদি সেখানে?

শুনে বলে খোকা-খুকু, দিয়ে দাও ততটুকু-
পেট ভরে যত দৈ খাওয়া যায়,
মা বলেন- ছি ছি, জানো না মিছিমিছি-
খালি পেটে ওগুলো খাওয়া দায়!

শুনে করে খাই খাই, যার কোন নাম নাই,
খেয়ে ফেলি ওগুলো এক্ষণ?
তারপরে মিরপুরে, লালমাটিয়া ঘুরে,
ছুঁয়ে দেবো চাঁদবুড়ি’র দুই চরণ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৫ সকাল ৯:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর এক অনুভব প্রকাশ কবি দা

১৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

২| ১৮ ই মে, ২০২৫ সকাল ৯:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার! চমৎকার যে হতেই হবে হুজুরের মতে অমতকার?

১৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ, চৌধুরী ভাই। শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৮ ই মে, ২০২৫ বিকাল ৪:৩০

আজাদী হাসান রাজু বলেছেন: খাইছে যে হইছো অতুলনীয়,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.