নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাদান পাবলিক

সাইবার ম্যাজিশিয়ান

শাকিলভাই

শাকিলভাই › বিস্তারিত পোস্টঃ

হাজার দুর্যোগ পেরিয়ে একজন প্রকৃত ক্রিকেটার

১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৭





সাহারা কাপ ২০১৪ , ২য় ম্যাচ । ইন্ডিয়ার ব্যাটিং শেষে তাদের সংগ্রহ সব উইকেটের বিনিময়ে ১০৫ রান । বাঘের আওয়াজেই গর্জে উঠেছিল বোলিং লাইন আপ । কিন্তু সব অর্জন শেষ করে দিল ব্যাটিং লাইন আপ । এর মধ্যে তাসকিন আহমেদের অভিষেক ম্যাচের ৫ উইকেটের রেকর্ড ও ম্লান হয়ে পরে ।



একজন বাংলাদেশী হিসেবে নয় , বিশ্ব ক্রিকেটের দর্শক হয়ে আমি এটা বলব যে বাংলাদেশ এমন একটা টিম যে টিম শুধু খেলার জন্য নয় খেলে ১৬ কোটি প্রাণের জন্য , ভালবাসার তাগিদে । অথচ সেই টিম কিভাবে আমাদের সপ্ন গুলো এভাবে শেষ করে দেয় সেটা ভাবতেই অবাক লাগে ।

হ্যা , অবশ্যই খেলার মাঝে হারজিত থাকবে তাই বলে এভাবে ??



আমি খুব নগন্য একজন দর্শক , ক্রিকেট বিষেষজ্ঞ নই তারপরও বলব খেলাতে কারোরই মন ছিল না , কেমন একটা খাপ ছাড়া ভাব । তারপরও আমি একটা কথা বলতে চাই অন্যান্য ক্রিকেটারদের :

একটা বার তাকান মাশরাফি ভাই এর দিকে , জাতীয় দলের বাইরে ছিলেন তিনি অনেক দিন , ইনজুরির কারনে । টিমের যে কোন অবস্থাতে তাকে কখনো দেখবেন না অন্যমনষ্ক থাকতে । আমার ক্ষুদ্র ক্রিকেট অভিজ্ঞতায় যা দেখেছি তা হচ্ছে তিনি সব সময়ই চেষ্টা করেন নিজের সম্পূর্ণ টুকু দিয়ে খেলতে , তাকে যদি কখনো এমন দেখে থাকেন তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন । আমি এটা অস্বীকার করি না যে ম্যাশ ভাই মাঝে মাঝে মার খান , সেটা হবেই । কিন্তু তিনি চেষ্টা করেন নিজের সম্পূর্ণ টুকু দিতে । এটুকুই বা কম কিসে , আজ যদি তার মতো ডেডিকেটেড ভাবে অন্য আর ৫ টা প্লেয়ার ও খেলত না তাহলে দেখতেন বাংলাদেশ টিম কোথায় গিয়ে দাড়াত ।

সাম্প্রতিক কালে খুব সম্ভবত টি টুয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচ হারার পর মাশরাফি ভাই কেদেছিলেন কেননা তার অভার গুলোতেই বেশী রান গিয়েছে । চিন্তা করতে পারেন ?? ম্যাচ হারার জন্য তিনি দায়ী নয় অথচ তিনি তা নিজের ঘড়ে নিয়ে নিচ্ছেন , স্যালুট বস । আপনাকে দেবার মতো আমার কিছুই নেই , শুধু অন্তর থেকে আপনাকে শ্রদ্ধা করতে পারি । বেচে থাকুন আপনি বাংলার বোলিং লিজেন্ড । দলের একমাত্র ডেডিকেটেড 'বাঙালী' ক্রিকেটার

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ রাত ৯:১৪

আমি দিহান বলেছেন: মাশরাফি ভাইও আমার পছন্দের খেলোয়াড়।

তার এর অসুবিধার পরেও তিনি বার বার ফিরে এসেছেন সেটা দেখেই ততটাই অন্যদের অনুপ্রেরণা নেয়া উচিত।

সবাই যেভাবে ব্যাটিং করেছে তাতে মনে হয়েছে সেটা পাড়ার ক্রিকেট ম্যাচ। সামনে আন্তর্জাতিক ম্যাচ আছে তাই সবাই এই খেলাতে সেরকম মনোযোগ দিয়ে খেলছে না

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

শাকিলভাই বলেছেন: আপাতত আর কিছুই বলার নেই আমার :)

২| ২০ শে জুন, ২০১৪ রাত ২:০২

তারিক১৪২২ বলেছেন: বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে মাশরাফি ভাই কে আমার সবচেয়ে আদর্শ একজন ক্রিকেটার মনে হয়৷ তার সবচেয়ে প্রশংসনীয় দিকটা হল তার ব্যাক্তিত্ব৷ তাকে দেখলেই মনে হয়, হ্যাঁ, এর ভিতর আছে এক অদ্ভুত ক্ষিপ্রতা, যাকে দমানো যাবে না কিছুতেই

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

শাকিলভাই বলেছেন: " ব্যাক্তিত্ব৷ তাকে দেখলেই মনে হয়, হ্যাঁ, এর ভিতর আছে এক অদ্ভুত ক্ষিপ্রতা, যাকে দমানো যাবে না কিছুতেই "
অনেক সুন্দর কথা বলেছেন ভাই তারিক১৪২২ :)

৩| ২০ শে জুন, ২০১৪ ভোর ৫:১০

এস এস মারজান বলেছেন: যর্থাথ বলেছেন । ধন্যবাদ ।

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

শাকিলভাই বলেছেন: আপনাকেও :)

৪| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১:৩১

ছবিঘর বলেছেন: একমাত্র মাশরাফিকে ই কিছুটা দায়িত্বশীল মনে হয়। অন্যগুলোর মত ভুংভাং কম করে।

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

শাকিলভাই বলেছেন: প্রকৃত ক্রিকেটার বলে কথা :)

৫| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: স্যালুট জানাই মাশরাফি ভাইকে।

তাকে তামিম, নাসির, মাহমুদুল্লাহদের শিক্ষা নেয়া উচিত।

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

শাকিলভাই বলেছেন: তা তো নেবে না , নিলে যে এডে আসা যাবে না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.