নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দয়া করে কেউ ভুল বুঝবেন না।

আমি সব কমেন্টের জবাব দিই না। যাঁরা ডিজার্ভ করেন, কেবল তাঁরাই কমেন্টের রিপ্লাই পাবেন।

শামীম আরা বীথি

সুহৃদ ভাইয়া...

শামীম আরা বীথি › বিস্তারিত পোস্টঃ

আমি কার জন্য পথ চেয়ে আছি!

১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৬



আমি কার জন্য পথ চেয়ে আছি, আমার কি দায় পড়েছে?- এই গানটা খুব সুর করে গাইত সে। আমার খুব ভাল লাগত। ভাল লাগত তার কণ্ঠ, গানটা। তার চেয়েও বেশী ভাল লাগত এই ভেবে যে, সে এই গানটা আমাকে উদ্দেশ্য করেই গাইত।



একবার অনেকদিন ধরে তার সাথে কোন যোগাযোগ ছিল না। যেখানে বসে সে আমার জন্য অপেক্ষা করত, আর গান গাইত আমার অপেক্ষায়, আমি অনেকদিন সেখানে গিয়ে আনমনে দাঁড়িয়ে থাকতাম, যদিইবা সে আসে।



একদিন জানতে পারলাম সে এসেছিল। ওরা বলল। কয়েকবারই এসেছিল। দূর্বাঘাসের নরম চত্বরে তার পায়ের চিহ্ন পড়েছিল। আমার বুকটা হুহু করে উঠল। সে গোপনে এসে গোপনেই চলে গেল বলে। সে কি তার ঐ অপেক্ষায় থাকার গানটা গেয়েছিল? কেউ কি শুনেছিল তার কণ্ঠমাধুরি?



আমার খুব কষ্ট হয় আজকাল। আমি খুবই অপেক্ষায় থাকি। অপেক্ষায় থাকি। আমার বোবা দীর্ঘশ্বাস কেউ দেখে না।



আমি কার জন্য পথ চেয়ে আছি, আমার কি দায় পড়েছে?

মন্তব্য ৪৯ টি রেটিং +১৩/-৩

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৯

প্রশান্ত শিমুল বলেছেন: মনে হইতেছে...আমার জন্য...

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২২

শামীম আরা বীথি বলেছেন: তাই?

২| ১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০০

সাদা মনের মানুষ বলেছেন: তাইতো, আমার কি দায় পড়েছে?

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

শামীম আরা বীথি বলেছেন: আমার কি দায় পড়েছে?

৩| ১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১১

চিত্তরঞ্জন সাহা বলেছেন: আমি কার জন্য পথ চেয়ে আছি, আমার কি দায় পড়েছে?

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

শামীম আরা বীথি বলেছেন: আমি কার জন্য পথ চেয়ে আছি, আমার কি দায় পড়েছে?

৪| ১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৩

পানকৌড়ি বলেছেন: হুমম...............

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

শামীম আরা বীথি বলেছেন: হুঁ।

৫| ১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: হুমমমম

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

শামীম আরা বীথি বলেছেন: হুঁ।

৬| ১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

নিশীথা ব্যানার্জি বলেছেন: আচ্ছা বেশ তো!

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

শামীম আরা বীথি বলেছেন: ধন্যবাদ।

৭| ১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২১

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: ভাল লিখেছেন।

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

শামীম আরা বীথি বলেছেন: ধন্যবাদ।

৮| ১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

আইসিস বলেছেন: ভাল লাগলো ।

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

শামীম আরা বীথি বলেছেন: ধন্যবাদ।

৯| ১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩১

আবু সালেহ বলেছেন:
"একদিন জানতে পারলাম সে এসেছিল। ওরা বলল। কয়েকবারই এসেছিল।"

তবে কেন দেখা না করেই চলে গেলো....??

সে হয়তো দেখা করবে না বলেই না বলে চলে গেছে....


১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২২

শামীম আরা বীথি বলেছেন: সে হয়তো দেখা করবে না বলেই না বলে চলে গেছে....

১০| ১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

তিথী ও টাটা বলেছেন: হায়রে অবলা নারী...................

তোমার সুহৃদ ভাইয়া এখন কত না নারীর সঙ্গে কত না রঙ ঢঙ করে বেরাচ্ছে আর তুমি এখনো তার পথ চেয়ে আছো......................

ভাইয়াদের কি অভাব হইছে ব্লগে .......... ??

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

শামীম আরা বীথি বলেছেন: জানি না সে কোথায় আছে। চলে যেতেই যে চলে যায়, সে আর ফেরে না কখনো।

১১| ১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

তায়েফ আহমাদ বলেছেন: অপেক্ষায় থাকা স্বাস্থ্যের জন্য ভাল।

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

শামীম আরা বীথি বলেছেন: তাই?

