নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান ভালোবাসি, ভালোবাসি উপন্যাস পড়তে, রাতের আকাশে নক্ষত্রদের সরে যাওয়া দেখতে আর টুকটাক লেখালেখি

সজীব ঘোষ শুভ্র

মানুষ হতে চেয়ে কি যে হচ্ছি তা নিজেও জানিনা

সজীব ঘোষ শুভ্র › বিস্তারিত পোস্টঃ

কিশোর

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৫

স্যার কেমন আছেন?
শরীরটা কিছুদিন হলো ভালো যাচ্ছে না। তোমার কি খবর? অনেক দিন পর আসা হচ্ছে যে।
না স্যার। আসি, তবে ডিপার্টমেন্ট এ আসা হয় না। আসলেই নস্টালজিক হয়ে যাই।
নতুন কোন কিছুর পিছনে আছো নাকি? ঘটনা ছাড়াতো তুমি শুধু শুধু আসো না।
জ্বি স্যার। টিউশানি নিয়ে ঘটনা। ইংলিশ মিডিয়ামের ও লেভেলের এক ছাত্রকে ফিজিক্স আর ম্যাথ পড়াই।
ভালোতো তোমার হাত খরচটা চলে যাচ্ছে,সমস্যাটা কোথায়?
সমস্যা স্যার ছাত্রকে নিয়ে। তাকে কোন শিক্ষক এক মাসের বেশী পড়াতে পারেন না। হয় এমন সব উদ্ভট কাহিনী করবে যাতে শিক্ষক আর না আসে অথবা গার্জিয়ানকে দিয়ে বলে দেয় যে সে স্যারের পড়ানো বোঝেনা,তাই তার কাছে আর পড়বে না। আপনি যতো ভালো শিক্ষকই দিন না কেন প্রতিবারই এই ঘটনা ঘটছে।
মজা করে নাকি ছেলেটা? অভিভাবক কিছু বলে না?
স্যার পড়াতে যাওয়ার আগে আমিও তাই ভেবেছিলাম যে সে নিশ্চই মজা করার জন্য এই ঘটনাগুলো ঘটায়। কিন্তু পড়াতে যাওয়ার কিছু দিন পড়েই আমি অন্য ব্যাপার আবিষ্কার করলাম।
স্যার ছেলেটা মারাত্নক রকমের এসপিডিতে ভুগছে।
মানে কি?
সিযয়েড পারসোনালিটি ডিজঅর্ডার কে সংক্্ষেপে এসপিডি বলা হয়।
কি জন্য মনে হলো সে মেন্টালি ডিজঅর্ডার?
মেন্টালি ডিজঅর্ডার বললেই স্যার কেমন যেনো মানসিক রোগী ভাব চলে আসে। কিন্তু সে তা না। তার সমস্যা আছে তবে তা সে লুকাতে চায় সবার কাছ থেকে।
কেন? তার ফ্যামিলি কি রকম?
অনেক গুলো পয়েন্ট কাজ করছে এখানে স্যার। প্রথমত সে পরিবারের সব চাইতে ছোট। ছোটদের এমন অনেক ব্যাপারই থাকে যা বড়রা ঠিক বুঝতে পারে না। শুধু অনুমান করতে পারে হয়তো।
দ্বিতীয়ত সেই একমাত্র ইংরেজী মিডিয়ামের। পরিবারের বাকি সবাই হয় বাংলা মিডিয়ামের ছিলো নতুবা পড়াশোনা বেশিদূর না। এতে তাদের বুঝতে সমস্যা হচ্ছে ছেলেটার মন মানসিকতা।
তৃতীয়ত কেউ বুঝতে না পারার কারনে সে এই অল্প বয়সেই ড্রাগ এডিক্টেড হয়ে গিয়েছে।
তাহলেতো সমস্যাতো তার আরো বেড়েছে।
জ্বি স্যার। বেড়েই গিয়েছে। আর আমার কাছে মনে হয় সে আরো কোন বড় ধরনের সমস্যায় আছে। যা কেউ জানে না। বোধ হয় নিতান্ত ব্যক্তিগত।
প্রেমঘটিত নাকি! এখনতো অল্প বয়সের ছেলে মেয়েরা যে সব ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছে আমার সময়ে আমিতো তা কল্পনাতেও আনতে পারতাম না।
ঠিক জানি না। পড়ানো শুরুই করেছি মাত্র এক মাস হলো।
অন্যরা কি জানে তুমি পড়ানোর ফাকে ফাকে ছাত্রের মেণ্টাল কেইস স্টাডি করছো?
আমার কাছেতো মনে হয় তাকে স্টাডি করার জন্যই এই টিউশানিটা দেওয়া হয়েছে আমাকে।
মানে বুঝলাম না।
টিউশানিটা দিয়েছে আমাকে আমার এক বান্ধবী। ছাত্র সম্পরকে তার দেবর। আর আমার চরিত্র সম্পর্ক এ খুব ভালো ভাবেই জানে সে।
তোমার বান্ধবীকে কি তুমি বলেছো তোমার এই অনুমান গুলোর কথা?
আমাকে তো তার শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তার সাইকায়াট্রিস্ট হিসেবে নয়। তবে স্যার জানাবো তাকে আরো কিছুদিন যাক। এমনিতেই আমার কাছে বেশ জোর মনে হচ্ছে। ঘটনা অন্য কোথাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.