নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামিম ইশতিয়াক, জন্ম ময়মনসিংহ জেলার জাতীয় কবির শৈশব কাটাবো ত্রিশাল উপজেলায়,বিএসএস অনার্স (অর্থনীতি) নিয়ে বর্তমানে অধ্যায়নরত আছেন, এছাড়াও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সমমান) পাশ করেছেন, শামিম ইশতিয়াক নিজেকে একজন কবিতাসক্ত হিসেবে পরিচয় দিলেও

শামিম ইশতিয়াক

শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।

শামিম ইশতিয়াক › বিস্তারিত পোস্টঃ

বিবেকবান আমি

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

আমি আচমকা দেখি চুপিচুপি মেয়েটির বালিশ ভিজে গেছে
উন্মুক্ত দেহ মরে যায়, মৃত্যুশোকে নয়, বিতরণ এর শোকে....
ঠোট কামড়ে, বুক খামছে, মুখ ঘঁষে পাষান্ড আমি মোলায়েম ত্বকে ভুলে যাই আমারো আছে একটি মা, একটি বোন, আর আমার স্ত্রী ঈ একটি ফুল শয্যা কাটানো রাত....
কত রাত বাসর শয্যায় নবউদ্দ্যমে খেলেছিলাম....
আমার এখন অভ্যেস হলো, পাল্টানোটা আজ আমার রক্তে মিশে গেছে,
এক শরীরের সাথে শরীর মিলিয়েছি অনেক কাল হঠাৎ কামাতুর সে কি অসহনীয় ব্যথা অন্য কোন দেহের বিষাক্ত স্বাদ নিতে....
অতপর, ধর্মীয় রীতির মুখে কুলুপ এঁটে দিয়ে খুজে নিলাম বেশ্যালয় বীর্যক্ষয় করে আমি হলাম বীরপুরুষ.....
মেয়েটর বালিশ ভিজেছে আর আমি ভিজিয়েছি আমার আত্তসম্ভ্রম, আমার পরিবার, আমার সমাজ, আর আমার বিবেকবান আমাকে.....
(এখানে আমি দাড়া আমাদের সমাজের সেই সব পুরুষদের ফুটিয়ে তুলেছি যারা বিবাহিত জীবিনেও চলে যায় পতিতালয়ে, কুড়ে খেতে একটি বেশ্যার মরিচিকাপরা দেহ, ধিক্কার এই পুরুষদের জন্য)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.