১২| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫৬

মহিসন খান বলেছেন: আপনার জন্য তবু তো কেউ এসেছিল.......।


আমার জন্য কেউ আসে নি.....

আসবে ও না।

আপনি ভাল থাকুন।

১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১৭

শামীম আরা বীথি বলেছেন: আপনার জন্য সমবেদনা। আর ভাল থাকুন।

১৩| ১৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩০

খলিল মাহ্‌মুদ বলেছেন:
তোমার আশায় বসেছিলাম সারা দুপর, সন্ধ্যাবেলা, একা একা
তুমি কখন এসে চলে গেছো, দাও নি দেখা

১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১৮

শামীম আরা বীথি বলেছেন: সুন্দর কথাগুলো।

১৪| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০১

সেলিনা শিরীন শিকদার বলেছেন:

"আমারই মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে
কভু সে চকোর সুধা-চোর আসে
নিশীথের স্বপনে জোছনায়।"

শুভ কামনা রইলো।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩০

শামীম আরা বীথি বলেছেন: সুন্দর একটা কবিতা। আপনাকে ধন্যবাদ আপু।

১৫| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৯

তাজা কলম বলেছেন: নতুন লেখা দিন তো।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৯

শামীম আরা বীথি বলেছেন: ভাইয়া, আমার তো কোন লেখা নেই, কি দিব? তবে ভাবছি কিছু লিখব। ভাল থাকুন।

১৬| ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৪২

কাজল রশীদ বলেছেন:
শুভেচ্ছা। নিজের লেখা না দিতে চাইলে আপনার পছন্দের লেখকের
লেখা পোষ্ট করুন।


মঙ্গলার্থে...

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৪

শামীম আরা বীথি বলেছেন: সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।

১৭| ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৬

আবু মকসুদ বলেছেন:
আমি অনেকদিন সেখানে গিয়ে আনমনে দাঁড়িয়ে থাকতাম, যদিইবা সে আসে।

আমার মনে হয় না আপনি দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকলে সে এসে ফিরে যেতো না, গানটি অবশ্য ভালো ব্যবহার করেছেন, ভালো লাগলো ধন্যবাদ।

০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৬

শামীম আরা বীথি বলেছেন: আমার মনে হয় না আপনি দাঁড়িয়ে থাকতেন- বসে থাকতাম:):)
ধন্যবাদ।

১৮| ০৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৩

মদনদেব বলেছেন: অসাধারন :)
ব্লগে স্বাগতম

০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৭

শামীম আরা বীথি বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১২

লেখাজোকা শামীম বলেছেন: যার মনে টান পড়েছে, তার তো দায় পড়েছেই।

০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৮

শামীম আরা বীথি বলেছেন: ঠিক বলেছেন:)

২০| ০৬ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনি ভাল কপি করতে পারেন। গুড গুড গু..................ড

০৬ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৬

শামীম আরা বীথি বলেছেন: আমি কি কপি করেছি বললে বাধিত হই।

২১| ০৬ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৮

কালপুরুষ বলেছেন: মান্না দে'র গাওয়া একটা গানের কথা মনে হলো--

"না না যেওনা ও শেষ পাতাগো শাখায় তুমি থাকো, তুমি ছিলে আমি ছিলাম চিহ্নটি তার রাখো........"।

০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৭

শামীম আরা বীথি বলেছেন: মান্না দে'র গান আমার খুবই ভালো লাগে। তবে এই গানটি আমি শুনিনি।
ভালো থাকুন।

২২| ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫

আসিফবিডি৫৯ বলেছেন: একদিন যে অপেক্ষায় থাকতো আপনার জন্য, আজ আপনি থাকেন। কি অদ্ভুত তাই না। এই হয় এই নিয়েই আমদের যাপিত জীবন
আপনকে মনে হয় অনেকদিন পর দেখলাম।
মঙ্গলে থাকুন।

০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৯

শামীম আরা বীথি বলেছেন: হ্যাঁ, আমি বেশ কিছুদিন পরই এলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৩| ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫

বিপ্লব কান্তি বলেছেন: অপেক্ষা করা ঠিক না। নতুন কারো খোজ করেন

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:২৯

শামীম আরা বীথি বলেছেন: :(

২৪| ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯

লুৎফুরমুকুল বলেছেন: সে আসবে বলে আপনি খুলেছেন মনের দুয়ার, কিন্তু জানেন কি সে আসবে নাকি আসবে না?

২৫| ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৫৯

নিশ্চুপ নিরবতা বলেছেন: সুন্দর। কিন্তু আরও পোস্ট দেন। এত কম পোস্ট কেন?? :)

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৫

কোনো এক নিভৃতচারী বলেছেন: ভালো লাগলো পড়ে ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.