![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হতে চেয়ে কি যে হচ্ছি তা নিজেও জানিনা
রাস্তা ঘাটে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারদের ঘুরে বেড়াতে দেখা যায়। বাদ বাকিরা লজ্জা পেয়ে লুকিয়ে গিয়েছে যে যেমন নিজের কাজের সন্ধান করে। এখন ফুটপাতে আর শুধু নাগরিক হেটে বেড়ায় না। সাথে জুটে যায় অনেক পদবী।
আজ মাথায় খুন চেপে গিয়েছিল রাসেলের। মনে হচ্ছিলো রাস্তার সবাইকে ব্রাশ ফায়ার করে। শুধু হাতে কোন অটোমেটিক ছিলোনা। থাকলেই হয়েছিল আর দেখতে হতো না। এমনিতেই ঘাওড়ামি করার জন্য ও বেশ সুবেদিত ওর বন্ধুমহলে। ক্রিকেটে ও এক অলরাউন্ডার প্লেয়ার। যদিও প্রতিপক্ষকে মাঠে স্লেজিং করে করে জ্বালিয়ে মারে তবু ওর অই একরোখা মেজাজের জন্য কেউ তাকে বেশি একটা ঘাটায় না। ওর মেজাজ খারাপের কারন এবার বিপিএল এর আসরে কোন দল তাকে নিলামে কেনেনি। কিন্তু সবাই জানে ও খুব ভালো মানের প্লেয়ার। সমস্যাটা হলো ওর কোন লবিং নেই। মানে রাজনৈতিক অথবা অন্য কোন রকমের ছায়া নেই তার মাথার উপরে। যে কারনে বার বার অনেক ভালো জায়গায় ও খেলতে পারছে না। পড়াশোনা করছে অনার্স থার্ড ইয়ারে পদার্থ বিজ্ঞানে। দুইটা টিউশানি আছে। তা দিয়ে কোন রকমে চালিয়ে নেয়। মাঝে মডেলিং এর জন্য ট্রাই করেছিলো কিন্তু বিধি বাম। সেখানেও রাজনীতির শিকার হতে হয়েছে তাকে। একটা ছোট নাটকেও অভিনয় করেছিলো কিন্তু বন্ধু যদি শুত্রু হয় তবে আর চলা যায় না। এই খেলার জন্য ও পড়াশোনায় এক বছর ড্রপ দিয়েছে। প্রেম করতো তাও ছেড়ে দিয়েছে। এখন সে নিত্য নতুন ধান্দার খোজে আছে। টিউশানি করিয়ে সে হাত খরচ চালাচ্ছে। কিন্তু এভাবে কতোদিন? একা একা কিছু যে করবে তার জন্য টাকা চাই কিন্তু একসাথে এতোটাকা সে পাবে কোথা থেকে? বন্ধু বান্ধব মিলে যে কিছু একটা করবে কিন্তু সবারই নানা অজুহাত। এমনিতে খুবই মেধাবী সে। যে কোন জিনিষ মুখস্থ করতে বেশি সময় লাগে না। মাঝে মাঝে ওর আফসোস হয় যদি কম্পিউটারের কাজটাও জানা থাকতো অবসরে কাজে লাগতো। সময় থাকতে মূল্য না দিলে যা হয় আর কি। তার পাশের রুমমেট চলে গিয়েছে গুগলে আর সে পরে আছে ভূগোলে। রংপুর জিলা স্কুলের ছাত্র রাসেল। মঙ্গা এলাকা বলে যদিও অন্যান্য জেলার ছেলেরা ক্ষ্যাপায় তাকে তারপরও সে রংপুরের মাটির ছেলে। নানা রকম জল্পনা কল্পনা করে সে ক্রিকেট নিয়ে। বিপিএল এ নেয়নি তো কি হয়েছে একদিন সে নিজেই একটা টিম কিনে নিবে। শুধু শুরুটা হচ্ছে না বলে স্বপ্নের লাইন গুলো বিন্দু হতে পারছে না।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর সাবলীল বর্ণনা, আশাকরি তাড়াতাড়িই প্রথম পাতায় আসতে পারবেন।