![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।
বোনের আধখাওয়া দেহ
---- শামিম ইশতিয়াক- Shamim Istiak
কেটেছে সাতচল্লিশ বছর,
রুক্ষমূর্তি আজো স্পষ্টবাদী,
রক্তেভেজা একাত্তরের পাষণ্ড বাসর
সম্ভ্রমহারা আমার বোন ছিলো বুঝি অপরাধী?
লাল সবুজের পতাকা দেখেছো
দেখেছো হায়েনা ক্যাম্পে মায়ের ব্যাথা?
লাল সবুজের পাঞ্জাবি শাড়ি গায়ে
জানতে চেয়েছো অভুক্ত যোদ্ধাদের কথা?
জুরায়ুতে বিষাক্ত শুক্রাণু,
কেমন করিয়া বোনটি ভুলে,
প্রভাতেই তারে দেখিতে পাই
গাছের সাথে উড়না দিয়ে ঝুলে।
বাদ যায়নি রাজাকারেরাও
বোনের আধখাওয়া দেহ,
আষ্টে,বাসি বোনটিকে ছাড় দেয়নি কেহ।
আজকে যে বিজয় তোমার
আমি ত ভাই বোন হারা,
গণকবরে খুজেছি অনেক
পাইনি কিছু হাড্ডি কজ্ঞাল ছাড়া।
বিজয়কেতন উড়াতে গেলেই
রক্ত দেখি রোজ,
প্রতিশোধের অমিয় নেশায়
নয়টি মাসের করি আমি খোজ।
পতাকাধারী দেশপ্রেমিক
সেজেছে আজ সবাই,
পাক বাহিনির দোষরেরা
মিলে মিশে ভাই ভাই।
------©-----
শামিম ইশতিয়াক
©somewhere in net ltd.