![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।
©আমার কানে ভাসে নীলাময়ীর অতিক্ষেত্রিক কণ্ঠস্বর,
প্রেমের প্রলেপ দেয়া দেয়ালে ভেজে উঠে করুণ প্রতিধ্বনি,
ওই পাশে দাঁড়িয়ে নীলাময়ী মুখ ডাকে শাড়ির আচলে,
যেন নীলাভ্র আর নীলাময়ীর মাঝে চলছে গোপন লীলা...
ওইদিন নীলাভ্র বললো চল দুজনে কুয়াশায় ভিজে একাকার হই, তুই আমি মুখোমুখি দাঁড়িয়ে নিষ্ঠুর সুখ খুজবো,
বড্ড ইচ্ছে করে তর গায়ে ছুড়ে মারতে এক মুঠো মেঘ, মেঘে ভেজা তর দেহতরী আমার হৃদয়ে আঁকবে কিছু অষ্পষ্ট চিত্রকর্ম আমি তা যত্ন করে রেখে দিবো দেয়ালের ওই মোনালিসার সাথে,
নীলাময়ী বললো তুই চাষা হবি? আমি তর কৃষাণী হবো রোজ তর জন্য গামছায় খাবার বেধে মাঠে যাবো আর তোর ঘামেভেজা উষ্ণ বুকে মাথা রেখে নিবো শীতল অনুভূতি, তুই বড্ড লাজুক আর লজ্জায় হবি খুন,
এই প্রেম অবৈধ হলো একটি বদ্ধ ঘরে, আর মৃত্যুদন্ড হলো নীলাময়ি আর নীলাভ্রের.....
©somewhere in net ltd.