নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাদান পাবলিক

সাইবার ম্যাজিশিয়ান

শাকিলভাই

শাকিলভাই › বিস্তারিত পোস্টঃ

আফগান পতনের জোক্স এবং কারন বিশ্লেষণ

১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৬

১। 'আমাদের দলে ১০ জন ব্যাটসম্যান, ৬

জন অল-রাউন্ডার। আমরা টি-২০ তে ওদের

চেয়ে ভাল দল। আমরাই জিতবো' -

মোহাম্মদ নবী

বিশ্বাস করেন ভাই - চার্লি চ্যাপলিন, মি.

বিন দেইখাও আমি এতটা হাসি নাই -

যতটা হাসছি তার কথায়।

২। বাংলাদেশের ব্যাটিং চলাকালীন সময় - ছয়

ওভার শেষে রান ৩৬। এই সময়

হার্শা ভোগলে ওয়াসিম

আকরামকে জিজ্ঞেস করলো

'ওয়াসিম - তুমি যদি আফগানিস্তানের হতা,

তাহলে এই মুহুর্তে কি সিদ্ধান্ত নিতা?'

ওয়াসিম আকরামের জবাব,

'পরের ম্যাচ কিভাবে জিতা যায় -

তা ভাবতাম।'

৩। দৌলত জাদরানের বলে তামিম ইকবাল

স্ট্রেইট ড্রাইভ দিল।

বল জাদরান ধরে ফলো থ্রুতে আবার

মারে তামিমের দিকে। যা তামিমের

ব্যাটে লাগে।

আম্পায়ারের কাছে আউটের আবেদন করে।

আম্পায়ার জাদরানের দিকে অনেকক্ষন অবাক

ভাবে তাকায়া থাকে। বোধহয় ভাবতেছিল

'আফগানিস্তানে কি মেন্টাল হসপিটাল নাই?'

৪। ১ রান লাগে ঐসময়। এনামুলের

বিপক্ষে স্ট্যাম্পিং এর আবেদন করা হয়।

যদিও ফিল্ড আম্পায়ার নিশ্চিত আউট হয়

নাই - তারপরও উইকেট কিপারের মারাত্নক

আত্নবিশ্বাস দেখে থার্ড আম্পায়ারের

কাছে গেল।

রিপ্লে তে দেখা গেল সবই ঠিক আছে - আউট

হয় নাই।

তখন রাসেল আরনল্ড বলল - 'ব্যাটসম্যানের

পা ক্রিজের বাইরে নাই - বাতাসে ভেসেও

নাই।

তবে এইখানে একজনেরই পা শূন্যে আছে -

উইকেট কিপারের।'

রিপ্লে তে দেখা গেল - উইকেট কিপার বল

স্ট্যাম্পে লাগানোর আগেই আউট

হয়ে গেছে ভাইবা লাফালাফি শুরু করে দিছে।

[আরও জোকস আছে বোধহয় ম্যাচে -

বেশি লিখলাম না]



এবার অনুভূতিগুলো :

১) 'আমাদের দলে ১০ জন ব্যাটসম্যান, ৬ জন

অল-রাউন্ডার। আমরা টি-২০ তে ওদের

চেয়ে ভাল দল। আমরাই জিতবো'

২) 'বিপক্ষ দলে সাকিব, তামিম,

মাশরাফি কে খেলছে তা দেখার সময় নাই।

আমরা ম্যাচটা জিততে চাই'

- মোহাম্মদ নবী

অধিনায়ক (আফগানিস্তান)

৩) 'সাকিব তামিম দুজনকে আউট

করতে দুটি বলই যথেষ্ট'

- সামিউল্লাহ শেনওয়ারি

লেগ স্পিনার (আফগানিস্তান)

আত্মবিশ্বাসী হওয়া এক জিনিস। ওভার

কনফিডেন্ট হয়ে অহংকারি হয়ে যাওয়া অন্য

জিনিস।

ক্রিকেটে আমরাও

হাঁটি হাঁটি পা পা করে এগিয়েছি।

সহযোগি দেশ আমরাও ছিলাম।

মাঝে মধ্যে অঘটন ঘটাই জয় পাইতাম শুরুর

দিকে। তখন আমাদের কোন অধিনায়ক

বা প্লেয়ার এমন করে কথা বলেছে নজির নাই।

এই আফগানিস্তানের প্লেয়ারদেরকে বিপিএল,

ঢাকা লীগে খেলতে দিয়ে উঠে আসার সুযোগ

আমরাই অনেক দিয়েছি। তাঁর জন্য বিভিন্ন

পেইজে তাদের মানুষজন আমাদেরকে ধন্যবাদ

দেয়। কিন্তু এশিয়া কাপে একটা ম্যাচ জিতার

পর তাদের প্লেয়ারদের কথা বলার টোন আর

বাক্যচয়ন দেখে সত্যিই হতাশ।

ধন্যবাদ আফগানিস্তান খেপিয়ে দেওয়ার

জন্য।

আহত বাঘ কত ভয়ংকর জানতা না। InTigersWeTrust

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৮

ভ্রমন কারী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

ভাই মনে হয় ভুইলা গেছেন, ওরা আফগান । কয়েকটা রকেট লন্চার নিয়া আমেরিকার হাজার হাজার ক্রুজ মিসাইলের সামনে দাড়াইয়া কি বড় বড় বয়ান দিত।আর এতো সামান্য ক্রিকেট।

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫১

শাকিলভাই বলেছেন: আমার ক্ষমতা থাকলে আপনার মন্তব্যখানাকে বছরের সেরা মন্তব্য নির্বাচিত করতাম । ব্যাপক মজা পেলুম ;)

২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৮

দালাল০০৭০০৭ বলেছেন:


১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৪

শাকিলভাই বলেছেন: তাবত দিন ব্যাপি হাসা হাসির আয়োজন করায় আফগানদের ধুন্যবাদ

৩| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৪

এলিয়ান বলেছেন: বাংলাদেশ আর আফগান ম্যাচের হাইলাইটস
Click This Link

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৩

শাকিলভাই বলেছেন: খামোখা স্প্যাম না করলেও হইত , খেলা সবাই দেখছে :/

৪| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৬

আমি ব্লগার হইছি! বলেছেন: কেউ যদি বলে আমি বাঘের খাচা্য় ঢুকতে পারি তাহলে সে সাহসী , কিন্তু সে যদি সত্যি সত্যি ঢুকে যায় তাহলে সে একটা বেকুব।

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫২

শাকিলভাই বলেছেন: ভাই বেকুব হইছে ভালো কথা কিন্তু চর্বি কমে নাই , বাঘের গর্জন শুইনা এখন বলে পিচ ভালা আছিল না :D

৫| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০১

সংগ্রামী বালক বলেছেন: বেফুক বিনোদন পাইলাম।

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৫

শাকিলভাই বলেছেন: ইহা বিনুদনেরই ব্যাপার ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.