নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

জীবনের ডায়রী থেকে

১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:৪১




ছবিগুলো গতরাতে আমার রুমের বিছানা থেকে তোলা। আমি বিছানায় শুয়ে থাকলে রুমের জানালা দিয়ে চাঁদ দেখা যায়। ঢাকা শহরে এটা একটা বিরল দৃশ্য। পূর্নিমার চাঁদ যখন জানালার পাশে এভাবে দেখা যায় অদ্ভুত সুন্দর লাগে।

আমি রাত জেগে চাঁদ দেখি। অন্ধকার রুমে জানালার গ্রিল ভেদ করে আলো আসে। আমার গায়ে পড়ে সতেজ সেই আলো। আমি তাকিয়ে থাকি অদ্ভুত মুগ্ধতায়। নিজের সাথে নিজে কত কথা বলি, দুনিয়া এসব জানে না। আসমানে যখন মেঘ হয়, অবিরত মেঘেরা ছুটে যায় তখন। চাঁদটা তখন ঢাকা পড়ে, আবার মেঘ কেটে যায়, গায়ে আলো পড়ে, আমার খুশি খুশি লাগে। এটা একটা খেলার মত মনে হয় তখন।

জীবনের অর্থ খুঁজে নিজে নিজে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। চাঁদটা হয়তো জেগে থাকে রাতভর। আমাকে দেখে হাসে, মনে মনে বলে মানুষ প্রতিদিন ঘুমের ঘোরে মুলত মরে যায়। সকালে মৃত আমি জেগে উঠে চাঁদকে খুঁজি, হারিয়ে ফেলা আপনজনের মত। যে আপনজন দূর থেকে আমাকে দেখে, আলো দেয়, মিটমিটিয়ে হাসে, তাচ্ছিল্য করে। তবে আমার বিশ্বাস সেও হয়তো আমার শূন্যতা অনুভব করে কোন এক ঘুমভাঙা সকালে।

—জীবনের ডায়রী থেকে
©শামীম মোহাম্মদ মাসুদ

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২৫ বিকাল ৩:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবিগুলো দারুণ হয়েছে।

১৫ ই জুন, ২০২৫ বিকাল ৪:০০

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা

২| ১৫ ই জুন, ২০২৫ রাত ৯:৫৬

ক্রেটোস বলেছেন: চাঁদের দিকে তাকিয়ে থাকবার এক অদ্ভুত শান্তি আছে। তরুণ বয়সে একবার পরিকল্পনা করেছিলাম চাঁদের সাথে আমিও জেগে থাকবো। পরিকল্পনামতো ছাদে মাদুর পেতে বসে বসে চাঁদ দেখেছিলাম তবে শেষরাতের দিকে ঘুমিয়ে পড়েছিলাম আর চাঁদের সাথে রাতজাগা হয়নি!

এখন আর সেভাবে চাঁদ দেখা হয়না।

১৬ ই জুন, ২০২৫ সকাল ১০:১৩

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: আপনার স্মৃতির কথা শুনে ভালো লাগলো। আবার প্লান করেন।

৩| ১৫ ই জুন, ২০২৫ রাত ১১:১০

শায়মা বলেছেন: আমারও ছোটবেলায় মানে এই কলেজে পড়বার সময় এমন জানালা খোলা রাতে শরতের আকাশে পূর্নিমার চাঁদ দেখে একটা গান মনে পড়েছিলো....


এই গানটা

১৬ ই জুন, ২০২৫ সকাল ১০:১৪

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: কোন গান কবি? শেয়ার করেন শুনি<<<<

৪| ১৬ ই জুন, ২০২৫ সকাল ১১:২৬

রাজীব নুর বলেছেন: আবেগ বাদ দিয়ে বাস্তব দুনিয়াতে আসুন।

১৭ ই জুন, ২০২৫ সকাল ৯:৫২

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: রাজীব ভাই, আবেগে বাঁচতে আনন্দ আছে, সুখে থাকা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.