নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকি৯১৩০

শাকি৯১৩০ › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ সাহায্য- ইন্ডিয়ান বর্ডার ব্যাবহার

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৫

আমার পাসপোর্ট এ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত ইন্ডিয়া মাল্টিপল এন্ট্রি ভিসা আছে। পাসপোর্ট এ বেনাপোল বন্দর উল্লেখ করা। কিছুদিন আগে আমি বেনাপোল বন্দর দিয়ে কলকাতা ঘুরে এসেছি। সামনের নভেম্বর এ দার্জিলিং যাওয়ার প্ল্যান আছে। আর দার্জিলিং তো চ্যাংড়াবন্ধা বন্দর দিয়ে কাছে। আমি এক জনের কাছ থেকে শুনলাম যে, পাসপোর্ট এ যে বন্দর দেয়া থাকে ঐ বন্দর যদি প্রথমবার ইন্ডিয়া ঢুকার সময় ব্যাবহার করা হয়, তাহলে নাকি দ্বিতীয়বার ইন্ডিয়া ঢুকার সময় অন্য যে কোনও বন্দর ব্যাবহার করা যায়। এই তথ্যটা কি সত্য? যেহেতু আমি অলরেডি একবার বেনাপোল বন্দর ব্যাবহার করেছি, তো আমি কি এখন চ্যাংড়াবন্ধা বন্দর দিয়ে দার্জিলিং ঢুকতে পারব?

আর যদি এভাবে যাওয়া না যায়, তাহলে কেও কি সবচেয়ে ইকোনোমিক ওয়েতে কলকাতা হয়ে দার্জিলিং যাওয়ার এবং ওখানে ঘোরার প্ল্যান শেয়ার করতে পারবেন?

ধন্যবাদ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৪

রাজীব বলেছেন: প্রতিবারই ভিসায় উল্লেখিত পোর্ট ব্যবহার করতে হবে

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৮

বাকি বিল্লাহ বলেছেন: ভিসায় যেই পোর্ট দেয়া আছে আপনাকে সেটা দিয়েই আসা-যাওয়া করতে হবে। দার্জিলিং নিয়ে অনেক পোস্ট আছে। আপনি নিজে খোজ করলেই পাবেন.. .. নিচে একটা লিংক দিলাম সব ভ্রমনের পোস্ট এখানে একসাথে করা আছে। পুরাতন পোস্ট গুলো দেখলেই আশা করি পেয়ে যাবেন।

http://m.somewhereinblog.net/mobile/blog/hasras80/30057828#comments

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.