নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মনে পড়েঃ সিনিয়র সিটিজেন এবং শিশুদের নিয়ে গড়া একটি ব্রিটিশ প্রজেক্ট

০৭ ই জুলাই, ২০২৫ রাত ৮:৪৮



ব্রিটিশরা বয়স্ক মানুষদের 'বুড়ো', 'ওল্ড ম্যান' বলে সম্বোধন করে না, বরং 'সিনিয়র সিটিজেন' বলে ডাকে। ২০১২ সাল। তখন আমি ব্রিটেনে। সবে মাত্র মাস্টার্স শেষ করেছি। তখন পরিচয় হয় একটি সামাজিক সংগঠনের সাথে। আমার আইরিশ শিক্ষকের তত্ত্বাবধানে শুরু হয় একটি প্রজেক্ট। পরে, ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডিং পায় এটি।

তিনি লক্ষ্য করলেন, ব্রিটিশ সমাজে রিটায়ার্ডের পরে সিনিয়র সিটিজেনরা খুবই নিঃসঙ্গ জীবন যাপণ্য করেন। অথচ, তাঁদের তখনও সমাজকে অনেক কিছু দেওয়ার থাকে, অথচ, ইচ্ছা থাকা সত্ত্বেও এই মানুষগুলোকে সমাজের মূল ধারা থেকে দূরে থাকতে হয়।

তাই, তিনি শুরু করলেন, একটি সামাজিক সংগঠন। ব্রিটিশ কমিউনিটি সেন্টারগুলো এবং লাইব্রেরীতে শিশুদের উদ্দেশ্যে কিছু বলার জন্যে এসব নিঃসঙ্গ সিনিয়র সিটিজেনদের দাওয়াত দিতে থাকেন তিনি। সিনিয়র সিটিজেনরাও তাতে সাড়া দিতে থাকেন, দলে দলে! তাঁরা দেশের ভবিষ্যৎ কাণ্ডারি, অর্থাৎ শিশুদের উদ্দেশ্যে নিজেদের অভিজ্ঞতার ঝুলি থেকে সব কিছু বিলিয়ে দিতে থাকেন। শিশুরাও আগ্রহ ভরে তাদের মনে থাকা প্রশ্নগুলো সিনিয়র সিটিজেনদের করতে থাকে। এতে করে, পুরনো প্রজন্ম এবং নতুন প্রজন্মের মাঝে একটি মেলবন্ধন গড়ে উঠে।

সারা ব্রিটেন জুড়ে এই অরজেক্ট খুব সাড়া ফেলে। আমার শিক্ষক আয়ারল্যান্ড থেকে রাজ্যগুলো ঘুরে ঘুরে এই প্রজেক্টকে ছড়িয়ে দেন।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২৫ রাত ৯:০৯

ওমর খাইয়াম বলেছেন:



লন্ডনে অনেক রাজকার ও হুজবুত সিনিয়ারেরা ছিলো, আপনি তাদেরকে সেই প্রজেক্টে বক্তব্য রাখার জন্য নিয়েছিলেন?

০৭ ই জুলাই, ২০২৫ রাত ৯:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



না। লন্ডনে যাওয়ার পরে তাদের সাথে আমার কোন যোগাযোগ ছিলো না।

আপনি কি তাদের কাউকে চেনেন?

শুভেচ্ছা।

২| ০৭ ই জুলাই, ২০২৫ রাত ১০:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি শিয়া কি পারিবারিক ভাবে নাকি নিজে নিজে হয়েছেন ? 8-|

০৭ ই জুলাই, ২০২৫ রাত ১১:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




নিজে নিজে। কোরআন বুঝে পড়ার পরে।

৩| ০৭ ই জুলাই, ২০২৫ রাত ১১:০৬

ওমর খাইয়াম বলেছেন:


৫ নং'এ টাইপো:

*আপনি ছিলেন হিজবুত, এবারের আমেরিকান ক্যু'এর সময় শিবিরদের সাহায্য করেছেন; আপনার নানা মুক্তিযোদ্ধা; আপনি শিয়া; ভালো কম্বিনেশন।

০৭ ই জুলাই, ২০২৫ রাত ১১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমার চাচা মুক্তিযোদ্ধা। আমার নানা মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি সিলেটের বালাগঞ্জের আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, পরে বাকশালের গভর্নর হয়েছিলেন! পরে, জেনারেল ওসমানীর দলকে সাপোর্ট করেছিলেন।

ধন্যবাদ।

৪| ০৭ ই জুলাই, ২০২৫ রাত ১১:৫১

ওমর খাইয়াম বলেছেন:



সব ব্লগারদের চাচা কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন; অনেক শিবিরও মুক্তিযোদ্ধার ছেলে!

০৭ ই জুলাই, ২০২৫ রাত ১১:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




:)

৫| ০৮ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোন বিষয়্টির কারণে আপনি শিয়া মতবাদ গ্রহন করলেন?

০৮ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জিজ্ঞাসা করার জন্যে ধন্যবাদ।

প্রথমত, পবিত্র কোরআনে 'শিয়া' শব্দটি এসেছে হযরত মুসা নবী'র 'অনুসারী' হিসেবে। সেই মোতাবেক, নবী-রাসূলদের অনুসারীদের 'শিয়া' বলা যায়। 'শিয়া' শব্দটি একটি কোরআনী শব্দ।

এটাই যথেষ্ট হতে পারতো। কিন্তু, আরো কারণ আছে।

ইসলামের মূল ধারার 'ইমামিয়া শিয়া' মতবাদ 'আহলে বায়াত' অর্থাৎ আমাদের নবীজীর মনোনীত অনুসারী হযরত আলী (আ) -এর বংশধারাকে আমাদের নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা আমাকে শিয়া মতবাদ গ্রহণ করতে আগ্রহী করেছে।

ধন্যবাদ নিরন্তর।

৬| ০৯ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: উক্ত পোষ্টের সাথে আপনি যে ছবি দিয়েছেন, সেই ছবিতে আপনাকে খুজে পেয়েছি।

০৯ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি ছবির বাম দিকে আছি। ঠিক ধরেছেন। :)

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.