নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামিম ইশতিয়াক, জন্ম ময়মনসিংহ জেলার জাতীয় কবির শৈশব কাটাবো ত্রিশাল উপজেলায়,বিএসএস অনার্স (অর্থনীতি) নিয়ে বর্তমানে অধ্যায়নরত আছেন, এছাড়াও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সমমান) পাশ করেছেন, শামিম ইশতিয়াক নিজেকে একজন কবিতাসক্ত হিসেবে পরিচয় দিলেও

শামিম ইশতিয়াক

শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।

শামিম ইশতিয়াক › বিস্তারিত পোস্টঃ

নারী শরীর

০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:৫১

আমি যেদিন সরকার হব
সেদিন এক বিরাট মাঠের পাশে
পাশাপাশি অবস্থানে বানাব দুটি বিল্ডিং,
একটি লাল, একটি সাদা
মাঠের সামনে থাকবে দর্শক গ্যালারী,
এক বিন্ডিংয়ের নাম হবে হাসপাতাল
অন্যটার নাম কারাগার।

হাসপাতালে চলবে ধর্ষিতার চিকিৎসা
কারাগারে ধর্ষকের উলঙ্গ শরীরের প্রদর্শনী,
দর্শক গ্যালারিতে থাকবে আপামর জনতা,
দর্শকের ভীড়ে থাকবে আরো অনেক মুক্ত ধর্ষক,
দর্শকের ভীড়ে থাকবে প্রশাসন,
দর্শকের ভীড়ে থাকবে জনগণ।
উপভোগ করবে
ধর্ষিতার কষ্ট কিংবা ধর্ষকের নির্লজ্জ শরীর।

সবাই চুপ থাকবে,
তীব্র ঘৃনায় তাকিয়ে থাকবে কারাগারে
তাকিয়ে দেখবে
ঝুলন্ত ধর্ষক প্রভাবশালী, সম্ভ্রান্ত, ক্ষমতাধর কেউ
সবাই চুপসে যাবে,
মুখে লাগবে তালা, বন্ধ হবে হাততালি
শুনবেনা ওপাশটায় ধর্ষিতার আত্মচিৎকার,
মানসিক যন্ত্রণা, ক্ষতবিক্ষত হওয়া দেহ,
চাইবেনা বিচার, জাগবেনা প্রতিবাদ।

আপামর জনতা হয়ে যাবে অন্ধ
পাশেই দর্শক সারীতে দেখবেনা কিছু লিকলিকে লোভাতুর জিহ্বা,
কিছু মানুষরূপী অমানুষ,
দেখবেনা তাদের পাশেই তারা, যারা নারী দেহ পেলেই
প্রস্তুত ঝাপিয়ে পরতে,
কিংবা দর্শক গ্যালারিতে থাকা তারাই খুজবে আশেপাশে,
অন্য কোন লোভাতুর নারী শরীর।

শামিম ইশতিয়াক
ময়মনসিংহ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.