![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।
"তাঁহারা"
[শামিম ইশতিয়াক]
তারার দেশে থাকে তাঁহারা
দেশটা অনেক দূর,
বারে বারে ফিরে আসে তারা
হয়ে লক্ষ প্রানের সুর।
তাদের আছে রক্তিম দেহ
ছিটেফোঁটা অভিমান
বর্ণমালার আঘাতে ক্ষত
রক্তকণিকা বহমান।
প্লেকারড হাতে স্লোগান মুখে
হেটেছিলো বুলির লাগি
দূর আকাশে বসত করে
এখনো তাহারা ত্যাগী।
রক্ত দিয়ে ভাষাবানিজ্য
মায়ের ভাষা এনে দে
ইয়াহিয়ার মুখে লাথি মেরে
বাংলাভাষী আওয়াজ দে।
তাঁহারা দিয়েছে রক্তরস
আমরা হচ্ছি ভিন্নতা,
বিদেশীভাষার প্রেমেজর্জর
আমরা পেয়েছি আধুনিকতা।
হিন্দি ইংলিশ মুখে মুখে
ভুলি আত্মনির্ভরতা।
-------©-------
শামিম ইশতিয়াক
অর্থনীতি বিভাগ
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।
©somewhere in net ltd.