নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামিম ইশতিয়াক, জন্ম ময়মনসিংহ জেলার জাতীয় কবির শৈশব কাটাবো ত্রিশাল উপজেলায়,বিএসএস অনার্স (অর্থনীতি) নিয়ে বর্তমানে অধ্যায়নরত আছেন, এছাড়াও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সমমান) পাশ করেছেন, শামিম ইশতিয়াক নিজেকে একজন কবিতাসক্ত হিসেবে পরিচয় দিলেও

শামিম ইশতিয়াক

শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।

শামিম ইশতিয়াক › বিস্তারিত পোস্টঃ

তসলিমা নাসরিন আসলে কি চায়??

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১০

বুয়েটে চান্স পাওয়া একটা ছেলে যেমন তসলিমার চোখে মেধাবী না হয়ে পড়ুয়া হয়, তেমনি আমার চোখে নারীজাগরণ বলে চিল্লানো তসলিমা কোন নারী জাগরণী কেউ না বরং সে শুধু মাত্র কয়েকজন মুক্তিকামী প্রস্টিটিউটদের পক্ষে কথা বলা একজন সাধারণ পতিতা ।

তসলিমার চোখে আবরার বিজ্ঞানের বই পড়তো শুধু মাত্র পরিক্ষার জন্য, বিজ্ঞানের বিদ্যাপীঠে বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে পড়া ছাত্রটি বিজ্ঞান মনস্ক ছিলোনা, কারন সে ধর্ম চর্চা করত যা কিনা চোদ্দশ বছরের অআধুনিকতা,
অথচ যৌন কাতরায় ভরপুর কিছু উপন্যাস লিখা আর এক পুরুষের বিছানা হতে অন্য পুরুষের বিছানা অদল বদল করতে করতে এই বোকা মহিলাটা খবর রাখেনি যে চোদ্দশ বছর আগে অবতীর্ণ পবিত্র কুরআন নিয়ে গবেষণা করছে বাঘা বাঘা সব বিজ্ঞানী, যারা স্বিকার করছে যে এই কুরআনে লুকিয়ে আছে বিজ্ঞান, এই কুরআনে আছে বিজ্ঞানের অনেক সমাধান। যার উদাহরণ টানলে বলতে হয় মহাকাশ, ভূমি, পরমাণু, উদ্ভিদ, পানিচক্রের ব্যাপারে, যার সম্পর্কে মহান রাব্বুল আলামীন চোদ্দশ বছর আগেই বলেছেন অথচ বিজ্ঞানীরা তা গবেষণায় জানতে পেরেছে এই বিংশ শতাব্দীতে।

পৃথিবীর আকার গোল, ছায়াপথের আগে প্রাথমিক গ্যাস পিন্ড, চাদের নিজস্ব আলো নেই, মহাশূন্যে বস্তুর অস্তিত্ব, পানির বাস্পে পরিণত হওয়া, মিঠা পানি ও নোনা পানির পার্থক্য, এবং মানবজন্ম, এই সব কিছু নিয়েই চোদ্দশ বছর আগে নাজিল হওয়া পবিত্র কুরআনে আয়াত রয়েছে, অথচ এই আধুনিকতায় এসে বিজ্ঞানীরা এসব তথ্য খুজে পাওয়ার পর বিশ্বাস করতে বাধ্য হয়েছেন যে কুরআন হলো বিজ্ঞানের মূল চালিকাশক্তি, অথচ তসলিমা এসবের খবর রাখা ত দূরে থাক, বিজ্ঞান সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না রেখেই নিজের মূর্খতা কে ফুটিয়ে তুলে একটা মেধাবী শিক্ষার্থীর মৃত্যু নিয়েও নিজের বর্বরতা প্রকাশ করতে সুযোগ খুজে নিলো।

আসলে তসলিমা কি চায়??? কার ক্ষমতা চায়?
তার ভাষায় আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় আছে তারা মারবে, বিএনপি ক্ষমতায় আসলে তারা মারবে, জামাত ক্ষমতায় আসলে তারা মারবে,
সে আসলে কাকে ক্ষমতায় চায়? আর দেশদ্রোহিরা একজোট হচ্ছে বলে সে কাদের বুঝালো? তবে কি দেশদ্রোহী বলতে সে শুধুই ধর্মহীন, সামাজিকতাহীন, নিয়মরিতি বাদ দেয়া বহুপুরুষ/বহুনারী দের সাথে সহবাসে বিশ্বাসী পিতৃপরিচয়হীন সন্তানদেরকেই বুঝিয়েছেন??

তসলিমা তার প্রথম পোষ্টে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, ভারত আশ্রয় খুজে সে হয়ত নিজেকে নিরাপদ ভাবে তাই যখন যা খুশি বলে, যাকে তাকে খুনি হিসেবে আখ্যায়িত করে, অথচ সে তার বিগড়ে যাওয়া মস্তিস্ক নিয়ে এটা চিন্তা করতে পারেনা যে পরিবারের ছোট সন্তান নষ্ট হয়ে যাওয়া মানেই সব ছেলেদের নষ্ট হয়ে যাওয়া নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.