![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।
""জয় বাংলা হোক জাতীয় স্লোগান"
--- শামিম ইশতিয়াক
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যেই ‘জয় বাংলা’ স্লোগান ছিল সবার মুখে, যেই স্লোগানে সবাই বুঝত যে মুক্তির সংগ্রামে যেতে হবে, মুক্তিযুদ্ধকালীন যে স্লোগান ছিলো সব বাজ্ঞালি শ্রেণি-পেশার,দল, ধর্মের মানুষের আজ কেন সেই ‘জয় বাংলা’ বললে সবাই একটি রাজনিতিক দলের দিকে আজ্ঞুল তুলে?
এটা কি আমাদের জন্য লজ্জাজনক নয়?
৩০লক্ষ মানুষের রক্তের বিনময়ে যে স্বাধীনচেতা এই বাজ্ঞালি, আজকে সেই বাজ্ঞালিরাই কেন সেই স্লোগান কে একটি একটি রাজনৈতিক দলের সাথে তুলনা করে?
এই কি আমাদের দেশপ্রেম আর ৩০লক্ষ শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা নাকি আমরা শুধু স্বৃতিসৌধে ফুল দিতেই বিশ্বাসী??
পৃথিবীর প্রায় সব দেশেই জাতীয় স্লোগান আছে, কিন্তু আমাদের মানুষের দুর্ভাগ্য যে আমরা আমাদের চেতনার সেই 'জয় বাংলা'কে স্বাধীনতার ৪৬ বছর পর্যন্ত জাতীয় স্লোগান হিসেবে পাই নাইনি,
১৯৭১ সালে জয় বাংলার প্রেরণা থেকেই বাজ্ঞালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতাকামী মানুষদের প্রেরণার ও চেতনার স্লোগান ছিল এই জয় বাংলা, কই তখন ত কোন দলাদলি ছিলো না আমাদের মাঝে, তখন ত কেউ বলিনি যে অমুক দলের স্লোগান এটা আমি এই স্লোগান দেই আমার দেশপ্রেম ফুটানোবা,
একটি কথা আজ স্পষ্ট করে বলতে চাই, এটি কোন দলের স্লোগান নয়, এটি আমাদের জাতীয় ঐক্যের স্লোগান, আওয়ামি বিএনপি, জাতীয় পার্টি জামাতে ইসলাম সহ সবার স্লোগান হওয়া উচিত জয় বাংলা কারন মুক্তিযুদ্ধ ছিলো আমাদের সবার সেখানে যেমন কোন পার্থক্য এসে মাথাচাড়া দিয়ে উঠেনি ঠিক তেমনি আজকের বাংলাদেশেও কোন অপশক্তিকে এই জয়বাংলার বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবেনা,
এই স্লোগান শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নয় তবে দেশপ্রেমীদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এই স্লোগান কে বুকে লালন করে এসেছে ৪৬বছর অবিধি যা আজো সহ্য হচ্ছে না মুক্তিযুদ্ধ বিরোধীদের,
জয় বাংলা আমাদের রক্তে যেমন মিশে আছে ঠিক তেমনি এর মাঝে ফুটে উঠছে আমাদের অতিত ইতিহাস তাই জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে দেখার আশা করাটা কোন ছেলেমানুষি নয়,
তাই এক বুক আশা নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মত আমার দেশেও দেখতে চাই জাতীয় স্লোগান আর তা হবে শুধু মাত্র জয় বাংলা.....
শামিম ইশতিয়াক
[email protected]
https://www.facebook.com/istiak.a.shamim
©somewhere in net ltd.