নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে সোনার দাম বৃদ্ধিঃ আপনি কি এটি আগে জানতে পারতেন বা এর থেকে আয় করতে পারতেন?

২৩ শে জুন, ২০২০ রাত ১:১৬



আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে বাংলাদেশে আজ থেকে সোনার দাম বেড়েছে। ডলার ব্যবসার মাধ্যমে আয় করার জন্যে এ সম্পর্কিত একটি গাইড লাইনে আমি আরও ৫ বছর আগে একটি ব্লগ লিখেছিলাম, যেখানে তেলের দাম, সোনার দাম, এবং ডলারের দামের ঊঠা নামার সম্পর্ক নিয়ে লিখে ছিলাম। লিখাটি এখানে দেখতে পারেনঃ ডলার ব্যবসার মাধ্যমে আয় করুন - জানুন কিভাবে করতে হয়।

নিকট ভবিষ্যতে সোনার দাম আরেক দফা বাড়তে পারে, তবে তা তেলের দামের কারনে নয়, বরং ডলারের দাম কমে যাওয়ার কারনে। আন্তর্জাতিকে বানিজ্যে যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস জনিত রিকভারি ইন্টারভেনশনের একটি অন্যতম মাধ্যমে হবে কোয়ান্টিটিভ ইজ। অর্থাৎ যুক্তরাষ্ট্র ডলার প্রিন্ট করে তার ঘাটতি পুরুন করতে পারে (বা করবে), এই সম্ভাবনায় (বা কারনে) ডলারের দাম কমে যেতে পারে। এই খানে অন্যান্ন কারণও এর সাথে জড়িত, যেমন, ভারত চীনের যুদ্ধ লাগলে ডলারের দাম বাড়তে পারে। কারণ ভারত চীন যুদ্ধে যুক্তরাষ্ট্র লাভবান হবে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২০ রাত ১:৫৮

রাজীব নুর বলেছেন: ১। দেশে সাধারন মানুষের হাতে টাকা নাই।
২। আর যাদের কাছে টাকা আছে, অলরেডি তাদের অনেক সোনা আছে।

২৩ শে জুন, ২০২০ সকাল ৮:৩১

সরলপাঠ বলেছেন: আপনার ২ টি অনুসিদ্ধান্তের ২ টিই সম্ভবত সত্য। তবে সোনা একটি আন্তর্জাতিক বিনিময় মাধ্যম হিসাবে সবচেয়ে বেশী গ্রহণযোগ্য। সোনার মূল্য বৃদ্ধির এটি অন্যতম কারণ।

২| ২৩ শে জুন, ২০২০ রাত ৩:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি ১২০টাকা ভরি সোনার দাম দেখেছি।তখন কিনে রাখলে কতো লাভ হতো।

২৩ শে জুন, ২০২০ সকাল ৮:৫৫

সরলপাঠ বলেছেন: পাকিস্তান আমলের শুরুতে ১৯৫০ এর দিকে সোনার দাম ১২০ টাকা ভরি ছিল। তবে সোনার দামের তুলনায় একই সময়ে জমির দাম বেশী ছিল/

৩| ২৩ শে জুন, ২০২০ ভোর ৫:৩১

নেওয়াজ আলি বলেছেন: মধ্যবিত্ত ভেঙ্গে পড়েছে ( মানবজমিন)।

২৩ শে জুন, ২০২০ দুপুর ২:২৫

সরলপাঠ বলেছেন: সহমত। তবে সরকারের এতে দায় অনেকখানি। সরকার যেহেতু অর্থনীতির নিয়ন্ত্রা, সরকার চাইলে মানুষকে, দেশের অর্থনীতিকে আরও অনেক ভালভাবে পরিচালনা করতে পারত।

৪| ২৩ শে জুন, ২০২০ ভোর ৬:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সোনা তো আর খাওয়া যায় না। এই জিনিস কি কাজে লাগে।

২৩ শে জুন, ২০২০ দুপুর ২:২৮

সরলপাঠ বলেছেন: সোনা একটি আন্তর্জাতিক বিনিময় মাধ্যম হিসাবে সবচেয়ে বেশী গ্রহণযোগ্য। সোনার মূল্য বৃদ্ধির এটি অন্যতম কারণ। এটি বিভিন্ন দেশের সরকার সমূহ রিজার্ভ মানি হিসাবে ব্যবহার করে। অলংকার হিসাবে সোনার ব্যবহার সোনার মোট ব্যবহারের ক্ষুদ্র একটি অংশ মাত্র।

৫| ২৩ শে জুন, ২০২০ দুপুর ২:০১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সবদেশে ফ্লাইটসহ / অন্যান্য যোগাযোগ চালু হলে এই দাম আর থাকবে না!

২৩ শে জুন, ২০২০ দুপুর ২:৩৩

সরলপাঠ বলেছেন: স্বল্প মেয়াদে সোনার দাম কমার সম্ভাবনা নেই। বিশ্ব অর্থনীতি পুরোপুরি ভাবে চালু হলে, ডলারের মূল্য স্থিতিশীল হলে সোনার চাহিদা কমতে পারে - এ সময়টি আসতে আরও কমপক্ষে ২ বছর লাগতে পারে।

৬| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনা আমদানির বিধান সরকার মনে হয় চালু করেছে। কি রকম সাড়া পাচ্ছে? সোনার দাম একবারে এত বাড়ল কেন?

২৪ শে জুন, ২০২০ ভোর ৫:১৩

সরলপাঠ বলেছেন: আন্তর্জাতিক বাজারে ২৪ ক্যারেট সোনার দাম ২১ শে মার্চ, ২০২০ তারিখে প্রতি কেজির দাম ছিল ইউ এস ডলার ৪৬,৯৫৬। আজ একই সোনার দাম ইউ এস ডলার ৫৬,৮৫৮। তিন মাসের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে প্রায় ১০,০০০ ডলার।

৭| ২৪ শে জুন, ২০২০ রাত ১২:১৯

মীর শাহেদুর রহমান বলেছেন: সোনা সোনা সোনা লোকে বলে সোনা
সোনা নয় ততো খাঁটি
বলো যতো খাঁটি তার চেয়ে খাঁটি
বাংলাদেশের মাটি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাট
আমার কাছে সোনার চেয়েও দামি বাংলাদেশের মাটি আছে। এর দাম কি কমছে নাকি বাড়ছে ?

২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩০

সরলপাঠ বলেছেন: জন্মভূমির মাটির কোন বিনিময় মূল্য হয়না, এটি অমূল্য। পৃথিবীর যাবতীয় সোনার বিনিময়ে বাংলাদেশের এক ইঞ্চি মাটির মূল্য হবেনা। আমার দেশের মানচিত্রের মাটির মূল্য অর্থে পরিমাপ যোগ্য নয়।

৮| ২৪ শে জুন, ২০২০ রাত ১২:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: বর্তমানে প্রতি ভরি কতো ভাই ? ডলারের রেট কতো ?

২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫

সরলপাঠ বলেছেন: Click This Link

ডলার - ৮৫ টাকা

৯| ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: ২০ ভরি কিনছিলাম ৪২ হাজার টাকা করে। ২৭৯০০ করে ভরি প্রতি লাভ। প্রাই ৫ ভ লাখ টাকা লাভে। বিক্রি করে দেওয়া ঠিক হবে নাকি ?

২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:০৪

সরলপাঠ বলেছেন: আজকে এক দফা দাম বাড়িয়েছে, সহসাই দাম আরেক দফা বাড়তে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.