নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমি আমার \'দিল\' পরিষ্কার করতে পারছি না!

২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৪

পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রী আমাদের দিল বা হৃদয় পরিষ্কার করতে বলেছেন। আমি এক নাদান ব্যাক্তি। কর্ম করে খাই। মাঝে আঝে গুনাহও করে ফেলি। সেই আমি কিছুতেই দিল পরিস্কার করতে পারছি না! 'দিল পরিস্কার' করার উপায়টা যদি পাকিস্তানি মন্ত্রী একটু দেখায় দিতেন! তিনি বাংলাদেশীদের সমস্যা খুব ভালো ভাবে বুঝে পেরে থাকলে, সমাধানের উপয়ায়টা না বলে নিজের দেশে ফেরত যাওয়াটা অন্যায় হয়েছে।

আর, বাংলাদেশীদের হত্যা করে পাক বাহিনী কিভাবে দিল পরিস্কার করলো সেই সিক্রেট উপায়টাও যদি তিনি আমাদের শিখায় যেতেন, অন্ততঃ শিক্ষার্থীদের তাজা রক্ত হাতে লাগা ভূতপূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক উপকার হতো!

আসুন, দলে দলে দিল পরিষ্কার করতে পাকিস্তানের টিকিট কাটি।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৪

সুলাইমান হোসেন বলেছেন: বাংলাদেশিদেরকে হত্যা করে তারা দিল পরিষ্কার করেছে এটা ঠিক হয়নি,তারা যদি লোভী না হতো তাহলে যুদ্ধ ছাড়াই বাংলাদেশকে স্বাধীন করে দিতে পারতো।মূলত পাকিস্তানিদের এবং বাংরাদেশিদের উভয়েরই দির পরিস্কার করা দরকার।ধন্যবাদ নিরন্তর

২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দিলটা ময়লা হয়ে গিয়েছে। পাকিস্তান যেতে চাই।

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১৫

নতুন বলেছেন: দেশে অনেকেই আছে যাদের সাথে পাকিদের আত্নার সম্পর্ক আছে যারা ১৯৭১ এ পাকিদের কস্টে এখনো কান্না করে। তাদের দিল অবশ্যই ১৯৭১ থেকেই সাফ হয়ে আছে।

সাচ্চা পাকি যারা তাদের দিল সাফ। আপনি সাচ্চা বাংলাদেশী হইলে আপনার দিল সাফ হবে না কখনোই্।

৩| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:২৮

সৈয়দ কুতুব বলেছেন: আলমের এক নামবার পচা সাবান ইউজ করে দেখতে পারে। দিল সাফ হলেও হতে পারে।

৪| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৩

শাহ আজিজ বলেছেন: টিকেট কাটা লাগবে কেন , টিকেট ওরাই দেবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.