| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবঘুরের ঠিকানা
এখানেই পাবে আমাকে। এটাই হচ্ছে ভবঘুরের ঠিকানা।
শুধুই ভালোবাসা আমাদের জন্য
যা কিছু চাইবার অধিকার নেই
তাই চাই বারে বারে।
ভিক্ষার পাত্র নিয়ে ঘুরি শূন্য দ্বারে দ্বারে।
‘হে প্রভু! ওদের তুমি অনেক দিয়েছ,
পৃথিবীর পথে পথে ওদের জয়ধ্বনি।
আমারা শূন্য, রিক্ত-বঞ্চিত
আমাদের দুয়ারে পূর্ণিমাও আহত
তবে কেন করলে আমাদের সৃজন?’
‘ওদের আমি অনেক দিয়েছি
জমিন, আকাশ-আসমান-আলো,
সবকিছু দিয়ে শূন্য আমি
বেসেছি তোমায় শুধু ভালো’।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
ভবঘুরের ঠিকানা বলেছেন: ঠিক। আমরাই পূর্ণ, আর ওরা রিক্ত-শূন্য।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯
ডরোথী সুমী বলেছেন: আমরাই পূর্ণ, আর ওরা রিক্ত.........শূন্য।