![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।
তারপর আমরা সহজেই বুঝে যাই
আমাদের আর কিছুই নেই,
সময়-অসময়ের ফোন কল, মুঠোফোনের বার্তা,
দেওয়া নেওয়া কাঠগোলাপ, পার্কের দুই কাপ চা এবং তুমি,
টের পাই, বসন্তে হারাচ্ছে গাছের পুরাতন পাতা,
সাথে হারিয়ে যাচ্ছি আমরা নিজেরাই,
তবু কিছু থেকে যায়,
জোৎস্না রাতের নরম আলো, তোমার সাথে দেখা চাঁদের নৈঃশব্দ্য,
কাঠগোলাপের রঙে লেগে থাকা স্মৃতির ছোঁয়া,
রাগের মাথায় খক করে তোমার হেসে দেওয়া,
কিন্তু,
তুমি হারিয়ে গেলেও,
তোমার ফেলে যাওয়া মায়া রয়ে যায়,
হৃদয়ের গভীরে,
উকি দেয় ঝরা পাতার নিচে চাপা পড়ে,
তবুও ইচ্ছে হয়,
ঝরা পাতায় নিচে থাকা স্মৃতি কুড়িয়ে প্রিয় বই এর পাতার ভাজে যত্ন করে রেখে দেই,
যেভাবে ক্লাশ ফাইভের বইয়ের পাতার ভাজে রেখে দিতাম ময়ুরের পাখা, আরেকটা পাখা জন্ম দিবে এই আশায়।
শামিম ইশতিয়াক
ময়মনসিংহ
©somewhere in net ltd.