| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
সাউন্ডক্লাউডে গানটি এখানে শুনতে পারবেন - জীবন এক নতুন খেলা
.............
ভেবো না তুমি একা
জীবন মানেই তো বাঁকা,
নতুন মোড় নতুন আশা
ভুলে যাও পুরনো সব ভাষা।
হঠাৎ করে সব বদলে গেলো
এ তো এক নতুন খেলা!
চিন্তা কোরো না তুমি
জীবন এক নতুন খেলা,
কে বলেছে পুরোনো ভালো
নতুনই তো সেরা!
দিনগুলো সব এক ছিলো
এখন দেখো কি এলো,
ভয় পেও না বন্ধু আমার
নতুন সূর্য নতুন জোয়ার।
কে জানে কি হবে কাল
ফেলে দাও সব জঞ্জাল।
আজকে বাঁচো মন খুলে
সব বাধা যাও ভুলে।
======
লিরিক্সঃ শাইয়্যান
সে নো টু কপিরাইট অন সংগস
===================
১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনি ভালো কথা বলেছেন।
আপনিও!
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন,
‘‘ওনারা নতুন শক্তির কথা বলে শেষ বিচারে যেয়ে একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন।
সে জন্য ওনারা আচরণও করতে পারলেন না। ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না।
এখন প্রশ্ন হচ্ছে, ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কি না।’’
.........................................................................................................................
নতূন কিছু বলো,
নতূন কিছু করো
ভয় পেও না বন্ধু আমার
আশার আলো জ্বালো !