নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান ভালোবাসি, ভালোবাসি উপন্যাস পড়তে, রাতের আকাশে নক্ষত্রদের সরে যাওয়া দেখতে আর টুকটাক লেখালেখি

সজীব ঘোষ শুভ্র

মানুষ হতে চেয়ে কি যে হচ্ছি তা নিজেও জানিনা

সজীব ঘোষ শুভ্র › বিস্তারিত পোস্টঃ

জাল

১০ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪১

মতলব দক্ষিন থানার ওসি মারাত্নক ব্যস্ত এক জন মানুষ। তাকে গোটা এলাকা কাভার দিতে হয় চব্বিশ ঘন্টা। থানার কোয়ার্টারে তার পরিবার আছে যাদের সাথে সে আজকাল খুব কম সময়ই দিতে পারছে। মফস্বল শহরে নতুন এক উপদ্রব শুরু হয়েছে। মধ্যরাতে এক ছেলে এদিক ওদিকে শুধু ছুটে বেড়ায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সময়ে তার আচার আচরণ বিভিন্ন রকমের বলে বোধ হয়।টহলরত অনেক পুলিশ রাতের আধারে ভয় পেয়েছে তাকে দেখে। গ্রামের আনসাররাও এসে বিচার দিয়ে গিয়েছে। তিনি বেশ বুঝতে পারছেন এবার নতুন কোন এক পাগলের পাল্লায় পড়েছেন। তিনি দাত কিড়মিড় করে মনে মনে বললেন,
শালার সব পাগল আমার থানাতেই এসে জুটে নাকি!
এর আগে তিনি বাহুবল থানায় ছিলেন। সেখানে দেখা গেলো অন্য এক উতপাত। মাঝে মাঝে রাতে কে অথবা কারা যেনো একটা গোটা এলাকার বাড়ি ঘর সিলগালা করে দেয়। সকাল বেলা কেউ নিজের বাড়ির দরজা খুলতে পারে না তো কেউ গেইট খুলতে পারে না। পরে দেখা গেলো এক আনসার প্রধানের ছেলে নিজের বাবার উপরে প্রতিশোধ নিতে এই কাজ করতো।
এখানেও সেই একই ধরনের কোন কেইস হবে। তার এতো বছরের অভিজ্ঞতা তাই বলে। কিন্তু তিনি খুনাক্ষরেও বুঝতে পারলেন না আগামী এক মাসে তার কি রকম নাজেহাল অবস্থা হতে যাচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.