![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইহাতে আছে ১৯৭১ সালের পরাজিতদের "বিজয়ের ঘোষণা"; পরাজিতরাও জয়ী হয় থাকে, তাদেরও ঘোষণাপত্র থাকতে পারে।
আইয়ুব নিজ গুণে জয়ী হয়নি, মুলশক্তি ছিলো আমেরিকা; জিয়া, এরশাদ, ইউনুস নিজ গুণে জয়ী হয়নি, এদের জয়ের পেছেন আছে আমেরিকা, পাকিস্তান ও ১৯৭১ সালের পরাজিত শক্তি।
আওয়ামী লীগ এবার নিজ গুণে পরাজি্ত হয়েছে। সমস্যা হচ্ছে, আওয়ামী লীগ স্বাধীনতাকামীদের প্রতিনিধি হওয়ায়, আওয়ামী লীগের পরাজয়ের জোয়ালয়ের ভার বইছে স্বাধীনতাকামীরাও।
পরাজিতদের বিজয় কত সময় চলতে থাকবে? ইউনুস, আমেরিকা, পাকিস্তান ও ১৯৭১ সালের পরাজিতদের অবস্হা ভালো নয়; একই সাথে আওয়ামী লীগের অবস্হাও ভালো নয়। ফলে, এখনো অবস্হা পরিস্কার নয়; তবে, বিশ্বে এখন মৌলবাদের বিজয় দীর্ঘ সময় টিকতে পারবে না।
২| ০৬ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
কামাল১৮ বলেছেন: বিরাট বড় একটা ঘোড়ার ডিম।
৩| ০৭ ই আগস্ট, ২০২৫ রাত ৩:১৬
শ্রাবণধারা বলেছেন: "কামাল১৮ বলেছেন: বিরাট বড় একটা ঘোড়ার ডিম।" @কামাল১৮, এটা চাঁদগাজীর লেখা। চাঁদগাজী আবারো শূন্য সারমর্মের নিকে হাজির হয়েছেন।
@চাঁদগাজী, জুলাই ১৯৭১-এর পরাজিত শক্তির বিজয় নয়, এটি ছিল জনতার বিজয়। তবে আওয়ামী লীগের সীমাহীন অপকর্ম আর আপনার মত বুদ্ধিহীন আওয়ামী পদলেহনকারীদের কারণেই এই বিজয়টা জামাতের রাজাকাররা লুন্ঠন করেছে।
জামাতীরা নিঃসন্দেহে ১৯৭১-এর পরাজিত শক্তি, তবে এদের পরাজিত করার ক্ষমতা এখন আর আওয়ামী লীগের নেই। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুঁজি করে আওয়ামী লীগের বস্তাপচা, বাতিল বয়ান দিয়ে এদের প্রতিহত করা যাবে না।
৪| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: আজাইরা।
৫| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ দেশের যা ক্ষতি করেছে ২৫ বছরে পাকিস্তানও তা করতে পারেনি। এতোদিন দেশ সিংগাপুর হওয়ার কথা কিন্তু আম্লিগ ও ভারতের কারণে তা হয়নি।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: যেহেতু যেহেতু .........
সেহেতু সেহেতু........